#গভীর_রাত.....
.
লেখক:M.H Mazi....
.
ঘটনাটা ৩ বছর আগের........
.
শান্ত সরকারি অফিসে কাজ করে...
প্রতিদিন সে সন্ধ্যায়ই বাড়িতে চলে আসে..
.
কিন্তু সেদিন তার বাসায় ফিরতে রাত হয়ে যায়...প্রায় ১০ টার মতো..
.
সে এক বাড়িতে ভারা থাকে.....
সেদিন তার স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছিলো.
তাই সেদিন সে একাই ছিলো বাসায়
..দুই তলায় থাকে সে...😱😱😱
.
এসেই সে ক্লান্ত হয়ে পরে .
..
.
খুব ক্ষিধে পায় তার কিন্তু ঘরে কোনো খাবার ছিলোনা...
.
তার স্ত্রী তাকে বাহিরে থেকে খেয়ে আসতে বলেছিলো ...
.
কিন্তু তার ক্ষিধে বেশি থাকায় তার যেতে ইচ্ছা করছিলো না বাহিরে ...
.
তাই সে এক গ্লাস পানি খেয়ে তার ল্যাপটপ নিয়ে বসে পরেছিলো.
রাত তখন প্রায় ১১:৩০ মিনিট..
কিন্তু তার ক্ষিধের জ্বালায় ঘুম আসছিলোনা .....
এরপর সে ল্যাপটপ রেখে টিভি দেখতে বসে....
.
কিছুক্ষন পর সে লক্ষ করলো যে..
পাশের রান্না ঘর থেকে আওয়াজ আসছে...
.
প্রথমে ইদুর ভেবে রেখে দিলেও আওয়াজটা ক্রমেই বাড়তে থাকে....যেনো কোনো মানুষ করছে শব্দটা...
.
তো সে দৌরে গেলো রান্না ঘরে কিন্তু কিছু দেখলোনা....
.
এর কিছুক্ষন পর সে আবার শব্দটা শুনতে পেলো..
..কিন্তু যাওয়ার পর কিছু দেখতে পাচ্ছিলো না.সে..
.
তাই, সে ভাবলো ক্লান্তির কারনেই এসব আজেবাজে শব্দ শোনা যাচ্ছে.
.
এরপর সে ক্লান্তি নিয়েই খাটে গিয়ে শুয়ে পরলো...
.
এবং আলো নিভিয়ে দিলো....
.
এরপর আবার শুরু হয়বআওয়াজ...
.
এবার তার কাছে মনে হচ্ছে যে কেউ বাটা বাটি করছে রান্না ঘরে...
.
কিন্তু সে তখন ভয় পেতে লাগলো...
.
কি করবে সে?
.
তারপর মনে সাহস নিয়ে আবার রান্না ঘরে গেলো সে আর জিজ্ঞেস করলো....
.
কে ওখানে..?.
কয়েকবার এভাবে জিজ্ঞেস করার পরে আওয়াজ না পেয়ে চলে এলো সে...!
.
এসে সে নিজের মনকে বিভিন্ন ভাবে সাহস দিতে লাগলো..
.
সে তার মনকে বলল...
.
"তুই ভয় পাচ্ছিস কেনো?এই ঘরে তুই ছারা আর কেউই নেই...তাই ভয় পাওয়ার কোনো কারন নেই...
আবার বলল,,,তুই ক্লান্ত বলেই তোর কাছে এরকম মনে হচ্ছে...
সে আর ও বলল মনকে, যে তুই তো পুরো ঘর ই দেখে নিয়েছিস তাইলে তোর কিসের ভয়...?কেউই নেই.."
.
এভাবে সে তার মনকে বোঝাতে লাগলো....
.
কিন্তু সে আবার শব্দ শুনতে পেলো এবার মনে হলো কেউ থালা-বাসন নাড়াচারা করছে....
.
কিছুক্ষন ভয়ে নড়লো না...সে...
কিন্তু কতক্ষন এই ভাবে ভয়ে ভয়ে থাকা...যায়...
এর থেকে সব কিছু ভালো ভাবে দেখে নেওয়াই ভালো...
এসব ভেবে সে ,,, ভয়ে ভয়ে তার রান্না ঘরের দিকে গেলো আর হাতে একটা ছুরি নিয়ে নিলো...
.
তো ওখানে যাওয়ার পর সে ....
.
কে? কে? কে ওখানে..?
বলতে লাগলো...
.
এরপর সে তার রান্না ঘরে ঢুকলো...
প্রথমে সে ডান দিকে তাকালো....
.
কিন্তু বামে তাকাতে সাহস পেলো না সে...
..কারন টা হয়তো খুব ভয়ানক কিছু দেখবে বলেই...
.
তার পর সে চলে আসলো...
.
তার হৃদয় যেনো এখন আর তার বুকের মধ্যে থাকতে চাইছেনা...পালিয়ে যেতে চাইছে...😲😲😨😨😧😧😢😢😢
.
সে আবার শুয়ে পরলো....
.
কিন্তু এবার সে আওয়াজ পেলো কেউ একজন কিছু কামড়ে কামড়ে খাচ্ছে..
.
অসম্ভব ভয় নিয়ে সে ওখানে গেলো হাতে একটা ছুরি নিয়ে...
.
গিয়ে সে যখন তার রান্না ঘরে তাকালো...
আর সে নিজেকে বিশ্বাস করতে পারছিলো না..
.
অসম্ভব ভয়ানক একটা মেয়ে একটি ছোটো শিশু কে কামড়ে খাচ্ছে....
.
আর মেয়েটার একটি চোখ ছিলো না...অপর চোখটি লাল ছিলো....
..
ওর মুখের বাম দিক দিয়ে রক্ত ঝরছে....
.
😵😵😵😵😵😵😵😵
..
এরপর মেয়েটা ওর দিকে এগোতে লাগলো আর ও চিৎকার দিলো কিন্তু কেউ শুনতে পেলো না..
.
এরপর শান্ত তার হাতের ছুরিটি মেয়াটার দিকে ছুরে মারলো কিন্তু ছুরিটা মেয়েটার ভিতর দিয়ে গিয়ে জানালার কাচের মধ্যে লেগে কাচ ভেংগে গেলো এবং...সাথে সাথে ও
অজ্ঞান হয়ে গেলো...
..
জানালার কাচের শব্দ পেয়ে সবাই জেগে গিয়ে শব্দের উৎসের দিকে চলে আসলো...
এবং শান্তর ঘরে শান্তকে পরে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেলো.....
.
..উক্ত ঘটনায় ২ দিন কুমায় থাকার পর শান্ত মারা যায়....
...
...
.
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
collected
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ