āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1487

গল্প: অভিনয় অতঃপর সার্থক

_ওই পেত্নি কই গেছিলি...?
_তোর কাছে বলবো কেন...!!আর তুই আমারে পেত্নি বললি কেন...?
-হে হে হে....পেত্নিকে পেত্নি বলবো না তো কি বলবো..!!
-কি আমি পেত্নি..!তুই আর আমার সাথে কথা বলবি না..।
-আচ্ছা ঠিকাছে বলবো না, তার আগে বলে যা কই গেছিলি...?
-বফ এর সাথে ডেটিংয়ে গেছিলাম কোন সমস্যা তোর...?
-তোর মতো পেত্নির সাথে আমি ছারা কে প্রেম করবে..হা হা হা..।
-ইসসস শখ কত পোলার, তোর সাথে প্রেম করব আমি..!!ইমপসিবল..! আমি কেন কোন মেয়েই তোর সাথে প্রেম করবে না।
-করবে না করবে দেখিয়ে দিবো তোকে, তখন চোখে তেল দিয়ে কাদবি।
-আরে যা যা আগে করে দেখা।
কথাটা বলেই ও চলে গেল আর আমি একা একা হাসতেছি।
.
ওহ আপনাদের তো পরিচয়টা দেয়া হল না। আমি রিফাত আর এতখন যার সাথে কথা হল ও হল দিয়া।আমরা ছোটবেলা থেকে  একসাথেই বড় হয়েছি। আর এখনও একসাথে লেখাপড়া করি একই কলেজে।
.
ছোটবেলা থেকেই দিয়াকে আমি পছন্দ করি কিন্তু কখোন মুখফুটে বলতে পারিনি, তবে আচার আচরণে অনেকভাবে বুজানর চেষ্টা করেছি কিন্তু মেয়েটা কিছুতেই বুজতে চায় না।
.

এবার একটা সুযোগ পেয়েছি, ও আমাকে ভালবাসে কিনা তা জানার এটাই উওম সময়।
বাসায় বসে চিন্তা করতেছি কি করে কি করব। কিন্তু মাথায় যেন কিছু আসতেই চায় না। হঠাৎই মামাত বোনের আগমন।
.
-ভাইয়া কেমন আছো...?
-ভাল আছি। তুই কেমন আছিস...?
-হুমম ভালোই আছি..। 
-তা হঠাৎ কি মনে করে আসলেন কোন খোজ খবর না দিয়েই...!!
-সবসময় তো খবর দিয়েই আসি তাই ভাবলাম এবার খবর না দিয়েই আসি..। তা এত কি নিয়ে চিন্তা করতেছিলেন এতখন...?
-আরে তেমন কিছু না...।
-কিছু তো একটা আছেই, বলো ভাইয়া প্লিজ...
.
ভাবলাম ঋতুকে বললে হয়তো কোন একটা সমাধান দিতে পারে (মামাতো বোনের নাম ঋতু) তাই ওরে সবকিছু খুলে বললাম। ও সবকিছু শুনে একটা প্লান করলো এবং সেই অনুযায়ী আমাকে চলতে বললো।
.
পরদিন সকালে আমরা দুজনে বেরিয়ে পরলাম। দিয়াকে দেখি রাস্তার একপাসে দারিয়ে আছে, মনে হয় রিকশার জন্য অপেক্ষা করছে। দিয়াকে দেখিয়ে দেখিয়ে ঋতু আমার হাত ধরে হাটছে। আমাদের দেখে ওর চোখ যেন কপালে উঠে গেছে।আমরা আরে আরে তাকিয়ে ওর অবস্থা দেখি আর হাসি। আমরা সামনের দিকে হাটতেছি আর ও আমাদের ফলো করতেছে আর দেখতেছে আমরা কি করি।
.
কিছুটা সামনে একটা পার্ক ছিল।আমরা পার্কে গিয়ে একটা বেঞ্চেতে বসি। দিয়া আমাদের ফলো করতে করতে সেখানে চলে আসে। ওকে দেখে ঋতু আমার হাত জরিয়ে ধরে আমার কাধে মাথা রাখে। এটা দেখার পর দিয়া রাগে যেন জ্বলে পুরে যাচ্ছে। হাতে একটা ব্যাগ ছিল সেটাকে আছার মেরে ফেলে দিয়ে চলে গেল। খুব কষ্ট পেয়েছে। ওর কষ্ট দেখে আমারও খুব খারাপ লাগল।
.
-একটু বেশি কররে ফেললাম নাকি ঋতু..?
-ওলে বাবা মজনু খুব কষ্ট পেয়েছে.. হা হা হা..।
-চুপ শয়তান...আমার এদিকে ফাটে আর তুই ফাজলামো করস..!
-হি হি হি......শোন ভাইয়া এতটুকু না করলে তুমি চিরদিন দেবদাস হয়ে থাকতে...।
-হুমম তাও ঠিক..!!
-নাও এবার তোমার ভালবাসার মানুষের ব্যাগটা তুলে নিয়ে বাসায় চলো..। পরম ভালবাসার সাথে এটা তাকে ফেরত দিও...।
-এত বকবক না করে চল..।
.
ওখান থেকে বাসায় চলে আসলাম। পরদিন কলেজে গিয়ে দিয়া জন্য আপেক্ষা করতেছি। একটু পরেই দিয়া আসল। আমার দিকেই আসতেছিল। আমি ওকে দেখেও না দেখার ভান করে বসে আছি।
আমার সামনে এসেই...
.
-মেয়েটা কে ছিল...?
-কোন মেয়েটা..(না জানার ভান করে)
-এখন আরর কিছু জানেই না যেন...কালকে যে মেয়েটার সাথে ঘুরে বেরিয়েছ সেই মেয়ে...।
-ও ওই মেয়ে...!! ওটা তো আমার গফ..।
-গফ মানে!! (মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে..চোখের কোনে কালো মেঘ জমেছে। যেকোন সমময় বৃষ্টি নামতে পারে)
-গফ মানে গফ...।
-তুই ওই মেয়ের সাথে সত্যিই প্রেম করোস..?(কেদে দিয়েছে)
-হ্যা...কেন তুই তো বলেছিলি আমার সাথে কোন মেয়ে প্রেম করবে না...পারলে আমি যেন প্রেম করে দেখাই..।
-ওটা তো এমনই বলছিলাম তাই বলে তুই সত্যিই প্রেম করবি...!!(চোখ থেকে অজর ধারায় বৃষ্টি পরতেছে)
-করেছি তো কি হয়েছে আর তুই কাদতেছিস কেন...?
-তুই যান না তোকে আমি কতোটা ভালবাসি...!
-আমিও তো তোকে ভালবাসি...!
-মানে..!!(অবাক হয়ে)
-মানে কালকের ওই মেয়েটা আমার মামাত বোন ছিল। তুই আমাকে ভালবাসিস কিনা তা জানার জন্য আমি আর ও এই অভিনয়টা করি..।
-শয়তান আমাকে এতটা কষ্ট দিয়ে..(বুকের উপর কিল ঘুসি দিতে দিতে)
-আর কখোন কষ্ট দিব না...।
-দিলে খুন করে ফেলব...।
-হুমম তাহলে অবশেষে পেত্নিকে আমি পেলাম...।
-আবার...!!
-আই লাভ ইউ পেত্নি...।
-আই লাভ ইউ টু...।
.
লেখা: ইভান মাহামুদ

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ