āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2985

তুমি আমার
#লেখা Md Jasim uddin Shuvo (ক্ষুদ্র লেখক)
প্রথম যেদিন তোমার সাথে পরিচয়,
ভেবে নিয়ে ছিলাম তুমি আমার।
পাখির কিচিমিচি ডাকের ঘুম ভাঙ্গা ভোরে,
দুপুরের কান্ত-শান্ত রোদ্যজ্জ্বল হাসিতে,
সন্ধার হাজারো মানুষের ভীড়ে,
তুমি আমার ওগো শুধুই তুমি আমার।
এ হ্নদয়ের ক্যানভাসে হাজারো আঁকা
ছবিতে
,
হে প্রিয়তমা শুধুই তুমিই ছিলে।
স্বপ্নে-জাগরনে প্রত্যকটি অনুভুতির গভীরে,
হে রমনী শুধু তুমি শুধুই তুমি ছিলে।
স্বপ্নে সাজানো তাজমহল মোর
খেলা ঘর ভেবে দিলে ভেঙ্গে
কষ্টগুলো উকিঁ দেয় মনে তোমার
বিদায়ক্ষণে,
তবু তোমার একরাশ সৃতি নিয়ে পথ
চেয়ে থাকি তুমি আসবে বলে।
আসলে না তুমি তবু করি এই কামনা।
সুখে থেকো ভালো থেকো
প্রেমিক নয় বন্ধু হিসেবে ভুলে যেয়ো
না মোরে।
শুধু এতটুকু মনে রেখো,
উজার করে কেউ একজন ভালোবেছিলো
তোমাকে।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ