āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3084

♥ছুটির বারান্দায় দাড়িয়ে স্মৃতির সুখ♥

হৃদা হাবিবা

ফুর ফুরে হাওয়ার মতোই কেটে যাচ্ছে এই ক'টা দিন!
মুক্ত বিহঙ্গ হয়ে সুখের ডানা মেলে উড়তেছি সিমাহীন!!

নেই ভোরের আলোয় আলোয় ছোটাছুটি বা তাড়া-হুড়া! সবটুকু ব্যস্ততা জুড়ে নাই কিছু আর ঐ আকাশটা ছাড়া!!

দুর দিগন্তের সিমাহীন নীলিমায় ভাসিয়েছি এই মন!
তার সাথে ভাসিয়েছি যত আছে বুকে বেদনার ক্রন্দন!!

শরতের ঐ সাদা মেঘের ভাঁজে ভাঁজে মন খুজে নিল কিছু সুখ!
যে সুখের তরে এই মন প্রান সারাক্ষনই থাকে শুধু উন্মূখ!

নতুন করেই যেন খুজে পেলাম ছোট বেলার সেই দিন!
যে দিন ছিল তুলনাহীন মধুর এবং সোনালী রঙে রঙিন!!

আকাশ বাতাশের সবুজ প্রান্তরের খুব কাছাকাছিই ছিল সেই বেলা!
শরতের অনেকটা প্রহর জুড়ে জড়িয়ে ছিল সেই শিউলি তলা!!

কত ফুল কুঁড়িয়েছি, কত সুখ ছিনিয়েছি নেই তার কোন ইয়ত্তা!
তার চেয়ে আরো বেহিসেবী বকুনি যা দিইনি কখনো পাত্তা!!

সেই ক্ষন গুলি কত সুখ ময় ছিল, ফুল পাখি ছিল সাথী!
ফড়িং ছিল ঘাস ফড়িং ছিল আর ছিল নীল প্রজাপতি!!

প্রকৃতির সাথে একাকার হয়ে থাকতাম তার গভীরে হারিয়ে!
আবারো সেই দিন ফিরে পেতে চাই, কেউ কি দেবে ফিরিয়ে?

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ