অনেক আগে কেউ একজন ভালোবেসে বলেছিলো,
-- তুমি অনেক সুন্দর করে কথা বলো।
সারা রাত আমার ঘুম হয়নি। যদিও মিথ্যে ছিলো। ভালোবাসলে খুব ভোরে রাস্তার পিলারের গোড়ায় এক পা তুলে হিসু করা কুকুর টাকেও সুন্দর লাগে। আসমানি রঙের শাড়ি পড়া হিংসুটে মেয়েটা কেও এক টুকরো আকাশ বলে মনে হয়। মিথ্যে কে সত্যি, সত্যি কে মিথ্যে লাগে। বিভ্রম! ভুল করি। প্রায়ই জিন্সের ডান পায়ে বাম পা ঢুকিয়ে বসে থাকি। হাঁটতে গিয়ে অন্ধের মতো হোঁচট খাই। টোকাইয়ের মাথায় হাত রাখতে ইচ্ছে করে, বাঁচতে ইচ্ছে করে, হা করে ডাস্টবিনের পাশের কাক দেখি, ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে কলা খাই, বাসে উঠে নামার সময় দশটাকার নোট দিতে গিয়ে বিশ টাকা দিয়ে নেমে পড়ি। মন কই? মন পড়ে থাকে কোনো এক অচেনা রাজ্যের চেনা বালিকার বুকের বাঁ কোনায়। বালিকা আগলে রাখে সেটা। এ যে তার এই ক্ষুদ্র জীবনের সবচেয়ে বড় চাওয়ার পাওয়া...! কেউ একজন ভীষণরকম ভালোবেসেছে তাকে...!
ভালোবেসে মন আদান প্রদান করা হয়।
তোমার মন তোমার কাছে, তার মন তার কাছে.. তবে তোমরা কখনো ভালো ই বাসোনি; আলাদা আছোই তোমরা, নতুন করে আর কি হবে।
তোমার মন তার কাছে, তার মন ও তার কাছে.. তবে শুধু তুমি ভালোবেসেছো, আলাদা হও আর না হও.. কষ্ট একা তুমিই পাবে..!
তোমার মন তার কাছে, তার মন তোমার কাছে.. তবে শুধু তুমি নও, দু'জনই ফেঁসে গিয়েছো; কিছু মানুষ, পরিবেশ, সিচুয়েশন, সময় হয়তো তোমাদের শারীরিকভাবে আলাদা করতে পারে; মানসিকভাবে কখনোই না..!
তোমরা একতরফা ভালোবেসে কষ্ট পাও.. "সে ভালোবাসেনা!" কেউ কেউ হুদাই কষ্ট পাও.. "কেউ ভালোবাসেনা!" সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, কখনো যেন ঐ কষ্টে না ভুগো.. যে কষ্ট তোমায় "সে" অথবা "কেউ" কেন ভালোবাসে?' প্রশ্নের আক্ষেপে ডুবিয়ে মারবে...!
প্রার্থনা করো, এক বিকেলের আকাশ ভালোবাসা ঐ মানুষটি যেন কখনো না হয়ে উঠো.. যে মানুষটির জানালা দিয়ে উঁকি মারা ঝলমলে আকাশ দেখেও হাসতে ইচ্ছে করেনা.. নরম বিছানায় চোখের পাতা এক হয়না প্রায় রাতে। প্রার্থনা করো, ঐ মানুষটি যেন না হয়ে উঠো, যে মানুষটি নিজের "মন" হারিয়ে অন্যকারো "মন" হাতে ঘুরে বেড়ায় সারাদিন.. মাঝরাতে শুকনো চোখে হাতড়িয়ে ঘুমের ট্যাবলেট খোঁজে.. ঘুমোনো দরকার! প্রার্থনা করো, একটা সময় যেখানে সেখানে ঘুমিয়ে যাওয়া ঐ মানুষটি যেন না হয়ে উঠো, যে মানুষটি এখন ইনসমনিয়ায় ভুগছে...! প্রার্থনা করো, মিথ্যে জেনে হু হু করে কাঁদা ঐ মানুষটি যেন কখনো না হয়ে উঠো, যে মানুষটির আজকাল প্রায় রাতে ঘুম ভাঙ্গে একটা চেনা স্বরে মিথ্যে শোনার তীব্র ইচ্ছায়,
-- তুমি অনেক সুন্দর করে কথা বলো...!
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ āĻ্āĻোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
2995
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§:ā§Ē⧝ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ