টিভি দিছে?
-ওমা একটা ফ্রীজ দিতে পারেনাই!
ফ্রীজ দিছে?
- ওমা একটা খাট দিতে পারেনাই!
খাট দিছে?
-ওমা সোফা দেয়নাই!
সোফাও দিছে।
তো কি হইছে, মেয়েকে কি দিছে সাথে? জামাইটারেও তো হাতে কিছু দেয়নাই....।
জামাইকে হাতে কি দিবে? মেয়ে তো ডাক্তার। আর কি দরকার।
- ডাক্তার তো কি হইছে , কামাই তো সব বাপেই খাবে।
হয়ে গেল বিয়ে, বেশ ধুমধাম করেই বিয়ে হল।
বাবার পক্ষ থেকে সবই দিলো।
বেশ, নতুন বউ দেখার জন্য সবাই এল একে একে,
মেয়ের বাবা কি দিলো না দিলো সবই দেখা হচ্ছে এবার।
সব তো দিলো। এবার কি নিয়ে বলবে।
-ওমা, মেয়েতো এত লম্বা না, রংও এত ফর্সা না।আর জিনিসগুলিও এত দামি না।
- তো কি, মেয়ে গুণবতী।
রান্না পারে? দেখি আজ বউ সব রাধো তো।
সব রাধলো। সময় লাগলো।
- ওমা, এত সময় লাগে? আমরা তো আধা ঘন্টার মধ্যেই সব শেষ করতাম।
-নতুন তো, কোথায় কি আছে, বুঝে উঠতেও সময় লাগে। আবার কার রুচি কেমন তারও ব্যাপার স্যাপার আছে।
- ওওওও, তো মেয়ের বাবা স্বর্ণ টর্ণ দেয়নাই? নাকি এমনেই পাঠাই দিলো।
-মেয়েকে মেয়েরটা দিয়েছে তো।
ওহ, তাই নাকি!
তবে যাই বলো মেয়ে আমাদের ভালো লাগেনাই, রান্নাও তেমন ভালোনা, মেয়ে বাইট্টা, শ্যামলা.....
মেয়েটা সব বুঝেও চুপচাপ থাকে।
এতেও সমস্যা, মেয়ে তো গাদ্দার, অহংকারী। ডাক্তার হয়ে দেমাঘ দেখায়।
-------------------------------------------
-------------------------------------------
মেয়ের কোন দোষ না থাকলেও শশুড়বাড়িতে সে দোষী।
মেয়ে বলে সে সহ্য করেও দেমাঘী।
সহ্যের সীমা চলে গিয়ে মেয়েটা কিছু বলতে গেলেই সে বেয়াদব।
মা বাবা আদ্দব শিখায়নাই।
অতঃপর সম্পর্কে ফাটল ধরে। 😊
কিছু মানুষের মূলত সবকিছুতেই সমস্যা। আপনি যত ভালো হবেন তত বেশী সমস্যা।
Collected
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ