āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1477

আমি সেনাবাহিনী
:
লেখা : Farhan Ahmed Farabi (Tîmè Tràvêlér)
:
আমি সেনাবাহিনী,
আমি শত্রুর চোখের অগ্নির ভীতি,
গুলির গর্জনে আতঙ্কে মাতিয়ে তুলি রণ ক্ষেত্রের ভয়াবহ রাত্রি।
আমি সেনাবাহিনী,
আমি বিস্তৃত মাধুরী,
রাতের আধারে জ্বলন্ত আমার অগ্নি ফুটন্ত আখি।
আমি সেনাবাহিনী,
আমি সদা সাহসী,
সদা প্রস্তুত আমি চির উন্নত মম শির।
আমি সৈনিক,
আমি দেশ রক্ষার প্রতিজ্ঞায় ছুটি দৈনিক।
আমি দুর্যয়,
আমি হুঙ্কারে টেনে আনি মহাপ্রলয়।
আমি দুর্বার,
আমি ঝড় তুলে করি চুরমার।
আমি দুর্গম, আমি ঘূর্ণি, আমি উন্নত মম শির,
আমি সদা সাহসী অমর বীর,
আমি দুর্লভ,
আমি নির্ভয়ে শুরু করি মহাবিপ্লব।
আমি হুশিয়ার,
আমি বাঘের ন্যায় দেই হুঙ্কার।
আমি মহাকাশ, আমি চঞ্চল, আমি হিমালয়ের প্রকান্ড শীর্ষ।
আমি হিংস্র,
আমি অভিশাপকে করি ধ্বংস।
আমি নির্ঘুম প্রহরী,
আমি দেশ রক্ষায় নিবেদিত থাকি নিবারাত্রী।
আমি সংগ্রাম,
আমি যুদ্ধে মেতে থাকি অবিরাম।
আমি ঘুর্ণিঝড়, আমি মহাসাগর, আমি বিশ্বাসী, আমি বিদ্রোহী।
আমি দুর্লভ, আমি দুর্বার, আমি নির্ভীক, আমি সৈনিক।
:
[ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
:
লেখা : Farhan Ahmed Farabi (Tîmè Tràvêlér)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ