♥কষ্ট বিলাস♥
হৃদা হাবিবা
পৃথিবীর সব কষ্ট আমি
অনায়াসে মানতে পারি
কিন্তু তোমার দেয়া কষ্ট নয়!
তোমার এত টুকু কষ্টও
নিঃশ্বাসে বিশ্বাসে লাগে
যেন মৃত্যুর সম যন্ত্রনা হয়!!
তাই আমি চোখের জলে
কত শত বার মুখ ধুয়েছি
কত মিনতি করেছি তোমায়!
তুমি শোননি কোন বারন
দিয়েছো শুধু অকারন
পৃথিবীর যত কষ্ট আমায়!!
আজ তোমার দেয়া কষ্টদের
শান্তির বসত ভিটে হলো
আমার সারাটি অন্তর ছড়িয়ে!
ওরা নিশ্চিন্তে মহাসুখে
বুকের পাজরে পাজরে থাকে
অষ্টপৃষ্টের মতো জড়িয়ে!!
আর কিছু কষ্টের বসবাস
হৃদয়ের একান্ত গভীরেই
নিঃশ্বাসের সাথে থাকে মিশে!
আর সেই কষ্ট গুলো ভাসে
আকাশের ঐ শুন্যতায়
আমার প্রতিটি শ্বাস-প্রশ্বাসে!!
আজ চোখের জলে বলো
আর বুকের অতলে বলো
সবখানে শুধু কষ্টের আনাগোনা!
বিশ্বাসের মাঝেও কষ্টের বসবাস
মৃত্যুর যন্ত্রনা সয়ে গেছি আজ
তাই কষ্ট না দিতে আর বলবনা!!
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ