আজ দুবছর হয়ে গেলো সীমুর বিয়ে হয়েছে।আর এই দুবছরে কখনো কথা হয়নি সীমুর সাথে। কিন্তু হঠাৎ করে কেমন জানি আজ ওর কথা খুব মনে পরতেছে। যে মানুষটার সাথে একদিন কথা না বললে মনে হতো কত বছর আমাদের কোনো কথা হয়নি। আর আজ দুবছর হলো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। অনেক ভোলার চেষ্টা করেছি কিন্তু এখনো ভুলে যেতে পারিনি হয়তোবা জীবনের প্রথম ভালো বেসেছিলাম তাই। সীমু আর আমি একি ক্লাসে পড়তাম।
.
আজকের এই চাদনি রাতে ওর কথা খুব মনে হচ্ছে। দুবছর আগের সেই সব কথা যখন আমারা এক সাথে বসে চাঁদ দেখতাম আর ও আমাকে শক্ত করে জরিয়ে ধরে রাখতো আর বলতো আমি কখনো যেনো ওকে ছেরে না যাই। আমার সেই দুবছর আগের বুকের মাঝখানে চিনচিন ব্যাথা অনুভব হচ্ছে। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। আমার কাছে সীমুর কনট্রাক্ট নাম্বার ছিলো অনেক আগে থেকেই কিন্তু কখনো ট্রাই করি নি । অনেকবার ফোন করার জন্য নম্বার বের করে আবার ফোন রেখে দিয়ে ছি।
.
কিন্তু আজ নিজেকে কন্ট্রল করতে না পেরে ফোন দিলাম
আমি: calling shimu 01929......
সীমু : No Answer
আমি: calling shimu 01929......
সীমু: No Answer
আমি : calling shimu 01929...... (last chance)
সীমু : হ্যালো
আমি:...........
সীমু : কথা বলেন না কেন,,,তাইলে আবার ফোন দিছেন কেন কথা না বললে ফোন রাখেন
আমি: হ্যালো
সীমু : হ্যা,,,, কে?????
আমি : আমি
সীমু : আমি কে?????
আমি : আমি রাহাত আমাকে চিনতে পাররছিস না!?
সীমু :....................
আমি : কি হলো????
সীমু : কই কিছু না ফোন করছিস কেন???
আমি : এমনি....... কেমন আছিস?
সীমু : ভালো
আমি : তোর পুলিশ সাহেবের খবর কি?
সীমু :dn't interfere my personal life
আমি : আমি কি এখন এইটুকু জানতে পারি না
সীমু : না.......!
আমি : এতোটা পাল্টে গেছিস!!?
সীমু : উল্টা পাল্টা কথা বাদ দে,,,, আর কখনো ফোন করবি না???
আমি : সরি রে..... পার লে হ্মমা করে দিস
সীমু :............................
আমি : ওকে ভালো থাক আর কখনো বিরক্ত করবো না.......
সীমু : আশা করবো তাই যেনো হয়
আমি : ওকে বায়
সীমূ : টুট টুট টুট
.
.
একটা সময় ছিল আমার গলার শব্দ শুনলে যে ঠিক থাকতে পারতো না। সব সময় ছটফট করতো আমার সাথে কথা বলার জন্য। আজ আমার কন্ঠ শুনলে তার বিরক্ত লাগে। আমার মুখে যদি কখনো মৃত্যুর কথা শুনতো তাহলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত আজ আমি মারা গেছি না বেঁচে আছি এইটুক জানার মতো সময় তার কাছে নাই। সে আজ তার পরিবার নিয়ে ব্যাস্ত। সময়ের সাথে সাথে ও যে এই ভাবে পাল্টে যাবে তা কখনো ভাবতে পারিনি।
.
আমাদের সেই ভালোবাসা টা সময়ের কাছে হেরে গিয়ে আজ আমার কাছে স্মৃতী হয়ে রয়ে গেছে। আসলে আমি কখনো কল্পনাও করতে পারি নি যে আমাদের মাঝে এতোটা দুরুত্ব হবে। যে মানুষটা একদিন আমাকে গোছাবার প্রতিঙ্গা করে ছিলো সে আজ অন্যের ঘর গোছাইতে ব্যাস্ত। বাস্তব এমন এক জিনিস যা আমাদের কল্পনাকেও হার মানায়।
.
.
Written by : Rahat Ahned
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ