āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3073

সকাল ০৫:৫৫ টা বাজে হঠাৎ পিঠের নিচে খুব জোরে কেঁপে ওঠে। আমি হকচকিয়ে উঠি প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প আসলো নাকি। নাহ পড়ে ভালো করে দেখি ফোন টা ভাইব্রেশন মুডে রাখা ছিলো তাই এইরকম টা হইছে।( আমার একটা বদ অভ্যাস ছিলো রাতে ফোন টিপতে টিপতে কখন যে  ঘুমাইতাম নিজেই জানতাম না। মাঝে মাঝেই ঘুম থেকে উঠে দেখতাম ফোন ফ্লোরে পড়ে আছে)। তখন ভূমিকম্প পৃথিবীর বুকে না আসলে ও আমার উপর যে কিছুক্ষনের মধ্যে আসতে চলেছে আমি ফোন টা হাতে নেয়ার পর ভালো ভাবেই বুঝতে পারি। ফোন হাতে নিয়েই দেখি ২০ টা মিস কল তাও আবার মীমের।
.
মীম নামের এই মেয়েটার সাথে আমার পরিচয় হয়েছিল আজ থেকে চার বছর আগে। আমারা দুজনেই অনার্স ১ম বর্ষের ছাত্র। নবীন বরনের দিনই আমাদের প্রথম কথা হয়েছিল।  তার পর আমাদের ক্লাস শুরু হয় এবং আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। আমাদের এই বন্ধুত্ব টা অল্প কিছু দিনের মধ্যেই প্রেমে রুপান্তরিত হয়। আমাদের বন্ধুত্ব যে এতো তারাতারি প্রেমে রুপান্তরিত হবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নি। আমাদের এই প্রেম টা যেনো ছিলো ঠিক টম & জেরি কার্টুন এর মতো। সরাদিন ঝগড়া করলেও কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না । আসলে আমারা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। যার কারনে ঝগড়া টা একটু বেশী লাগতো। আর এইভাবে ভালোই কাটছিলো আমাদের।
.
.
আমি অবশ্য কিছুটা অবাক হই এতো গুলো মিস কল তাও আবার এতো সকালে। আমি আর সাত পাঁচ না ভেবেই ফোন করি মীম কে।
.
আমি: হ্যালো....
মীম  : কই তুমি...??
আমি: কেন? কি হইসে বলতো?
মীম  : আজ রাতে আমার বিয়ে!!!
আমি:?? ফাইজলামি কইরো না তো
মীম  : তাহলে রাতে এসে দাওয়াত খেয়ে যেও
আমি: কি বলো এইসব
মীম : হ্যা তোমার আর আমার বিষয়টা সবাই জেনে গেছে....তাই আমার বিয়ে দিয়ে দিতেছে
আমি:!!!???
মীম  : তুমি কি আজ আমাকে নিয়ে পালিয়ে নিয়ে গিয়ে  বিয়ে করতে  পারবা????
আমি:............
মীম  : কি হইলো...!!!!!?
আমি: আমার কাছে তো কোন টাকা নেই
মীম  : তুমি রেডি থেকো আমি আসছি।আমার কাছে যথেষ্ট টাকা আছে এতে আমাদের অনেক দিন চলে যাবে সাথে কিছু গয়না ও আছে( এই বলে ফোনটা কেটে দেয়)
.
আমাকে আর কিছুই বলার সুযোগ দেয় না মীম।  আমি বিছানায় বসে আছি। হঠাৎ দড়জায় কে যেনো নক করে আমি চমকে উঠি। আর দড়জা খোলার সাথে সথে আরো বেশী অবাক হই। দেখি মীম একটা বোরকা পরে হাতে একটা ব্যাগ নিয়ে দাড়িয়ে আছে। আমি তখনো ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে আমি স্বপ্ন দেখছি নাকি আমার সাথে যা সব ঘটছে সব বাস্তব। আমি মীম কে আমার শরীরে একটা চিমটি কাটতে বলি আর তার পরেই টের পাই আসলে আমার সাথে যা ঘটছে সব ই সত্যি। এটা কনো স্বপ্ন নয়।
.
মীম : কি হইলো এখনো রেডি হও নাই মানে???
আমি:.........
মীম  : থাকো আমি  গেলাম....
আমি: কই যাও???
মীম  : জাহন্নামে....
আমি: দাড়াও...
মীম  : কেন
আমি: তোমায় ছেড়ে থাকতে পারবো না তাই!!!
.
.
আমার মাথায় তখন শুধু একটা চিন্তাই কাজ করছিলো যে আমি মীমকে ছাড়া থাকতে পারব না। তাই আমি ও মীমের সাথে বেরিয়ে পরি। আমি আর মীম ঢাকার উদ্দেশ্যে রওনা দেই এবং বাবা মার অজান্তেই বিয়ে করি।
.
আজ আমাদের প্রথম বিবাহ বার্ষীকি। আমারা বেশ সুখেই জীবন যাপন করছি।
    .
   .   Written by : Rahat Ahmed (নীল কাব্য)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ