āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1489

গল্পের নামঃ রাগ থেকে হাসি।
.
বেশ কিছুক্ষণ তার সাথে ঝগড়া হল। রাগটা যেয়ে ঝারতে লাগলাম রান্নাঘরে। হাড়ি পাতিলের টুংটাং শব্দে যেকেউই বুঝবে যে আমি রেগে আছি। একটু পর সে এসে বলল,
- রাগ আমার উপর ঝারো। হাড়ি পাতিল কেন ভাংতেছ?
হাতে থাকা ভিম সাবান সহ আমি তার দিকে এগিয়ে গেলাম। সে বলে উঠলো,
- থাক থাক। তুমি বরং হাড়ি পাতিলই ভাংগো।
সে চলে গেল। সময়ের সাথে টুংটাং শব্দও থেমে গেল। আমি রান্নাঘরের কাজকর্ম শেষ করে বেডরুমে এলাম।
.
- বাহ! চুল খোঁপা করায় তোমায় দেখতে বেশ লাগেছে। 😍😍😍
আমি তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সেও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরিশেষে আমিই চোখ সরিয়ে নিলাম।
- খোঁপা করলে যে এত সুন্দর দেখায় তা আগে জানতাম না। 😍😍😍
আমি খোঁপা খুলে দিলাম। এবার সে বলল,
- বাহ! খোলা চুলে তো আরও দারুণ লাগে। তোমার রাগের সাথে বেশ মানিয়েছে। 😍😍😍
আমি এবার ওড়না দিয়ে চুল ঢেকে ফেললাম।
.
এবার সে বলল,
- বাহ! এবার তো পরী পরী লাগছে। চোখে শান্তির বাতাস বয়ে গেল। 😍😍😍
এবার না হেসে পারলাম না। আমার হাসি দেখে সে হো হো হো হা হা হা করে উঠলো। তার হাসি দেখে আমার হাসি দ্বিগুণ হয়ে গেল। এভাবেই দুজন রাগ ভুলে হাসিতে মেতে উঠলাম।
.
ইসসসসসস এটা যদি সত্য হত!!! 😋😋😋😂😂😂
.
লিখাঃ নিশি আহমেদ শিহাব (রাত্রির আম্মু)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ