āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3081

♥♥♥বন্ধুত্ব♥♥♥

হৃদা হাবিবা

তোমার ছিল ছাতা
আর আমার ছিল আকাশ,
তোমার ছিল ছায়া
আর আমার ছিল বাতাস।

তুমি মৃদু পায়ে হাঁটছিলে
আমি ছিলাম দাড়িয়ে,
তুমি আমায় ডাকছিলে
হাত দু'টি বাড়িয়ে।

তবু আমি আসিনি কাছে
বৃষ্টিতে ভিজব বলে,
সুখের প্লাবনে ভাসাতে মন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জলে।

তুমি খুব নাছোড় বান্দা
ডাকছিলে বার বার,
আমিও কম নাছোড় না
ওই বৃষ্টিতে ভিজবার।

তারপর হঠাৎ ছাতা ফেলে
থেমে গেলে আনমনে,
আর নাই ছাতা, নাই বাধা
তোমার আমার মাঝখানে।

এবার তুমি কাছে এসে যেন
ছুঁয়ে দিলে হাত দুটি,
নিজের অজান্তে নিয়ে নিলো
সব মান-অভিমান ছুটি।

দুজন মিলে ভিজলাম প্রচুর
বৃষ্টির মনোরঞ্জনে,
আর দু'টি মন ভাসিয়ে দিলাম
সুখের মহা প্লাবনে।

আমি ভিজলে তুমিও ভিজবে
এটাই তো ছিল কথা,
কারন তোমার আমার হৃদয় দুটি
বন্ধুত্বের একসুঁত্রে গাঁথা!!

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ