āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2984 (1)

দজ্জাল মেয়ের ভালোবাসা
#লেখা Md Jasim uddin Shuvo (ক্ষুদ্র লেখক)
!
প্রথম পর্ব
--কম্বলটা একটানে সরিয়ে ঐ এতোক্ষণ
ঘুমানো লাগে? (রুমু)
--আর একটু পরে উঠবো মা।(আমি)
--আগে চোখ মেলে দ্যাখ আমি কে?
--কে?
--তোর জম
--তু তু তুই।কি হইছে এতো সকালে আমার
আরামের ঘুমের বারোটা বাজালি।
--ঐ অর্করমার ঢেঁকি কয়টা বাজে এখনো সকাল থাকে নাকি,আন্টি বলে নাই আজ সকালে তোর আটটার সময় প্রাইভেট আছে?
--নাতো বলে নাই (বাঁচার জন্য মিথ্যা
বলাম যদি সত্যি বলাতাম তাহলে
আমায় যে কি করতো একমাএ মেয়েটাই
জানে)
--ঠিক আছে ঠিক আছে এখন তাড়াতাড়ি
উঠে প্রাইভেটে যা।
--যাইতেছি যাইতেছি,তুই যা তো এখন।
--ঠিক আছে।
!
মেয়েটাকে বিদায় করে কিছু সময়
পেলাম আপনাদের আমার পরিচয় দেবার
পরিচয়
দিতে বেশী সময় পাওয়া যাবে ন,না
জানি আবার কখন এসে আট্যাক করে।
আমি শুভ আর মেয়েটার নাম আগেই
বলেছি রুমু হ্যা আর একটা নাম আছে
দজ্জাল মেয়ে যখন দুরে থাকে তখন বলি
কাছে থাকলে দজ্জাল বলার ক্ষমতা আমার হবে না। রুমু মেয়েটা আমার 1 বছরের জনিয়র কিন্তু আমার কাছে মনে হয় সে 5 বছরের
সিনিয়র মেয়েটার বাসা আমার
বাসার পাশেই।
আমি নাকি পড়ালেখা ছেড়ে গোল্লায়
যাইতেছি সেজন্য প্রাইভেট সে নিজেই
ঠিক করেছে।কি মেয়েরে বাবা যেন সে আমার
বিয়ে করা বউ সারাক্ষণ ঘাড়ের ওপর
ঘ্যান ঘ্যান, শাষণ,উপদেশ আর ঝগড়া তো
ফ্রি এখন আপনারাই বলুন মেয়েটার
কেমন? কিউট না অন্য কিছু।জানি আপনারা
অন্য কিছুই বলবেন এই যেমন ফাজিল,ঝগড়াটে ইত্যাদি ইত্যাদি আমি।এখন মনে করতে পারছি না কারণ আমি মেয়েটাকে এ রখম মনে করি না আমার ঐ মেয়েটার ঐ ফাজলামি+ঝগড়াটে আচরণটাই ভালো লাগে এবং তাকে
এটাই মানায়।
--এই শুভ হই তোমার?
হে হে আর বলতে পারলাম না যদি বলি
তাহলে উকিলের মতো জেড়া করা শুরু
করবে
--হইছে যাইতেছি।
!
এভাবেই মাধ্যমিক স্কুলের পরীক্ষা
শেষ হলো।
রেজাল্ট আমার মোটামুটি বলবো
ভালোই হলো কিন্ত মহারাণীর থুক্কু কি
বললাম বউকে তো মহারাণী বলতে হয়
যদিও বললে খুশিই হবে কিন্ত না কথাটা
চেপে গেলাম মেয়েটা কি বললো তাই
বললাম ন সে বললো অর্করমার ঢেঁকি
এটা তুই কি রেজাল্ট করলি,তুই আমার
মানসন্মান খাইলি ইত্যাদি ইত্যাদি।
আর ভালো লাগে না মেয়েটার থেকে
মুক্তি পেতে হবে সে কথা সেই কাজ
কাছের কলেজ ছেড়ে ভর্তি হলাম
শহরের কোন এক কলেজে
এবং চলে গেলাম ম্যাসে।
মনে মনে ভাবছি যাক রক্ষা পাইছি
দজ্জাল মেয়েটার হাত থেকে কিন্ত না
যাবার সময়
মেয়েটা আমায় শাষিয়ে বললো শহরের
কোন
মেয়ের দিকে যদি তাকাস তোর চোখ
উপড়ে ফেলবো মনে রাখিস শহরে চলে
গেলি বলে বেঁচে গেলি আমিও এক বছর
পড়ে তর কলেজে ভর্তি হবো যা
ভাগ...শেষে কাঁন্না ভেজে কন্ঠে বললো
আর হ্যা ভালো থাকিস ঠিক মতো
খেয়ে নিস ইত্যাদি ইত্যাদি।

দজ্জাল মেয়ের ভালোবাসা
# লেখা Md Jasim uddin Shuvo (ক্ষুদ্র লেখক)
!
পর্ব-২
যেই কথা সেই কাজ চলে গেলাম শহরের কলেজে এবং থাকার জন্য ম্যাসে উঠলাম।
অনেক দিন কেটে গেল এভাবে প্রতিদিন কলেজে যাওয়া আর সময় মতো ম্যাসে ফিরে পড়াশুনা করা এগুলো ছিলো নিত্যদিনের রুটিন।যদিও ভাবতাম দুরে চলে এসে মেয়েটার হাত থেকে রক্ষা পাইছি,কিন্ত না
আপনাদের সত্যি বলছি আমার মুখ বলে
আর আমার অন্তর বলে আরেক কথা
মানে মুখ দিয়ে যদিও অনেক অনেক বলি
মেয়েটার কথা বার্তা আচরণ ভালোলাগে না
এক কথায় সে একটা দজ্জাল মেয়ে।আর মন বলে মেয়ে ভালো লাগে তোমার
দুষ্টমী ভরা কথা গুলি
মেয়ে তোমাকে এগুলোকে আরো বেশী মায়াবী করে তুলে।আমি কিন্তু কথা গুলি জোড়েই বলছি কারণ আমার সাহজ অনেক গুন বেড়ে গেছে কিসের জন্য জানেন?
ইয়ে মানে মেয়েটা আমার পাশে নেই আমি অনেক দুরে সে জন্য আর কি বলতে পারলাম...হা হা হা।
যতই দিন যাচ্ছে মেয়েটার মায়ামাখা মুখটা
ততোই ভেসে বেড়াছে।
আচ্ছা আপন মানুষ সরি আপন মানুষ
আর হতে পারলাম কোথায় সেতো আমার
শুধু মাএ বন্ধু কিন্তু মেয়েটা বলতে না পারলেও আপনাদের বলি হয়তো বা আপনারা আমার হয়ে আমার মনের কথাটা মেয়েটাকে বলে দিতে পারেন....হা হা হা ফান করলাম।
আসল কথা বলি কাছের দুরে থাকলে কেমন
লাগে বলেন তো আপনাদের কাছে এই প্রশ্নটা রইলো।
আর ভালো লাগছে না মনটা অস্থির লাগছে
শুধু মেয়েটার কথা বার বার মনে পড়ছে।
মনে পড়বেই না ক্যান বলেন তো আপনারা
যে মেয়েটাকে ছাড়া একটা দিনের এক মূহূত্ব কাটতো না সে মেয়েটাকে ছেড়ে আমি আজ দুরে,ধ্যাত ক্যান রাগ করে শহরের কলেজে ভর্তি হলাম থাকুম না আর এখানে
গ্রামের কলেজেই ভর্তি হমু ডিসিশন পাক্কা
কিন্ত কমফার্ম না বলা যায়
মেয়েটা যদি রাজি না হয় যদি রেগে পঁচা
ডোঁবায় ফেলে দেয় তবে তো একটা লাইফবয়
সাবান শেষ...হা হা হা।
সারাদিন ভ্রমন শেষে বাসার পৌছালাম।
কিন্ত হায় মেয়েটাকে সেদিন একটি বার ও
দেখতে পেলাম না।
আম্মুকে বললাম রুমুকে দেখলাম না
যে।আম্মু বললো তুই যাওয়ার পর
মেয়েটা কেমন জানি হয়ে গেছে রে
আগের মতো কথা বলে না দুষ্টমী করে না
ঘর থেকে বেশী বের হয় না।
মনে হয় যে তুই এসেছিস রুমু জানে না।
আম্মুর কথা গুলো শুনে মনটা খারাপ
হয়ে গেল ধ্যাত কিসের জন্য যে রাগ
করে গেলাম বড় অপরাধী মনে হচ্ছে
নিজেকে।রাতের ডিনার শেষে শুয়ে
পড়লাম ভাবলাম সকালেই দেখা করবো
মেয়েটার সাথে মানে রুমুর সাথে।
!
সকাল বেলা
--কম্বলটা একটানে ফেলেদিলাম।
--আম্মু আর একটু ঘুমাবো
--ঐ বান্দনী কয়টা বাজে এখনো ঘুমানো
লাগে আর আমি তর আম্মু না তর জা...
--ঐ তুই এখানে ভাগ এখান থেকে আর কি বললি তুই আমার কি?
--কেমন আছিস?
--কাল এসে আজকে বলছিস কেমন আছিস!
থাপ্পর থাওয়ার আগে ভাগ।
--ঠিক আছে যাইতেছি তবে বিকালে বকুল তলার দেখা করিস।
--আমার বয়ে গেছে আমার যানি কাজ কর্ম নাই যে তর অর্করমার সাথে দেখা করবো।
!
যাক বাবা এতোদিন পর দেখা কই একটু
ভালোভাবে কথা বলবে তা না কি ভাবে কথা বললো ধ্যাত আর পারা যায় নাl
আমি জানি রুমু বকুল তলার না এসে
থাকতে পারবে না।
এটা আমার পছন্দের জায়গা বলে কথা
আর বেশীর ভাগ সময় আমরা এই জায়গায়
বসে কাটাতাম।
আর হ্যা একটা বিষয়ে আপনাদের নোটিস করি শুরুতে বলেছিলাম রুমু আমাকে তুমি
করে বলে কিন্ত এখন আপনারা দেখছেন
সে আমাকে তুই বলে।উওর দিচ্ছি রুমু যদি
রেগে পেট্রল বোমা হয় তবে তার মুখ দিয়ে
তুই তো ভালোই আর কি বের হয় তা হয়তো
সময়ের ব্যবধারে দেখতে পারবেন।
!
বিকাল ৪টা বসে আছি বকুল তলায়
আর অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না।
রুমুতো কখনো এতো দেরী করে না।সন্ধা নামতে আর মাএ ১ঘন্টা বাকি আছে তবুও সে আসছে না।তবে কি রুমু আসবে না
আপনাদের চোখে আমাকে মিথ্যাবাদি বানিয়ে দিল আমার কথা রুমু রাখলো না।
হতাশায় ছটফট করতেছি শুধু কান্না করা বাকী।
এমন সময় পেছন থেকে অট্র হাসি দিয়ে
রুমু বললো-
--কি মিষ্টার অর্করমার ঢেঁকি এমন করছো ক্যান?
--বাঁচালে মিসেস পেতনী আমাকে মিথ্যাবাদী
হওয়া থেকে বাঁচালে
--কি জন্য আসতে বললে?
--কেমন আছো?
--ভালো?
--এই অর্করমার কথা মনে পড়ে না তোমার?
--না।আর মনে পড়েই কি হবে।
চলবে---

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ