āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3080

♥অভিমান♥

হৃদা হাবিবা

কথা ছিল সারা রাত
তোমার হাতে হাত রেখে
জোৎস্না কুড়াবো
কিন্তু তুমি আসনি!
জানো? তুমি আসনি বলেই
অভিমানী চাঁদটা,
মুখ ঢেকে নিয়েছে মেঘের আঁচলে
জোৎস্না গুলো হয়ে গেছে বিবর্ণ,
আর আমার মনের কোণে জমেছে
একরাশ বেদনার কালো মেঘ!!

থমথমে জমে আছে সেই মেঘ
তবুও বৃষ্টি হয়ে যেন ঝরে না!
তুুমি আসলে হয়ত
এক পশলা বৃষ্টি হতো
দু'চোখের আঙিনায়!
আর সেই বৃষ্টিতে ধুয়ে মুছে যেত
হৃদয় কোনে জমে থাকা
সব আঁধার কালো মেঘ!
বা যত মান অভিমানের ধুঁলো
কিন্তু তুমি আসনি!!

না হয় এমনটাও হতে পারতো
যদি তুমি আসতে,
সব কালো মেঘের ছায়া সরিয়ে
এক ফাঁলি সুখের  চাঁদ হয়ে।
নিমিষেই হৃদয় আঙিনাটা ছুঁয়ে যেত
স্নিগ্ধ মায়াবী জোৎস্নার কিছু মুগ্ধতায়
আর মুহুর্তেই যেন উবে যেত
কোন সে দুরেই হারিয়ে যেত
হতাশার সব টুকু গ্লানি
কিন্তু তুমি আসনি!!

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ