বিছানায় শুয়ে শুয়ে হুমায়ুন আহমেদের
অমানুষ পড়ছিলাম।
"
হঠাত কে যেন পিছন থেকে বালিশ
দিয়ে মাথা চেপে ধরল। একে বারে
মরে যাওয়ার মত অবস্থা। কিছুই বলতে
পারছিলাম না। অনেক জোড়াজুড়ি করার
পর আমাকে মুক্ত করে দেওয়া হল।
"
আমি হাপাচ্ছিলাম। তাকিয়ে দেখি
সৃজনী আমার সামনে আমার এই অবস্থা
দেখে হাসছে.....
"
ও হ্যা পরিচয়টা তো দেওয়াই হয় নাই।
আমি সবুজ আহম্মেদ । ঢাকা কলেজে এইবার
ইন্টার ফাস্ট ইয়ারে ভর্তি হইছি ।
"
আর যে আমার সামনে দাড়িয়ে আছে সে
হল সৃজনী সে এবার হলিক্রস কলেজে ভর্তি
হইছে।
"
আমরা অবশ্য একে অপরকে অনেক
ভালবাসি। আচ্ছা প্রেমের কাহিনি
অন্যদিন বলা যাবে..........
"
আমি: আমাকে এইভাবে চেপে ধরলি
ক্যান?
সৃজনী :আমার ইচ্ছা। তোর কোন সমস্যা?
আমি:সমস্যা মানে? থাপরায়া দাত
ফেলে দিব
সৃজনী : থাপ্পড় মারবি? মার তো দেখি
( ও জানে আমি ওকে মারতে পারব না।
তারপর ও রাগ দেখিয়ে বল্লাম)
"
আমি:আর একটু হলেই তো মরে যেতাম। যা
তোর সাথে কোন কথা নাই
সৃজনী :সরি রে বুঝতে পারি নি
আমি: চুপপপ.....।আমার সামনে থেকে দুর হ...
সৃজনী :ও আচ্ছা ( বলে চলে গেল)
"
আমি আবার পড়তে শুরু করলাম।
ও হ্যা আমি আর সৃজনী একই সাথে থাকি
সেই প্রাইমারি লেভেল থেকে।
আমাদের বাসা আর সৃজনীদের বাসা
পাশাপাশি।
"
বিকেলে বিসে বসে টিভি
দেখছিলাম। হঠাত দেখি সৃজনীর
আবির্ভাব। আমি সৃজনীকে ডাক দিলাম---
আমি: এই সৃজনী.....
সৃজনী :হ্যা বল..
আমি:কই যাস?
সৃজনী :আন্টির কাছে
আমি: ও আচ্ছা। তোর হাতে ওটা কি?
সৃজনী : আম্মু পায়েস রান্না করছে তাই
আন্টির জন্য নিয়ে আসলাম
আমি: হুম...(আমি জানি পায়েসটা আমার
জন্যই আনা হইছে কারন পায়েস আমার
অনেক প্রিয় এইটা সৃজনী জানে)
"
যাওয়ার সময় আমাকে মুখ ভেংচি ফিয়ে
চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না।
"
তো যথারীতি আবার রাতে হুমায়ুন
আহমেদের আরেকটা বই নিয়ে বসলাম।
পড়তে পড়তে অনেক রাত ....হয়ে গেল।
চিন্তা করলাম কালকে কলেজে যাব না।
তো ঘুমিয়ে পড়লাম।
"
কখন যে সকাল হয়ে গেছে জানি না।
হঠাত গায়ের উপর কে যেন পানি ঢেলে
দিল।। আবারও দেখি ওই বজ্জাৎ মেয়ে
আমার গায়ে পানি ঢেলে হাসতেছে ।
"
এবার আর রাগ কে কনট্রোল পারলাম না
ঠাস করে সৃজনীর গালে মারালাম একটা
থাপ্পড়।
"
ওর চোখ বেয়ে অঝোরে পানি পড়তে
থাকল আর এক মুহুর্ত দেরি করল না এবং চলে
গেল।
"
আমি মনে মনে ভাবছি এ আমি কি
করলাম? আমি কি কাজটা ঠিক করলাম?
এরই। মধে আম্মুর ডাকে ঘোর ফিরল -------
আম্মু: কিরে সৃজনী কই?
আমি : ও তো চলে গেছে
আম্মু: চলে গেল মানে?
আমি: চলে গেল মানে চলে গেল
আম্মু:ইশ মেয়েটার আজ জন্মদিন। ওর জন্য
পায়েস রান্না করছি আর ও না খেয়েই
চলে গেল।তুই এখনি ওদের বাসায় গিয়ে
ওকে নিয়ে আয়।
"
( হঠাত মনে পড়ল আজ পহেলা জুলাই আজ না
সৃজনীর জন্মদিন)
আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে
ফ্রেশ হয়ে গেলাম সৃজনীদদের বাসায়।
গিয়েই দেখি আন্টি রান্না করছে। আমি
বললাম----
আমি :আন্টি কেমন আছ?
আন্টি : ভাল বাবা।তুই কেমন আছিস?
আমি: ভাল। আন্টি সৃজনী কই?
আন্টি : ওর রুমে আছে গিয়েরদেখ
(সৃজনীর রুমে গেলাম গিয়ে দেখি
মেয়েটা বিছানায় উপর হয়ে শুয়ে শুয়ে
কাদছে)
আমি: সৃজনী...... সৃজনী
সৃজনী : চুপ
আমি: আরে এই সৃজনী
সৃজনী : চুপ
আমি: কিরে কথা বলবি না?
সৃজনী : চুপ
আমি: ওকে আমি চলে গেলাম
সৃজনী : ( লাফ দিয়ে উঠে বলল) প্লিজ যাস
না
আমি: সরি রে
সৃজনী : কেন?
আমি: ঐ যে সকালে তোর গায়ে হাত
তোলার জন্য আর আজ তোর জন্মদিন সেইটা
ভুইলা গেছি তার জন্য
সৃজনী :ওকে
আমি: মা তোর জন্য পায়েস রান্না
করছে..... চল
সৃজনী : চল
"
চলে আসলাম আমাদের বাসায়। এসেই
দেখি সৃজনী মাকে জড়িয়ে ধরল।
আর আম্মু ওকে সুন্দর করে পায়েস খাইয়ে
দিচ্ছে। আমি আমার রুমে চলে আসলাম
( আমার তখন হিংসে হচ্ছিল)
"
কিছুক্ষন পরে দেখ সৃজনী আমার রুমে এসে
হাজির। সৃজনী বলল-----
সৃজনী : কিরে কি করছিস?
আমি: নিজে মায়ের হাতে পায়েস
খেয়ে এসে আমাকে বলা হচ্ছে কি
করছিস
সৃজনী : হুম। চল তুই ও খা
আমি: না আমি পায়েস খাব না
সৃজনী : তাইলে কি খাবি?
আমি: মিষ্টি খাব
সৃজনী : তো চল
আমি : আমি তোর মিষ্টি খাব
সৃজনী : আমার মিষ্টি মানে?
( আমি সৃজনীর ঠোট দেখিয়ে বললাম যে
এই মিষ্টি)
সৃজনী লজ্জা পেল এবং বলল.....
সৃজনী : যাহ্.. দুষ্ট। আমি পারব না
(আমি সৃজনীকে জড়িয়ে ধরলাম এবং কি
করলাম বুঝতেই তো পারছেন........আমিও
বলতে পারব না কারন আমারও তো লজ্জা
আছে)
"
আর এইভাবেই চলতে থাকল আমার আর
সৃজনীরর দুষ্ট মিষ্টি ভালবাসা
---------সমাপ্ত------
লেখক আইডি:
ZêSíåñ Zãîfàñ Sabuj
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļāύিāĻŦাāϰ, ā§§ā§Ŧ āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
1771
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§:ā§Ģā§Ŧ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ