- একটু শুনবেন প্লিজ?
.
-বলো, কি বলবে....
.
- না মানে.......! :-)
.
- বলেই ফেলো, মানে মানে করার দরকার নাই।
.
- আসলে... (লজ্জা পেলো)
.
- ধুর, বলো তো....
.
- আরেকদিন বলি? কোন নির্জন জায়গায়?
যেখানে কোন প্রতিবন্ধকতা থাকবে না।
.
- এখানেও তো নির্জন, বলো না।
.
- ওখানেই বলবো.....
.
(ছেলেটা অপর প্রান্তকে ভালোবাসি বলার জন্য অপেক্ষা করে কিন্তু অপর প্রান্ত সেটা বুঝতে পারে না। আদৌ পারবে কি না সন্দেহ! তবে ছেলেটা খুব ভালোবাসে তাকে)
Sajjad alam
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
1521
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Ē⧝ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ