_শোনো না,বিয়ের পর তুমি কিন্তু ঘরজামাই থাকবে।
_ঘরজামাই কাকে বলে?
_যে ঘরে জামাই থাকে!
_তো জামাই কি ঘরের বাহিরে থাকে? ঘরেই তো থাকে। তাহলে তো দুনিয়ার সব জামাই ঘরজামাই!
-অারে ধুর,যে জামাই শ্বশুড়ের ঘরে থাকে তাকে ঘরজামাই বলে।
_তাইলে বিয়ের পর তোমার বাবার বাড়ি যাওয়া বন্ধ!
_কি! কেন?
_কারণ তুমি গেলে অামাকেও যেতে হবে,অার অামি যদি গিয়ে দু'একরাত থাকি শ্বশড়বাড়ি তবে ঘরেই থাকতে হবে,অার যদি ঘরেই থাকি তাহলে...
_চুপ করো তো,এই প্যাঁচ ছাড়া কথা বলতে পারোনা তুমি?
_অামি কি নাট বল্টু যে প্যাঁ...!
_অাবার????
_না এই যে চুপ!
নিলয়ের ঠোটে তর্জনী চেপে বাচ্চাদের মত অাচারণে হেসে উঠল সামিরা।
ছাতা বৃক্ষ ঠিক কেমন জানিনা তবে পার্কের এ জায়গাটার উপরের অংশ পুরোটা ছাতার মত ঘেরা কড়ই গাছের ডালপালা দিয়ে। জীবন যতবার মরে যায় ততবার যদি কড়ই গাছের পাতার মত ঝরে পড়ত হয় অামরা মৃত্যুর অাগে মরে যেতাম। নীয়তির এ সাধারণ প্রেমালাপ সাধারণ, খুবই মামুলী তবে অস্বচ্ছ!
.
অাজ তিন মাস তেরো দিন পর দুজন একসাথে,এক বেঞ্চে,স্বপ্ন বুননের সহযোদ্ধা। একই শহরে বাস,কম দূরত্বে মুঠোফোনে দীর্ঘশ্বাস শোনার সুযোগ থাকলেও দুজন তিনমাস তেরোদিন কারো ছায়াও মাড়ায়নি!
ছায়া মাড়ানো যায় কিনা জানিনা,কেনোনা অাকাশে সূর্য না থাকলে ছায়াও তৈরি হয়না,সেক্ষেত্রে বৃষ্টির দিনে ছায়া পাওয়া মুশকিল!
.
উঠতি বয়স পেরিয়ে যখন সমাজ বলে 'তুমি এখন যথেষ্ট ম্যাচিউড' ঠিক সে সময়ে প্রেমটা জমে ওঠে ওদের। ম্যাচিউড রিলেশনগুলোতে বুঝাবুঝির ব্যাপারটা সহজ হয়,মামুলী ব্যাপারে কমই অভিমান সৃষ্টি হবার কথা। তাই হয়ত ঠাকুর বলেছিলেন 'ক্লাস নাইন-টেনের মেয়েদের হৃদয়ে ভালোবাসা থাকে না,থাকে অাবেগ' কবি হয়ত এখানে ক্লাস নাইন টেন বাদ দিয়ে ইন্টার অথবা তার উর্ধে যাদের বয়স তাদের সম্পর্ককে ম্যাচিউড রিলেশন হিসেবে ইঙ্গিত দিয়েছেন।
.
সে যাই হোক,নিলয়-সামিরা যখন শত বাধাকে বুড়ো অাঙ্গুল দেখিয়ে সম্পর্ককে টেনে একবছরে এনেছে,তখন হঠাৎ কি একটা কারণে দুজনের ঝগড়া,শুধু ঝগড়া হলে হয়ত ঠিক ছিল,কিন্তু ব্যাপারটা চড়-থাপ্পোরে যাওয়াতে দুজনই সিদ্ধান্ত নিয়েছিল সম্পর্ক ভেঙে চূরে চালের গুঁড়ো বানাবে,জেনারেশনের লেজ ধরে বলতে গেলে সোজা ইংলিশে ব্রেকঅাপ!
.
দিন যায়,রাতও যায়,সুবহ সাদিকও যায় কেউ কারও সাথে যোগাযোগ করে না! দু'জনই অপেক্ষা করে ফোনের ডাটা অন রেখে, ইনবক্সে মরীচিকা, হৃদয়ে অভিমান,অথচ কেউ হারতে চায়না অাগে মেসেজ করে! কয়েকদিন এভাবে যাবার পর দুজনই বুঝল সত্যিই শেষ হয়ে গেলো সবকিছু।
প্রায় তিনমাস বারো দিন অাগে অস্থিরতার বিপদসীমা অতিক্রম করে নিলয় ফোন করে সামিরাকে,প্রথমে সামিরা কথা না বলতে চাইলেও নিলয়ের উদ্ভট প্রস্তাবে রাজি হয়।
নিলয় বলে..
অামাদের তো এখন সম্পর্ক নেই,তবু একটা অনুরোধ অাগামীকাল সারা দিন তুমি অামাকে সময় দিবে,ঠিক অাগের মত করে। অামরা রিলেশনে থাকা অবস্থায় যেমন ঘুরেছি,মুভি দেখেছি,মজা করেছি ঠিক সেভাবে,কেউ সারাদিন ভাবোনা অামরা অার সম্পর্কে নেই,অাসবে তো সামিরা?
.
_হুম অাসব।
সেই ভিত্তিতেই এখন দুজন পার্কে বসে।
বিকেল পাঁচটা। সারাদিন দু'জন প্রচুর ঘুরেছে,খেয়েছে,ঠিক অাগের মত।
এমনকি স্বপ্ন দেখতেও বাদ নেই যদিও তারা জানে তাদের সম্পর্কটা এখন নেই।
.
সন্ধ্যা হতে কিছুক্ষণ বাকি।
সামিরা বলল
_অামার যেতে হবে।
_যাবে?
_তো যাবোনা?
_হ্যাঁ যাও তাহলে
_যাই হ্যাঁ?
_হুম।
_অার তো কথা হবে না।
_হুম
_দেখাও তো হবে না।
_হুম।
_সম্পর্কটাও তো নেই।
_হুম।
_তাহলে অাসি।
_হুম।
হৃদয়ের অাকর্ষনের জন্য তো অার উত্তর মেরু দক্ষিণ মেরু লাগে না,যাবো যাচ্ছি গেলাম তবু অার যেতে ইচ্ছে করে না।
সামিরাকে রিকশায় তুলে দিয়ে নিলয়ের মনে হচ্ছিল নিঃস্বাস বুকে ঢুকছে না! দৌড়ে সামিরার রিকশার সামনে গিয়ে দাঁড়ায়।
_সামিরা অামার একটু কাজ ছিল সামনে,তোমার রিকশায় যেতে পারি?
_হুম ওঠো।
কোন কথা হচ্ছে না,কিন্তু প্রচুর কথা হচ্ছে,হৃদয়ের অালাপ কি অার নেটওয়ার্কে বাঁধে?
সামিনার বাড়ি কাছাকাছি চলে অাসছে।
সামিরাঃ তোমার কাজ কোথায়? নামবে না?
নিলয়ঃ এই তো সামনে।
সামিরাঃ সামনে তো অামার বাড়ি!
নিলয়ঃ ওখানেই।
সামিরার বাড়ি অাসতেই রিকশা দাঁড়ালো। রিকশাওয়ালাকে বিদায় করে নিলয়কে বাই বলে সামিরা ভেতরে ঢুকতে যাবে তখনই ঘটে গেলো অাশ্চর্য ঘটনা!
নিলয় দ্রুত দৌড়ে গিয়ে সামিরাকে জড়িয়ে ধরে। পুরুষের চোখের জল কত দুর্লভ বস্তু সবাই উপলব্ধি করতে পারে না। নিলয় অঝরে কাঁদছে,সামিরাও! তারা মুখে কেউ কাওকে বলছেনা যে,অামাদের সম্পর্ক শেষ হয়নি,অামরা সম্পর্ক শেষ করতে চাই না,অামরা হাজার বছর ধরে উপন্যাসের মত হাজার বছর বাঁচতে চাই,কেউ কাওকে মুখ ফুটে বলছে না এসব,হৃদয়ের দূরত্ব যে মাত্র কয়েক ইঞ্চি,মুখ যে হৃদয়ের চেয়ে প্রকাশভঙ্গীতে কাঁচা!
.
'এটাই শেষ বার' একথাটাও বিশাল সাফল্য! অাবেগঘটিত ব্যাপার হোক কিংবা বাস্তবঘটিত,শেষ প্রচেষ্টা ভালো কিছুই উপহার দেয়।ব্যাক্তি বছর,মাস,দিন সম্পর্ক থেকে হারিয়ে যায়না,ভুলে যান কিংবা ভুলে থাকার অভিনয় করুন তাতে স্মৃতি কখনো ফিকে হয়ে অাসে না।
অাপনার অার্তনাদ তার বুকে পৌঁছায়,হয়ত অাপনি জানেন না,জানলেও মানেন না। অভিমান করে দূরে অাছেন ভাববেন না সে ভালো অাছে,হয়ত অপেক্ষা করছে একটা ফোনকল কিংবা ইশারার।
কারণ,সম্পর্ক শেষ হয় না রূপান্তর হয় মাত্র!
.
Written By Shihab Shahoriar.
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ āĻ্āĻোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
2996
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§:ā§Ģā§Ļ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ