āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3085

******#অভিমানী বউ**********

লেখকঃ অন্ধকার পথে একা আমি (((অভিমানী মন)))

_এই
_কি
_চলো না একটু ঘুরতে যাই
_যাও তোমায় ধরে রাখছে কে
_কি তার মানে তুমি যাবে না
_না
_তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না কারণ আমিতো পুরানো হয়ে গেছি
_এখানে ভালোবাসা কোথা থেকে এলো
_তে তুমি ঘুরতে নিয়ে যাবে না
_আচ্ছা বাবা নিয়ে যাব
_আমি তোমার বাবা নয়
_আচ্ছা লক্ষী এবার তৈরি হয়ে নাও
_সত্যি
_হুম
আমি রনি আর আমার বউ হলো মিম।তার জীবনের চেয়েও বেশি আমাকে ভালোবাসে।আমিও তাকে কম ভালোবাসিনা।কিন্তু তাকে বেশি রাগাতে আমার ভালো লাগে তাই রাগায়।আমাদের বিয়ে টা পারিবারিক ভাবেই হয়ছে।এখন বউ বেরাতে যাবে বাহানা ধরছে তাই তাকে ঘুরতে  নিয়ে গেলাম
_এই চলো না ফুচকা খায়
_না ফুচকা খাওয়া হবে
_যাও খাব না যাও
_এই মন খারাপ করছো কেন
_কার জন্য মন খারাপ করব
_আচ্ছা চলো তোমাকে ফুচকা খাওয়াব
এবার মিমের মুখে আনন্দের হাসি ফুঠে উঠল।তার ঐ হাসির মায়ায় বারে বারে প্রেমে পড়ে যাই
_এই কি দেখছো
_কিছু না
ফুচকা খেয়ে একটু ঘোরা ঘুরি করছি
_এই তুমি ঐ মেয়ের দীকে তাকিয়ে আছো কেন
_দেখ ঐ মেয়েটা কি সূন্দর আমিতো তার প্রেমে পড়ে গেলাম
_কিইঈইই
_হুম
_যাও তোমার সাথে কথা নেই
_তাই
__আমি আজি বাবার বাসায় চলে যাব
_এই তুমি বাগ গোচ্ছো কেন
_আমি এখানে থাকবো না
এই বলে বউটা রাগ করে চলে গেলো।না এই ভাবে তাকে রাগানো আমার উচিত হয়নি।আজ মনে হয় অনেক কষ্ট পাইছে
ফোণ দিলাম কিন্তু ফোণটা বন্ধ
দুদিন পর কিছু ভালো লাগছে না তাই অফিস ছুটি নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম
_কি দুলাভাই কেমন আছেন
_ভালো তোর আপু কই
_দেখ আপু তার রুমেই আছে।
মিমের কাছে গেলাম
_কি মহারানী এখনো রাগ কমেনি
_তুমি এখানে কেন।যাও ঐ মেয়ের সাথে প্রেম করো
_সরি বঊ ওটা তো তোমাকে রাগানোর
_কি আমাকে কষ্ট দিতে এত ভালো লাগে তোমার। যে দিন আমি....
প্লীজ ঐ কথা আর জেন না শুনি
_তোমাকে ছাড়া আমি বাচবনা
_আমিও
এই বলে পাগলীটা কাদতে কাদতে জড়িয়ে ধরল
_,,,,,,,,,,,,,,,,,,,,#সমাপ্ত_____,

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ