āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3082

♥আজ আমার হারিয়ে যেতে নেই মানা!♥

হৃদা হাবিবা

আজ ছুটি !!
মন খারাপের ছুটি!!
সব রকম মন খারাপকে ছুটি দিয়ে দিয়েছি আজ!!
মনটা যেন আজ বাঁধন হারা!!
তাই আজ ডানা মেলে ঐ নীলে উড়ে যেতে চাই মন!!
নীলে নীলে সাজানো রঙের মেলাতে যেন সাদা সাদা মেঘের আলতো ছোঁয়া!!
অপূর্ব সেই সাদা + নীলের জড়াজড়ি!!
আর ভাল লাগার ছড়াছড়ি!!
মন হারাতে চায় ওই মিতালীতে!!
আর তাই আমি ওই নীলিমায় ওই শুভ্রতায় হারিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে বারান্দার গ্রিল ধরে ঠাঁই দাড়িয়ে আছি!!
দাড়িয়ে আছি সেই প্রিয় জায়গায়!!
আর দৃষ্টি উদাস হয়ে তাকিয়ে আছি ওই দিগন্ত রূপের অপার মহিমায় !!
বৃষ্টি নেই আজ!!
সকালের প্রথম কাঁচা সোনা মিষ্টি রোদ আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে!!
বারান্দার গ্রিলে লুকিয়ে থাকা হালকা কিছু শিশির বিন্দু যেন মুক্তো দানার মতো চিক চিক করে জমে আছে!!
আর সেই মুক্তো দানার সিক্ত ছোঁয়ায় গ্রিল জড়িয়ে থাকা আমার হাত দুটোকে চুইয়ে চুইয়ে পুরো শরীরটাকেই ভিজিয়ে দিচ্ছে!!
কেমন এক হিম শীতল অনুভূতি!!
ভাল লাগা আবেশ!!
সেই অনুভূতি আর আবেশে বার বার শিহরিত হচ্ছি আমি !!
ঝিরি ঝিরি স্নিগ্ধ হাওয়া বয়ে যাচ্ছে মধুর করে!!
আর সেই হাওয়ার মুদু কম্পনে বার বার কেঁপে কেঁপে যাচ্ছে আমার ছোট ছোট গাছের পাতা গুলো!!
সাথে আমার তনু মন!!
কালো মেঘ মুক্ত স্নিগ্ধ রৌদ্র ঝল মল আকাশের বুকে  মুগ্ধ কিছু হাওয়ার ছোট ছোট মিষ্টি ঢেউ!!
আর ঐ শিশির ফোটার মুক্তো মায়ার ছোঁয়ায়,
যেন আমার মন প্রাণ আবেগ অনুভূতি সব কিছুকে টেনে নিয়ে নিয়ে গেল ভাল লাগার এক মোহনীয় রাজ্যে!!
সত্যি হারিয়ে গেলো আমার মন প্রাণ!!
আর হারিয়ে গেলাম আমি!!

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ