ছাগল বার বার ধান খেয়ে যায় যে।মনে আছে গল্পটা?
গেরস্ত রাখালকে ডেকে বলল ছাগল কার? তুই কিছু কস না ক্যা? ধইরা খোঁয়াড়ে তো দিবার পারস।
রাখাল কইলো, আইচ্ছা।
ছাগল আবার আসে, আবার ধান খায়। বার বার খায়।
গেরস্ত বলে, তোর মত রাখাল দিয়া কি করব? ছাগল খোঁয়াড়ে না দিবার পারস যার ছাগল তারে তো শাসাবার পারস! নাকি তাও পারস না?
রাখাল কইলো, খাড়ান আইজক্যা দেহাইতাছি।
-কি দেহাবি?
-খাড়ান।
একটু পর রাখাল আইসা কইলো আইজক্যা দিছি ঠ্যালা।
-কি করছস?
-ওই যে নুরুদ্দীনের ছাগল।ঠ্যালা দিয়া আইছি।
-কি করছোস?
-কইয়া আইছি।
-কি কইছস?
-কইছি! খুব কইছি!
-কি কইছস?
-কইছি আফনের ছাগলে আমগো ক্ষেতে ধান খায়!
মায়ানমারের হেলিকপ্টার বার বার সীমানা অতিক্রম করে ঢুকে পড়ে আমাদের সীমান্তে আর আমরা শুধু তাদের রাষ্ট্রদূত ডেকে এনে বলি, তোমাদের ছাগল কিন্তু ঢুইক্যা পড়ছিলো, আবার ঢুকছিলো! আবার ঢুকছিলো!
এইগুলা বাদ দিয়া সীমানায় খেলনা পিস্তল নিয়া চোর পুলিশ চোর পুলিশ খেইলা সময় পার করেন। সময়টা ভাল কাটবে!
আমরা অবশ্যই যুদ্ধ চাই না, যুদ্ধের উসকানি দেই না। কিন্তু আমাদের সীমান্তে ওদের হেলিকপ্টার ঢুকে পড়লে সেটা ভূপাতিত করতে বলি!
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ