āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3094

আজ সন্ধ্যে বেলার কাহিনি 😊

বাসার ছাদে সিগারেট  খাচ্ছি আর ফেসবুকিং করছি
sudden একটা  ফোন এলো
হ্যালো কে বলছেন
অপরপ্রান্ত থেকে সোনা তুমি কই 😍

আমিও এবার মিষ্টি  করে,  কে গো তুমি ☺
হারামজাদা  আমি তোর ভাবি 😈

তো ফোন করছো কিল্লাই 👿
তারাতারি বাসায় আয় 😡
কেন কি হইছে 😠
তোরে ২ মিনিট  টাইম দিলান,  এর একটু লেট হলে তোর খবর আছে 👹

কি আর করা জলদি করে গেলাম 
রুমে ঢুকে দেখি
একটা  মেয়ে আর তার মা আর একজন কাকু বসে ভাবির সাথে কথা বলছে
আমি ভেতরে যেতেই ভাবি বললো
তোর রুমে একটা  পাঞ্জাবি আর পাজামা রাখা আছে ফ্রেস হয়ে পড়ে নে

শুনতে পেলাম ওই আন্টি বলছে
আহা ছেলেতো মাশাল্লাহ।  ☺

তখন ঈ মনে পড়ে  গেলো কয়দিন ধরেই তো ভাবি আমার বিয়ে বিয়ে করছে 😑😑
তাহলে কি আজকেই আমি সেই খাচাতেই বন্দি হবো 😒
কথাটা মনে পড়তেই চিরিক করে জল বেরিয়ে এলো চোখ দিয়ে 😥

এদিকে ভাবিও রুমে হাজির শুধু একটা  কথাই বললো ভাবি
আজ যদি কোন উল্টা  পাল্টা করচ তাইলে তোর খবর আছে😡 তারাতারি রেডি হয়ে আয়

তো গেলাম তাদের  সামনে
বাহ ছেলেতো ভারি সুন্দর  আর লাজুক 😚

হুট করে কে যেনো বললো ছেলে  মেয়ে দুটুকে একটা  ঘরে দেওয়া যাক তারা পরিচিত হোক 👺

তাই হলো গেলাম তার সাথে একটা  রুমে

তারপর কথোপকথোন 

কি করেন আপনি
কাজ করি
কিসে কাজ করেন
এফবিতে
তাছাড়া  কাজ করেন না
না তো
তাহলে  বিয়ের পর আমাকে খাওয়াবেন কি
ক্যান লাইক, কমেন্ট,  আর শেয়ার 😜

তাছাড়া একটা  কাজ করতে পারেন
বিয়ের সময় ১০ লাক্ষ টাকা আপনাদের বাসা থেকে আনবেন
তার পর অই টাকা দিয়েই আপনি খাবেন। 😷

তখন ঈ শুনতে পেলাম  আম্মু আম্মু এখানে আর এক মিনিট  ও না চলো
ক্যান কি হয়েছে মা
চলো বাসায় গিয়ে বলবো
আমি এঈ বিয়ে কখনো করবো না
এই বলে চলে গেলো

আমি আলহামদুলিল্লাহ জোরে
বলে দৌড়  😜😜😜😂

ভাবি ওই হারামজাদা  কই যাস
আজ তোর একদিন কি আমার একদিন 😡😡👺👹

উহ বল্ললেই হলো
নিজের উপার্জন আমার পরের মেয়েকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে 😕
এত্তো পাগল আমি না

যাক বিয়েটা তো  ক্যান্সেল হলো😊☺☺☺☺

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ