এই ঘটনা টা আমার মামির সাথে ঘটেছিলো। কথা গুলো বলার আগে আমি আমার নানুর বাড়ির সম্পর্কে বলে নিই, আমার নানু বাড়ি চারপাশে অনেক গাছপালা আছে তাই দিনে যতটা না সুন্দর লাগে রাতে এর থেকে বেশি ভয়ানক লাগে। ঘটনায় যাওয়া যাক......
আমার মামার আগেও আরেকটা বিয়ে হয়ে ছিলো, সুনেছি সেই মামী দেখতে অনেক সুন্দর ছিলো, অনেক সুন্দর করে কোরআন শরিফ পরতেন, কিন্তু উনি একটু বেশী রাগি ছিলেন।
উনি যখন কোরআন শরিফ তিলোয়াত করতেন, তখনি কোথা থেকে যেন একটি সাপ আসতো, এবং তার সামনে বসে তার কোরআন তিলোয়াত সুনতো তাতে মামি খুব ভয় পেতেন। একদিন তিনি সাপটা কই থেকে আসে তা খুজতে লাগলো। তারপর দেখতে পেলো তাদের ঘরের মাটির পিডা তে একটা গর্ত। তার পর সে মাটি দিয়ে সেটা ভরে দিলেন।
তারপর একদিন মামা তার জন্য একটা শাড়ী কিনে আনেন। আর তার এই শাড়ি পছন্দ না হয়ায় ঝগড়া হয় মামার সাথে। ঝগড়া মারা মারি তে রুপান্তর হলে, সে পরের দিন গলায় ফাসি দিয়ে মারা যায়।
এর কয়েক মাস পরে মামাকে আবার বিয়ে দেওয়া হয়।....
ঘটনাটা হয় তার সাথেই......
একদিন রাতে তার প্রাকিতিক ডাকে সাড়া দেওয়ার দরকার পরে।সে নতুন বিবাহর কারনে রাতে লজ্জা কারনে মামাকে ডাক দেয় না। তার ভয় ও করছিলো তাই সে একটা কুপি নিয়ে বাহিরে যান।যাওয়ার সময় দরজা খোলা থাকে সে যখন প্রাকিতিক ডাকে সাড়া দিচ্ছিলো, হঠাৎ তার কানে নুপুরেরআওয়াজ সুনতে পায়। সে প্রথমে ঝিঝি পোকার ডাক মনে করেন। তার পরে সে বুঝতে পারলো না সত্যিই এটা নুপুরের শব্দ, এবং সেটা তার কাছেই আসছে সে ভয়ে দারিয়ে পরলো। সাথে সাথে তার হাতের কুপি কোন বাতাস ছাড়া নিভে গেলো। সে আরো ভয় পেয়ে গেলো। তারপর সে যা দেখলো তার হাত পা ভয়ে জমে গেলো সে দেখতে পেলো একটি মেয়ে লাল শারি পরিহিত তার কাছে আসছে মুখে একটা ভয়ানক বিস্রি হাসি এবং নুপুরের শব্দ তার পায়ের থেকেই আসছে। সে ভয়ে দিকবিদিক সুন্য হয়ে দিলো দৌর। সোজা গিয়ে চিৎকার দিয়ে পড়লো তাদের ঘরের দরজার কাছে। বাহিরে শব্দ শুনে মামার ঘুম ভেংগে যায়। মামিকে বিছানায় না পেয়ে সে বুঝতে পারে বাহিরে ভয়ানক কিছু হচ্ছে। তারপর দৌরিয়ে এসে দরজা খুলে দেখে মামি অজ্ঞান হয়ে পরে আছে। মামা অবাক হন মামি যদি বাহিরে যান তাহলে দরজা কে ভিতর থেকে লাগালো!!!! পরে মামি কে ঘরের ভিতরে এনে। নানা নানি কে ডেকে আনেন। তারা এসে মামিকে জ্ঞান ফিরানোর জন্য চেস্টা করলেন। তারপর তাকে জিজ্ঞেস করা হলো কি হয়েছে। মামি যা বলল তা সুনে তারা নিজের কানকে believe করতে পারছিলো না। কারন ওই জিনিষটা যেই গাছের পিছে থেকে বাহির হয়েছিলো। আগের মামী সেই গাছটাতে ফাসী দিয়ে মরেছিলো
Collected
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ