গল্প- মেঘ মাষ্টার
লিখা - মেঘ ভাইয়া ( বৃষ্টির জামায় , আলোর আব্বু)
ডেডিকেটেড - মায়াবী মায়া
কাহিনী - ছাত্রের বড় বোনের সাথে প্রেম...!!
____
একদিন দুপুরে রাফি কল দিয়ে বলল দোস্ত একটা হেল্প করতে হবে!! ভেবেছিলাম কি না কি!! তাই না শুনেই বলেছিলাম আচ্ছা!!
রাফি - দোস্ত আমাদের বাসায় ভাড়াটিয়া আসছে গতকাল!!
আমি - তো কি??
রাফি - তাদের এক ছেলে, এক মেয়ে!! মেয়ে বড় ছেলে ছোট!!
আমি - তুই কি এসব বলার জন্য ডেকেছিস??
রাফি - মামা পুরাটা শুনবা তো!! বড় মেয়ে ক্লাস নাইনে পড়ে দেখতে পুরা ১০০% কিউট!! ছোট ছেলে ক্লাস ৩ তে পড়ে!! তো ছেলের জন্য স্যার খুজছিল আমি তোর কথা বলে দিছি প্লিজ দোস্ত না করিস না...!!
আমি - তুই আমাকে না বলেই কথা দিয়ে দিলি??
রাফি - মামা প্লিজ আমাকে বাচা!!
আমি- আচ্ছা সে দেখবোনে ভেবে!!
রাফি - দোস্ত আগামীকাল বিকালে তুই বাসায় আসিস!!
আমি - হুহ দেখবোনে...!! আচ্ছা তোর এসাইনমেন্ট কতদুর??
রাফি - ধুর কিছুইনা!! তোর টা দেখে পাতা কপি....
আমি - হাহাহাহা!! চল কফি তে যাই!!
রাফি - চল যাই।!! মামা বিল টা আমি দিবো!!
আমি - তা আর বলতে!!
____
আড্ডা মেরে বাসায় এলাম...!! আর মনেমনে ভাবছি কখনওই ছাত্র পড়াইনি!! কিভাবে পড়াই তাই জানিনা!! ভাল রেজাল্ট না হলে কেলেঙ্কারি!! কি যা'তা অবস্থা ভেবেই মাথা ঝনঝন করছে!! তবুও ভেবেনিলাম না পারার কি আছে!! মানুষ পারেনা এমন কিছু আছে নাকি..???
তখনি রাফির কল!!
রাফি - মামা খাইছিস?
আমি - না রে বুয়া আসেনি!! তুই?
- তুই বাইরে আই একসাথে খাবো!!
- কই এখন তুই??
- বাসায় বাইক নিয়ে আসছি ৫ মিনিট লাগবে!! তোকে বললাম আমার বাসায় আয়, তুই কি আমার কথা শুনিস বল!!
- আচ্ছা আই...!!
_____ রাফির আগমন!!
আমি - কিরে মামা টি শার্ট কবে কিনলি??
রাফি - দুইটা কিনছি তোর টা রুমে! বাসায় চল আম্মা মুরগি রান্না করছে!!
- চল আম্মার হাতে অনেকদিন খাইনা...!!
- হুম পিছে ওঠ...
____
আম্মু চলে এসেছি!! কেমন আছো??
আম্মু।- এতদিন পর মা'র কথা মনে পড়লো??
আমি - আম্মু খুদা লাগছে খাইতে দাও!!
রাফি - দোস্ত রুমে আই!!
আমি - যা আসি...
--------
রাফি -. দোস্ত মুভি আছে দারুন দেখবি আজকে রাতে??
আমি।- হ্যা আজকে সারারাত আছি!!
- ওয়াও মামা!! জস আড্ডা হবে আম্মুর সাথে গল্প হবে!!
- হু সবকিছু হবে!!
____
রাত ২ টা মুভি দেখা শেষ হয়নি!!
রাফি - কিরে মেঘ ঘুমাচ্ছিস মামা?
আমি - দোস্ত ঘুম আসছে রে।!!.
রাফি - শালা তোর তো বউ থাকবেনা রে!!
আমি - তোর কাছে পাঠাবে দিবো!! ফাজিল
- হু মামা দুইডা নিয়ে ফুটবল খেলবো!! তুই দর্শক...
- লাত্থি খাবি...!!
____
সকালে ঘুম ভাংল আম্মুর চিল্লাচিল্লি তে!! ( রাফির আম্মুকে আমিও আম্মু বলি, আমি রাফিদের বাসার পাশে ম্যাচে থাকি)
আম্মু- বান্দর দুইটা আর কত ঘুমাবি কফি ঠাণ্ডা হয়ে গেল..
রাফি - আসছি আম্মু...
আমি - আম্মা ওয়েট!!
আম্মু- পানি নিয়ে ওয়েট করছি দারা তোরা।......
____
খাওয়া শেষ করে ভার্সিটি সজা!!
তারপর ক্লাস করে রুমে!! তখন ঘুমালাম!! বিকালে বাসায় দেখি রাফি ↓↓
রাফি - কিরে মামা তুই ঘামাস কেন??
আমি - কেন জানিস না!!
রাফি - ওঠেক আন্টির বাসায় যেতে হবে!!
আমি - ওহ!! দোস্ত ভুলেই তো গেছি... দ্বারা আসি... এরপরে রাফির সেই কাঙ্কিত বাসায়...!!
কলিং বেল চেপেই ||
রাফি - আসসালামু আলাইকুম আন্টি...
আন্টি - ওলাইকুম আসসালাম!!
রাফি - আন্টি ও হচ্ছে মেঘ!! বাদলের টিচার!!
আন্টি - বাহ!! তোমরা অনেক লক্ষি ছেলে!!!
আমি।- জ্বী!! আচ্ছা বাদল কি বাসায় আছে??.
আন্টি- হ্যা।! বাদল?? এই বাদল?? দেখো স্যার আসছে।
@কিছুক্ষন পর বাদল এলো!!
আর সাথে তার আপু....!!
---
এটা আমি কি দেখলাম?? পুরা পরী এত সুন্দরি মেয়ে আমি জীবনে দেখিনি...!! মাথা খারাপ হবার মত!! আমি রাফি হা করে তাকিয়ে আছি!! অপ্সরী!!. অপরূপা!! মায়াবী হরিন...!! ঠোট যেন একটা স্রোত মাখা নদী...!! না না সাগর...!! সবকিছু!! এই মেয়েকে সৃষ্টিকারী কিভাবে বানিয়েছেন?? ধন্যবাদ তাকে....!!
____
এরপরে পড়াতে যাই!! আর আড়চোখে মেয়েটাকে দেখি...!! এত কিউট মেয়ে দেখলে সবারি ভাল লাগে!! মেয়েটাও আমাকে দেখে ছোটখাটো একটা হাসি দেই!! দেবেই না কেন?? দেখতে তো মাশাল্লাহ খারাপ না আমি!!
বিকালে পড়াতে যেতাম আসতাম সন্ধায় তারপর রাফির সাথে আড্ডা মেরে বাসায় আসতাম...!! রাফি বলেছে মায়াকে নাকি আমার জন্য হেব্বি মানাবে...!! শুনে মুখে না বললেও অন্তরে আমি রাজি...!! কারন এত সুন্দরি মেয়ে পাওয়া কপালের বেপার!! তার ক দিন পুরের কথা...!!
মায়া - ভিতরে আসবো স্যার??
আমি - হ্যা আসো!!. তবে স্যার না ভাইয়া ডেকো স্যার শুনলে কেমন যেন লাগে...!!
মায়া - হিহিহি আচ্ছা!!. আমার এই ম্যাথ টা একটু মিলিয়ে দিন তো!!
আমি - আচ্ছা দাও!! ( হিসাব বিজ্ঞানের অংক)
মায়া- ধন্যবাদ ভাইয়া! ( সাথে একটা মিষ্টি হাসি ফ্রি...!!)
_____
একদিন আমি আর রাফি মিলে ভেবেছিলাম কিভাবে প্রপোজ করা যাই!! কারন এই মেয়েকে কখন যে ভালবেসে ফেলেছি জানিনা...!! সব জাইগাই মেয়েকে মিস করি আমি!! জা করি সেখানেই মেয়েটাকে দেখি???!! কেমন মায়া মায়া নিয়ে যেন তাকিয়ে থাকে!! হাসি আর চোখ দেখলে আমার সবকিছু স্থব্ধ হয়ে যাই...!! যদিও আমার প্রথম প্রেম এটাই!! মনে হয় মেয়েটার ও!! রাফি বলল↓↓
রাফি - মামা তুই কবি সাহিত্যিক মানুষ কবিতা লিখেই প্রপোজ কর!!
আমি - কবিতা যদি না বোঝে??
রাফি - আরে বুঝবেনা কেন!! শব্দ গুলো সোজাভাবে দিবি!!
আমি - আচ্ছা দেখি...!!
এরপরে একটা কবিতা লিখেছিলাম আর সেটাই সেদিন বিকালে যেয়ে দিয়েছিলাম!!
----
এরপরে ৩ দিন অসুস্থতার অযুহারে পড়াতে যাইনি...!!
যেদিন গিয়েছিলাম!!!
সেদিন দোরজা খুলেছিল মায়া!! চোখমুখ লাল!! যেন কেঁদেছে!! তবে চোখদুটো লজ্জায় লাল হয়ে আছে!! আমাকে দেখেই একটা ছোট্ট হাসি দিয়ে বলল!! ভিতু...!!
এরপরে আমি পড়াতে বসি...!!
পড়ানোর ফাঁকেফাঁকে আমি কেবলি মায়াকে খুজছিলাম!! বারবার তাকাচ্ছি দেখে বাদল বলল!!! দুলাভাই কিছু খুজছেন??
আমি তো পুরা থ!! এই ছেলে কিভাবে জানল?? তবে কি আমার কোপালে দুঃখ আছে?? মাথাই কাজ করেনা..!
আমি - কি বললে আমাকে?
বাদল- কেন শুনেননি?? দুলাভাই??
আমি - কে ডাকতে বলেছে??
বাদল - আপু!!
আমি - আর কি বলেছে?? বাদল- চকলেট নিতে!!
আমি - আর কে কে জানে এই কথা??
বাদল - আমি আর আপু!!
আমি - এই নাও ১০০ টাকা ইচ্ছামত চকলেট খাও!! তবে তোমার আপুকে একটু ডেকে দাও!!
বাদল - আচ্ছা দুলাভাই!!
_____
মায়া আসছে!!!
আমি - এসব কি শুনলাম?
মায়া - কি শুনেছেন??
আমি - তোমার ছোটভাই আমাকে???
মায়া - আপনাকে কি??
আমি - কিছুনা!! একটু পানি হবে??
মায়া - আগে পুরো কথা শেষ করেন তারপর হবে!!
আমি - তুমিকি জানোনা??
মায়া - না জানিনা আপনার মুখ থেকে শুনবো!!
আমি - তোমার আম্মু কই??
মায়া - বাসাই নেই!!!
আমি - চিৎকার করে মায়া আমি তোমাকে অনেক ভালবাসি!! আই লাভ ইউ জান....!!
মায়া - হিহিহিহি!! বুকে জাপ্টে এসে!! লাভ ইউ টু ভিতু...!!
----+
এরপরে মেসেজিং চলে!! তবে ওর আম্মুর ফোন দিয়ে!! ওর ফোন নেই!! আমি দিতে চেয়েছি নেইনা...!! চিরকুট দেওয়া নেওয়া চলে আমার সালাবাবুর হা দিয়ে!! এমন শালা পাওয়া কপালের বেপার!! আর লক্ষি বউ তো আছেই...!!
___
রাফিকে বললেই রাফি বলেছিল!!
রাফি - মামা তু তো কামাল করদিয়ে!!
আমি - হ মামা!! চল আজ আমি পার্টি দিবো!!
রাফি - বিল টা??
আমি - তুই দিবি??
রাফি - হাহাহাহা...!!
---
রাফি মেয়েটিকে দেখলে আস্তে করে ভাবি বলে একটা ডাক দিবেই!! শুনে আমার বউ নাকি লজ্জাও পাই!! যখন আমার শালাবাবু আমাকে দুলাভাই ডাকে তখন...!!
তবে প্রেম টা এত সহজ ভাবে হবে আমি কল্পনাও করিনি!! শহরের মেয়েরা এত দুরু বোঝে ভাবতেও ভাল্লাগে...
____ তবে মেয়েটা যথেষ্ট ভদ্র, আর ভাল!! বড়লোক হলেও অহংকার নিই বিন্দুমাত্র!!!
চলুক এভাবেই আমার দিন!!
\<<__________শেষ__________^__
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§Ģ āĻ āĻ্āĻোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3054
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Ģā§Ļ PM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ