বখাটে
লেখক-Md Jasim uddin Shuvo
(ক্ষুদ্র লেখক)
--শুভ শুভ আমার নিশিকে বাঁচা (সজীব)
--
ক্যান কি হইছে তোর নিশির? (শুভ)
--
কাশিমের লোকজন নিশিকে তুলে
দিয়ে গেছে,ওর কিছু হলে আমি বাঁচবো
নারে দোস্ত
--কি! গ্রামের চেয়ারম্যান বলে অনেক
বেড়ে গেছে,ওকে উচিত শিক্ষা দিতে
হবে।
--আগে নিশিকে বাঁচাই তারপর শিক্ষা
দেওয়া
যাবে দোস্ত।
--ওই তোরা সবাই চল (সিগারেট মুখ
থেকে ফেলে দিয়ে
সুমন,রিফাত,সাগর,রুদ্র সজীব কেউদ্দেশ্য
করে) আগে নিশিকে বাঁচাতে হবে।
সবাই ছুটলো নিশিকে উদ্ধার করতে,যার
কাছে যা আছে তাই নিয়ে।
শুভ এর কাছে কোমড়ে সব সময় পিস্তল
থাকেই আর বাকিদের কাছে
ছুরি,চাপাটি
ইত্যাদি দেশীর সামগ্রী। যতক্ষণে
তারা সেখানে পৌঁছালো ততোক্ষণে
যা
হবার তাই হলো।নিশিকে
চেয়ারম্যানের ছেলে
নামক নর পিছাস নিশির ইজ্জত নিয়ে
গেল।
নিশি রক্তান্ত শরীল নিয়ে আছে
মাটিতে পড়ে
আছে।শুভ তার গায়ের শার্ট খুলে নিশির
গায়ে দিল এবং তাড়াতাড়ি
হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে
নিশির যখন হুশ ফিরে আসে
তখন নিশি নিজেকে শেষ করেদিতে
চায় কিন্ত
শুভ জন্য পারে না।
--তুই নিশিকে ভালবাসিস দোস্ত (শুভ)
--
অনেক অনেক।ওকে ছাড়া আমি এ
জীবনকে মূল্যহীন ভাবি (সজীব)
--
তাহলে তুই এখন নিশিকে বিয়ে করতে
পারবি না।দেখ আমি প্রেম কোন দিন
করনি সেজন্য
এ সম্পর্কে বেশী কিছু জানি না।তবে
এটুকু বলতে পারি প্রেম ভালবাসা
মানুষের শরীল দেখে হয় না মন থেকে
ভালবাসা জন্মলাভ করে
।আর আমি জানি তোদের ভালবাসা
দুটি মনের ভিতর থেকে জন্মেছে।এখন
তুই বল নিশিকে মেরে ফেলবি নাকি
বিয়ে করে নতুন করে জীবন দিবি?
--
তোর কি মনে হয়?আমি নিশিকে ছেড়ে
চলে যাবো ভুল ভাবছিস দোস্ত আমি
নিশিকেই বিয়ে করবো।
--তবে চল
তোদের বিয়ের আয়োজনটা করে
ফেলি।
শুভ নিশি আর সজীবের বিয়ে দিলো
তার এখন সংসারিক।
.
এ অন্যায়ের জন্য চেয়ারম্যানকে
শাস্তি দিতেই হবে নইলে পরবর্তিতে
এরখম আর ঘটনা ঘটবে।কিন্ত কিভাবে
শাস্তি দিব শুভ ভাবতে লাগলো,এমন
সময় রুদ্র...
---দোস্ত আমার কাছে একটা আইডিয়া
আছে বলবো?
---বলে ফেল (সিগারেট টানতে টানতে
বলল)
--চেয়ারম্যানের ছোট মেয়ে ঢাকায়
থাকে কাল গ্রামে আসতেছে ওকে
দিয়েই প্রতিশোধ নেওয়া যাক।
--তবে
তাই হোক
--ঠিক আছে দোস্ত
--কাল বিকাল ৪টার আগে মেয়েটাকে
তুলে পোড়া বাড়িতে নিয়ে আসবি।
তবে ভুলেও মেয়েকে গায়ে হাত দিবি
না,আমি কেমন তোরা নিশ্চই
জানিস,আমি মেয়েটাকে একটু ও
অসন্মান করতে চাই না বুঝলি।
--তা আর
বলে দিতে হবে দোস্ত।
--ঠিক আছে,আর
সুমকে আমার সাথে দেখা করতে বল
ফোন দিয়ে কথা আছে প্যান নিয়ে
সাথে এক প্যাক সিগারেট নিয়ে আসতে
বলে দে
.
বিকাল ৫টা চেয়ারম্যানে মেয়ে শুভ
ওতার
বন্ধুদের হাতে বন্দি।তাকে চেয়ারের
সাথে বেঁধে রাখা হয়েছে।
--দোস্ত
কাজ হয়ে গেছে..সুমন
--ঠিক আছে আমি
আসতেছি..শুভ শুভ সাড়ে ৫টার সময়
পোড়া বাড়িতে এসে পৌছায় এসে
দেখে এক রমনীকে বেঁধে রাখা
হয়েছে।
--মেয়েটার নাম কি রে সুমন
--
পরি
--এই নে ধর এই কাপড় গুলো মেয়েটাকে
পড়তে বল রুমে গিয়ে (সিগারেট মুখে
দিয়ে)
--আমাকে এখানে আটকে রেখেছেন
কেন?..পরি
--তোমার বাবার অপরাধে তোমাকে
এখানে আটকে রাখা হইছে,চিন্তা করো
না কাল সকালেই তোমাকে ছেড়ে
দেওয়া হবে।
--কাল ছেড়ে দিবেন মানে?প্রীল্জ
আমাকে নষ্ট করবেন না।
--তোমাকে এ
শাস্তি ভোগ করতেই হবে।
--কেন আমি এ
শাস্তি ভোগ করবো আমার দোষ কি? --
তোমার কোন দোষ নাই,সব দোষ তোমার
ভাইয়ের।তোমার ভাই একটি
মেয়েকে.......আর তোমার বাবা এর কোন
জন্য তোমার ভাইকে কোন প্রকার
শাস্তি দেয় নাই,সেজন্য প্রতিশোধ
হিসাবে আমাদের এ পদক্ষেপ।
--প্রীল্জ
আমাকে ছেড়ে দিন আমার জীবটা নষ্ট
করবেন না।
--আমি তোমার ভাইয়ের মতো এতোটা
নর পিছাস না যে তোমার জীবন শেষ
করবো।
--তাহলে আমার কাছে কি চান?
--এতো
প্রশ্নের উওর দিতে বাধ্য নই। (ঐ চললাম
রে মেয়েটাকে বেঁধে রাখিস যেন
পালাতে না পারে বলে সিগারেট
টানতে টানতে শুভ প্রস্থান)
চলবে...
বখাটে
লেখক-Md Jasim uddin Shuvo
(ক্ষুদ্র লেখক)
পর্ব-২
আমায় আটকে রেখে আবার সাধু সাজা
হচ্ছে,
বলছে আমাকে যেন অসস্মান করা না
হয়।
তোমার মতো বখাটে কে আমার ভালো
করে চেনা আছে।
--আস্তে কথা বলেন,শুভ ভাই যদি আপনার
এসব কথা জানতে পারে তাহলে যে কি
হবে আল্লাহ জানে..সুমন
--জানলে কি
হবে শুনি?..পরি
--আকাশের তারা হয়ে
যাবেন।
--ঐ একটাই তো কাজ করতে পারে,এছাড়া
বখাটেরা আরা কি বা করতে পারে।
--
আপনি শহরে থাকেন সেজন্য জানেন না
শুভ এর সম্পর্কে।
--তোমাদের ভাই হয়তো
কোন মহান নেতা যারা কিনা
মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি
খেলে।
--আপনি ভুল ভাবছেন।
--কি ভুল ভাবছেন?আমাকে এখানে
আটকে রেখে তোমার ভাইয়ের কি
লাভ?আর একা একটা মেয়েকে নির্জন
জায়গায় আটকে রেখে
কি তোমার ভাই কি কার্য সদ্ধি করতে
চাচ্ছে
বলতে পারো? (অনেক রেগে কথাগুলো
বললো পর)
--আপনার সব প্রশ্নের জবাব আমি দিচ্ছি
শুনুন।তোমার ভাই কিছুদিন আগে যে
ধর্ষণ করেছে এর কোন শাস্তি হয়নাই
কারণ তার বাবা এলকার একজন
প্রভাবশালী রাজনীতিবিধ মানে
চেয়ারম্যান।
তোমার বাবার ছায়া আছে বলে
তোমার ভাই এর আগেও একটা মেয়েকে
ধর্ষণ করেছে।
ধর্ষশীতা যে সমাজে কি ভাবে বেঁচে
থাকে একমাএ সে জানে আর কারো
জানার কথা না।
--আমাকে এখানে আটকে রাখার কারণ?
--এটা আমাদের গ্রুপের সবার প্যান যে
আপনাকে এখানে একটা রাত আটকে
রাখবো তারপর ছেড়ে দিব।সবার
ভাববে যে আপনি ধর্ষণের শিকার তখন
আপনার বাবার যদি শিক্ষা হয়।
--আমার
বাবা
তোমাদের আর তোমার শুভ ভাইকে
ছাড়বে না।
--আপনার বাবা শুভ ভাইকে কিছু করতে
পারবে না কারণ শুভ ভাই একা নন
গ্রামের সবাই শুভ ভাইয়ের পক্ষে।
--কেন
একজন বখাটের পক্ষে গ্রামের লোকজন
যাবে কেন?নিশ্চয় সবাইকে ভয়
দেখিয়েছে তোমার বখাটে ভাই।
--
হুদাই পেচাল পাইরেন না আপনি শুভ
ভাইয়ের সম্পর্কে কিচ্ছুটি জানেন
না,জানলে বার বার বখাটে বলিতেন
না।
--তবে বলেন দেখি
--ভাইয়ের বাবা ছিলেন সৎ পুলিশ
অফিসার,তার নিয়ন্তণে যতো পুলিশ
থাকতো তাদের কাউকে ঘুষ নিতে
দিতেন না,যদি ঘুষ নিতেন তার শাস্তি
স্বরুপ তাকে চাকরী চ্যুত করতেন।
গ্রামের লোকজন তাকে খোদার
আর্শীবাদ হিসাবে মান্য করতেন।
তারপর সব পুলিশ কর্মকতা মিলে
চক্ররান্ত করে তাকেই ঘুষ নেওয়ার
অপরাধে ফাসালেন।তাকে জেলে
নেওয়া হলে সেখানে তিনি আত্তহত্যা
করেন।আত্তহত্যা করার আগে একটা
চিরকুট লিখে তার ছেলেকে মানে শুভ
ভাইকে পাঠিয়েছিলেন।আর এদিকে
ভাইয়ের বাবার আত্তহত্যার কথা শুনে
ভাইয়ের মা সাথে সাথে হার্ট এট্যাক
করে মারা যান।
আরো শুনবেন???
--(অশ্রু সিদ্ধ চোখে) বলো।
--সে সময় ভাই সর্বেমাএ উচ্চ মাধ্যমিক
পরীক্ষা পাশ করেছিলো।ভাই তখন একদম
দিশেহারা কোন আলোর পথ খোলা
দেখছিলো না।জানেন চিরকুটে কি
লিখাছিলো?
--কি লেখা ছিলো??
--লেখা ছিলো..
আমার আদরের খোকা,আমি জানি তুই
আমাকে ভুল বুঝবি না কারণ তুই জানিস
তোর বাবা কেমন।
আমাকে ওরা সমাজের মানুষের কাছে
ছোট করে দিলো।যতোক্ষণে এই
চিরকুটটা তোর হাতে পৌছাবে
ততোক্ষণে হয়তো বা পৃথিবীর আল-
বাতাস গ্রহণ করতে পারবো না তাই
বলে তুই দুঃখ করিস না। পারলে আমার
একটা কথা রাখিস খোকা,আমি পুলিশ
অফিসার হয়ে যে কাজ গুলো করতে
পারলাম না আমার মৃত্যুর পর আমার
বাকি কাজটা তুই যেভাবে পারিস করে
যাস।তোর মাকে দেখে রাখিস। ইতি
তোর হতভাগ্য বাবা,ভালো থাকিস।
(কথাগুলো সুমনের চোখ দিয়ে অঝোর
ধারায় পানি ঝড়ছে)
----তারপর??
--তারপর আর কি।শুভ প্রতিজ্ঞা করে যে
ভাবেই হোক তার বাবার কথা সে
রাখবেই।
ভাইয়ের মা-বাবা নেই তাতে কি
হয়ছে! এখন গ্রামের সবাই শুভ ভাইকে
তাদের পূএ হিসাবে দেখে আদর করে।শুভ
ভাইকে তার মতো আর্শীবাদ স্বরুপ
গ্রামের মধ্যমনি প্রতিবাদী ছেলে
ভাবে কারণ ভাই অন্যায়কে সহ্য করতে
পারে না এবং গরিব অসহায়
মানুষগুলিকে যথাসম্ভব সাহায্য করে।
চলব....
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ