āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2984 (4)

দজ্জাল মেয়ের ভালোবাসা লেখক-Md Jasim uddin Shuvo
(ক্ষুদ্র লেখক)
পর্ব-৭ শেষ পর্ব
এই সেরেছে যা ভাবছিলাম তাই হলো রুমু এই রোমান্টিক স্যারের গুনের কথা জানলো কেমনে। নিশ্চই হারামি সুমনের কাজ হবে। স্যারের গর্জনের আওয়াজের ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম।
--কি!! ১বছর ধরে তোমার স্বামী তোমার খোঁজ নেয় না, সে তাও আমার ছাএ। কে নাম বলো তার??
--স্যার ঐ যে ছেলেটার নাম শুভ
--৮০
বোল্টের ধমক দিয়ে শুভ
--জ্বী স্যার
(আমি)
--মেয়েটা সত্যি বলছে নাকি?
--ইয়ে
মানে ইয়ে মানে স্যার
--কিসের ইয়ে
মানে
--না স্যার মেয়েটা আমার বন্ধু,তবে..
--
বুঝতে পারছি,যাও মেয়েটার সাথে
--
আমি আসি স্যার ওকে পাঠিয়ে দিয়েন (রুমু)
---শুভ তুমি ঐ মেয়েটার সাথে যাও
--না
মানে আমার ক্লাস আছে স্যার --১০০বোল্টের ধমক দিয়ে, যাও
.
কি আর করার বই প্রএ গুছিয়ে বের হলাম ক্লাস থেকে।
বের হয়ে দেখি রুমু চলে যাচ্ছে রাস্তা দিয়ে, পিছু নিলাম এবং....
--এই রুমু দাঁড়াও
--কথা নেই
--দাঁড়াও বলছি
--কি বলবে বলো
--এটা কি করলে তুমি,আমার মান সম্মান সব শেষ করে দিলে,কে বলেছিলো তোমায় এগুলো করতে,তুমি তো আমায় ভালোবাস না আর এখন সবার সামনে আমাকে স্বামী বানিয়ে ফেললে আশ্চার্য!
--তো সমস্যা কি,যেটা সত্য হবে সেটাই বলছি
--সত্য হবে মানে কোন সত্যের কথা বলছিস?
--তুমি আমার স্বামী হবে (হাসি দিয়ে)
--আমার তো আর খেয়ে কাজ নাই তোর মতো মেয়েকে আমার বউ বানাবো যা ভাগ এখান থেকে।
--এই কি হয়েছে এখানে (পুলিশ)
--না কিছু
হয়নি স্যার (আমি)
--অবশ্যই হয়েছে
স্যার.দেখুন না স্যার আমার সাথে কিভাবে আচরণ করতেছে এতোগুলো লোকের ভিড়ে (রুমু)
--(এই সেরেছে এই
বেটা তো আমার বারোটা বাজিয়ে ছাড়বে এখন) না স্যার ইয়ে মানে আসলে আমি কিছু করিনি।
--স্যার ওকে
থানার নিয়ে যান।
--এই চল বেটা
রাস্তার মধ্যে মেয়ে মানুষ দেখলেই ঠিক থাকতে পারিস না। তোদের জন্যই দেশের আজ এই অবস্থা, থানায় চল তারপর দেখবি মজা।
--স্যার ওকে থানায় নিয়ে আচ্ছামতো ধোলাই দিন।
--চিন্তা করনা বেটি আমি ওর এমন অবস্থা
করবো যে যাতে আর কোন দিন মেয়ে মানুষকে বিরক্ত করতে সাহস না পায় আর যেন যতোদিন বেঁচে থাকবে ততোদিন
এই টাঁক ওয়ালা দারোগার ধোলাইয়ে কথা
যেন মনে থাকে।
--(ওরে বাবা ভয়ে আমার চোখ দিয়ে পানি
আসা বাদ নাক দিয়ে আসতেছে কারণ ঠান্ডা লাগছে প্রচুর) এই রুমু?
--....নিশ্চুপ
--এই রুমু আমাকে বাঁচাও প্রীল্জ।
--
বাঁচাতে পারি এক শর্তে।
--এক শর্ত কেন
এখন আমি তোমার হাজারো
শর্ত মেনে নিবো।
--শুধু শর্ত মেনে নিলে হবে না পালন করতে
হবে।
--অবশ্যই পালন করবো তোমার শর্ত কি তাই বলো?
--আমাকে এখন একবার জোড়ে বউ ডাকতে হবে আর আমার সাথে কাল বাসায় যেতে হবে।
--বউ বলে একবার কেন দরকার হয় বুহুবার ডাকবো আর কাল কেন দরকার হয় এখনি তোমার সাথে বাসায় যাবো,তবু তুমি ঐ টাঁক ওয়ালা দারোগার হাত থেকে বাঁচাও
--আগে বউ বলে ডাকো?
--বউ আমাকে বাঁচাও।
--স্যার একটা কথা বলি??
--বলো বেটি
--ইয়ে মানে ও আমার পূর্ব পরিচিত মানে হবু বর,তাই বলছি এভাবের মতো ওকে ক্ষমা
করে দেওয়া তাই না স্যার।
--তাহলে
তো ঠিক আছে,কিন্ত এভাবে রাস্তাঘাটে এমন না করলেই ভাল। ঠিক আছে ছেড়ে দিলাম যাও।
--ধন্যবাদ
স্যার আপনাকে।
--হুম তোমাদের জীবন
সুখে কাটুক।
--এই শুনো কাল সাকাল ঠিক
9টার সময় বাসস্টোপে চলে আসবে। যদি না আস তাহলে আর কেউ তোমাকে রক্ষা করতে পারবে ঐ টাঁক ওয়ালা দারোগার হাত থেকে বুঝলে।
--বুঝেছি
কপালে খারাপি আছে।আমি ঠিক সময়ে যাবে বাসস্টোপে।
--ওলে আমার বররে তুমি কত সুইট।এভাবেই আমার কথা শুনবে সারাজীবন ওক্কে
--
এখন আর বাঁশ দিতে হবে না।কাল দেখা হলে না আবার বাঁশ দিও।এখন বিদায়
--হুম
বিদায়।
.
যাই ঠিক সময়ে বাসস্টোপে এসে পৌছালাম।
দুজনে একসাথে বাসার উদ্দেশ্য রওনা দিলাম।বাসায় এসতো আমি তো পুরাই অবাগ,বাড়ি এতো সাজানো কেন? আম্মুকে ডাক দিলাম...
--আম্মু আম্মু
--কি হয়েছে?
--বাড়ি এতো সাজানো কেন আম্মু?
-- সুমনের কাছে জিজ্ঞাস কর? আরে হারামি সুমন এখানে কি করছে।
---এই সুমন এখানে আয় ব্যাটা
--সময় নাই অনেক কাজ আছে,আন্টি আমাকে এতো কাজ দিসে যে দম পাইতেছি না
--একটু শুনে যা দোস্ত?
--কি বল?
--বলছি বাসায় আজ কি রে আমি জানি না।
--যাকে নিয়ে আয়োজন সে জানে জানে না,
হায়রে কপাল।
--একটু বল না দোস্ত
--আজ রাতে তোর আর রুমুর বিয়ে
--শুনে আমিতো পুরাই থ।আমি এখন কোথায় যাই,কেউ আমাকে দজ্জাল মেয়ের হাত থেকে বাঁচাও।
কিন্ত রক্ষা অসম্ভব তাই কি করার উপরে উপরে রাগ দেখিয়ে অস্থির আর ভেতরে খুশিতে
দিশেহারা।
বিয়ের সব অনুষ্ঠিকতা শেষ।
বন্ধুদের জোড়াজুড়িতে রাত ১১টার পর
বাসর ঘরে প্রবেশ করলাম।
বাসর ঘরে প্রবেশ করেই খাইলাম এক ধাক্কা
রুমু নেই।দুখিত এখন আর রুমু বলা যাবে
না বউ বলা লাগবে।
দেখলাম বউ আমার ঘরে নেই,খাটের নিতে
আলমারির পেছনে সবখানে খুজলাম কিন্ত
কোথাও পেলাম না।
অবশেষে দেখি বউ আমার বেলকোনিতে দাঁড়িয়ে আছে,উহ যাক পাওয়া গেল।
বউ এর কাছে গিয়ে এখানে কেন বলতেই
আমার কাঁধে মুখ লুকিঁয়ে কাঁদতে লাগলো!
ওমা একি ব্যপার বউ আমার কাঁদতে জানে বউ এখন বলতেছে...
--এই একটি বছর একটি বার ও আমার খোঁজ নিলে না?এখন তুমি প্রশ্ন করবে আমার খোঁজ নিয়েছিলে তুমি হ্যা তোমার খোঁজ আমি সবসময় নিয়েছি সুমনের মাধ্যমে।
কথা বলার ভাষা হারিয়ে ফেললাম রুমুর কথা শুনে।
--চলো আমরা নতুন করে শুরু করি ছোট একটা ঘর ভালোবাসার ঘর।
রুমু লজ্জায় লাল হয়ে গেল এবং আমার বুকে মুখ লুকালো।আর এমন পরিস্থিতিতে বিদুৎ চলে গেল।পুরো ঘর অন্ধকার আর আমার পাশে যেন স্বর্গের অপন্সরী বসে আছে ঘরটা তার আলোয় ঝলমল করছে।
তারপর.....এই আপনাদের লজ্জা শরম নাই
এখনো এখানে আছেন যান যান বিয়েতো শেষ।এখন আর কিছু বলা যাবে না নইলে আমার কপালে খারাপি আছে।
এখনো আছেন ও বুঝতে পারছি বিয়েতে দাওয়াত দিতে পারি নাই সেজন্য রাগ করছেন আপনারা আরে ভাই আমার বিয়ে আমিই জানতাম না দাওয়াত দিবো ক্যামনে।
যাইহোক পরবর্তিতে বাবা হলে সে খুশিতে না হয় আপনাদের মিষ্টি খাওয়াবো,ভালো থাকেন সবাই।
----সমাপ্ত-----

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ