সামনে বার্ষিক পরীক্ষা তাই আমি পড়া নিয়ে কিছুটা ব্যাস্ত তাই পড়তে বসছি। কিন্তু হঠাৎ ফোনের মেসেজ টিউন টা বেজে উঠে। ফোন টা হাতে নিয়ে দেখি পেত্নি টার মেসেজ। আর কারো মেসেজ হইলে রিপ্লে দিলে কোনো প্রবলেম ছিলো না। কিন্তু এই পেত্নির মেসেজ এর রিপ্লে না দিলে খবর খারাপ আছে। এই পেত্নি টা আর কেউ না আমার কিউট বউ (প্রেম সূত্রে)। ওর নাম সীমু দেখতে সুন্দর হলেও পেত্নীর চেয়ে কোনো অংশে কম না।
.
সীমু : এই যে কি করেন?
আমি: পড়তেছি......
সীমু : ওরে আমার বিদ্যার সাগর রে...
আমি: কি বলো এইসব!!?
সীমু : ঠিকই তো সারা বছর পড়ার নাম নাই আর আজকে একটু পড়তে বসছে ভাব কি??
আমি : পড়তে দাও তো ডিস্টার্ব করিও না.....
সীমু : আমার সাথে কথা বললে তুমি ডিস্টার্ব বোধ করো সেটা আগে বললেই পারতা।
আমি: আরে রাগ করতেছো কেনো
সীমু : না আমি রাগ করলেই বা তোমার কি যায় আসে
আমি: আমি কিন্তু আসলে এইটা বোঝাতে চাইনি
সীমু : আমাকে আর বোঝাতে হবেনা
আমি : তুমি কিন্তু আমার কথার উল্টো মানে বুঝতেছো
সীমু : উল্টো মানে না এটাই সত্যি আমি যেদিন থাকবনা সেদিন আর তোমায় কেউ ডিস্টার্ব করবে না,,,,
আমি: মাইর খাইতে ইচ্ছা হইছে নাকি
সীমু : কেন?
আমি : আর কখনো এইসব বলবা না
সীমু : আমি তোমার কাছে আপদ তাইনা!?
আমি : এখন কিন্তু...!
সীমু : কি????
আমি : তোমার সাথে আমার কথা বলাটই ভূল হইছে
সীমু : হ্যা তাই তো এখন তো বলবাই....
আমি : No replay
সীমু : ok. good night
....
.
এই ঘটনা গুলো ছিলো আজ থেকে দুবছর আগের। আজ সীমুর প্রথম মৃত্যু বার্ষিকি। আজ আমার কাছে অনেক সময় আছে কিন্তু ডিস্টার্ব করার সেই মানুষ টি আর নেই।
.
আসলেই মানুষ কখনো দাত থাকতে দাতের মর্ম বোঝেনা। আমি বুঝিনি। যতদিন সীমু ছিলো ততদিন কখনো ওকে বোঝার চেষ্টা করিনি। কিন্তু আজ যখন ও নেই তখন খুব মিস করছি ওর করা প্রতিটা বিরক্তকেই।
.
.
. written by :Rahat Ahmed
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļুāĻ্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ āĻ্āĻোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3074
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ē:ā§Šā§Ē AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ