āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3093 (2)

__রক্ত চোষা__
__লেখা:-দোলা রহমান__
__পর্ব:-তিন__
একটু অপেক্ষা করতেই জুঁই এসে হাজির
হলো৷অনেকদিন পর দুজন দুইজকে পেয়ে
অামাদের অার খুশির শেষ থাকে না৷অাড্ডা দেওয়ার
এক পর্যায়ে অামি জুঁইকে জিজ্ঞাসা করলাম..কিরে
গ্রামে কি সব নাকি অাজব ঘটনা ঘটে যাচ্ছে অামি যা
শুনলাম তা কি সত্তি৷প্রশ্নটা শুনেই জুঁইয়ের মুখ ম্লান
হয়ে গেল৷এক মূহুর্তে যেন সব খুশি বিলিন হয়ে
গেল৷অনেকক্ষন চুপ থাকার পরে বললো..
জুঁই:-তুইত ছিলি না৷যানিস অামাদের গ্রামের সব
লোকজন ভয়ে পালিয়ে যাচ্ছে৷অামরাও চলে
যেতাম কিন্তু দাদুর শেষ ইচ্ছা দাদু নিজের গ্রামে
শেষ নিশ্বাস ত্যাগ করতে চায়৷দাদুর জন্য অামাদেরও
যাওয়া হলো না৷প্রতিটা মানুষ অাতঙ্কে
অাছে৷এইতো দুইদিন অাগের কথা অামাদের
গ্রামের জাফর উধাও হয়ে গেছে৷
অামি:-কিন্তু এতসব দেখে চুপ করে থাকলে তো
চলবে না তাই না৷এই সমস্যার কোন না কোন সমাধান
অাছে৷
জুঁই:-কিন্তু সমাধান করবে কে?
অামি:-কেনো তুই অাছিস অামি অাছি অার অামাদের
সঙ্গে অারো কাওকে নিব৷
জুঁই:-তোর কি মাথা ঠিক অাছে৷জেনে শুনে অামরা
অাগুনে ঝাপ দিব৷দেখ অামি নেই এসবের মধ্যে৷
অামি:-ভীতুর ডিম৷সারা জীবন ভীতুই থেকে
যা৷দেখ বোঝার চেষ্টা কর অামরা যদি কিছু না করি
তাহলে একসময় অামাদের গ্রাম মরুভূমিতে পরিনিত
হবে৷প্লিজ অার না করিস না৷
জুঁই:-কিন্তু অামরা দুজনে কিবা করতে পারবো
এদিকে গ্রামের অর্ধেক মানুষ পালিয়ে গেছে৷
অামি:-এক কাজ কর রাহিকে ফোন দিয়ে অাসতে
বল৷অার রাহি যথেষ্ট সাহসী ছেলে অামাদের
কাজে অাসবে৷
জুঁই:-ওকে বুঝলাম কিন্তু রাহিকি অামাদের দলে
অাসবে৷
তুই ফোন দিয়ে অাসতে বল অামি সব ম্যানেজ
করে নিব৷জুঁই ফোন দিয়ে রাহি কে অাসতে বলে
দিল৷অামি জুঁইকে বললাম বাসা থেকে বাইরে চল
এখানে এসব অালোচনা করলে মা যদি একবার
জানতে পারে তাহলে অামাদের প্ল্যানের গুষ্টির
সষ্ঠি উদ্ধার করবে৷কথা গুলো না শেষ হতে দেখি
অাম্মু অামাদের জন্য নাস্তা বানিয়ে নিয়াসতেছে৷অামি
অাম্মুকে বুঝিয়ে অামি অার জুঁই একটা পুকুর পাড়ে
রাহির জন্য অপেক্ষা করতে লাগলাম৷প্রায় অাধাঘন্টা পর
রাহি এসে উপস্থিত হলো৷অামি একবার প্ল্যানের কথা
বলাতে রাহি অবাক হয়ে অামার দিকে দেখতে
থাকল৷রাহি হাসি হাসি মুখে বললো অামি যে কাজটা একা
করতে চাইছিলাম সেটা তুমিও করতে চাও ভালোই
হলো অামরা একসঙ্গে থাকলে যেকোন বিপদ
মোকাবেলা করতে পারবো৷মনে মনে খুশি হলাম
মেঘ না চাইতে বৃষ্টি৷যাই হক তিন জনে মিলে
অনেক প্ল্যান করলাম৷অামাদের প্রথম কাজ হলো
অালোম কাকার সাথে দেখা করা৷তিনজনে অালোম
কাকার উদ্দেশে হাঁটতে শুরু করলাম৷কিছুদূর
যেতেই দেখি অালোম কাকা একা বসে
অাছে৷অামরা অলোম কাকার কাছে গেলাম৷অামাদের
দেখে অালোম কাকা ওঠে দাঁড়ালো৷লক্ষ্য করলাম
অালোম কাকার গায়ের রং ফেক্যাশে হয়ে
গেছে৷হয়তো শরীর থেকে রক্ত ঝরার
কারনে এমনটা হয়েছে৷অামাকে দেখে অালোম
কাকা বলে ওঠলো কিরে পুচকি কবে অাসলি৷মুখটা
একটু ভেংছি কেটে বললাম কাকা অামি কি এখনো
পুচকি অাছি যে তুমি পুচকি ডাকো৷রাহি অামাদের কথা
বাগড়া দিয়ে বলল কাকা তোমার সাথে কিছু কথা
অাছে৷তুমি কিন্তু কাওকে কিছু বলতে পারবে না৷
কাকা গম্তীর মুখে জবাব দিল অাচ্ছা বলো কি
জানতে চাও৷
অামি:-কাকা অামরা রক্তচোষার সর্ম্পকে জানতে চাই
তুমি যদি বলো তাহলে অামাদের কাজটা সহজ হয়ে
যেত৷
কাকা:-তোমরা কি করতে যাচ্ছ যানি না কিন্তু এসবের
পিছে না যাওয়াই ভালো৷
অামি:-কাকা অামরা কিছু করতে চাই না শুধু জানতে
চাই৷তোমাকে সেইদিন রাতে বাদুরের দল কোথায়
নিয়ে গেছিল৷
কাকা:-অামি অন্ধকারে ঠিক বলতে পারবো না তবে
অামার মনে হয় এই রক্ত চোষা প্রানিদের অাস্তানা
অামাদের পাশের জঙ্গলের মধ্য৷অার অামার মনে
হয় জঙ্গলে অারো বাদুর অাছে৷তোমরো যা
করবে সাবধানে করবে৷
রাহি:-হ্যা কাকা দয়া করে অামাদের কথা কাওকে
বলবেন না৷যদি বলেন অামরা অামাদের কাজ এগিয়ে
নিয়ে যেতে পারব না৷
অামরা চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে অাসলাম৷বাকি
কাজ গুলো খুব সাবধানে করতে হবে৷বাসা থেকে
অামাদের প্ল্যান সফল করতে পারবো না বলে
তিনজনে নানা বাহানা করে বাসা থেকে বাইরে
যেতে হবে কিছুদিনের জন্য৷অামি বাসায় গিয়ে
অাম্মুকে বললাম অামি কিছুদের জন্য বাইরে ঘুরতে
যাব৷ঘুরতে যাওয়ার কথা শুনে অামাকে ধমক দিয়ে
বললো কোথাও যাওয়া চলবে না৷এদিকে সন্ধ্যা
হয়ে এসেছে৷অাম্মুকে অনেক করে বোঝালাম
কিন্তু কোন কাজ হলনা৷মন খারাপ করে রুমে গিয়ে
বসে পড়লাম৷বাইরে মহোন কাকার চেঁচামেচিতে
বাইরে গেলাম দেখি মহোন কাকা বাইরে থেকে
দৌঁড়ে এসে হাঁপাতে হাঁপাতে বসে পড়েছে৷অাম্মু
গিয়ে মহোন কাকার কাছে গিয়ে দাঁড়ালে মহোন
কাকা এক গ্লাস পানি চাইলো৷অামি এক গ্লাস পানি নিয়ে
মহোন কাকার হাতে দিয়ে জিজ্ঞাসা করলাম কাকা কি
হয়েছে এত হাঁপাচ্ছ কেন?মহোন কাকা পানি টুকু
খেয়ে অনেকক্ষন পর জবাব দিয়ে বললো অামি
বাজার থেকে বাজার করে অাসতে একটু দেরী
করে ফেলেছি৷রাস্তায় কাওকে না দেখে ভয়ে
ভয়ে অাসতেছি কিছুদূর অাসতে দেখি একদল বাদুর
মানব অামার সামনে এগিয়ে অাসতেছে অামাকে ধরার
জন্য অামি বাজার ফেলে দৌড়ে কোনমতে
জীবিত বাসায় এসেছি৷অামি বিড় বিড় করে বললাম এই
বাদুরের উৎপাত বেশি হয়ে গেছে এর শেষে না
দেখে কোথাও যাচ্ছি না৷অাম্মু কিছু বুঝতে না
পেরে অামাকে জিজ্ঞাসা করে কি বলিস বিড় বিড়
করে৷অামাদের প্ল্যান সফল করার জন্য অাম্মুর
কাছে মিথ্যা বললাম
অামি:-গ্রামের পরিবেশ অামার ভালো লাগতেছে
না৷অামি কালকেই রাজশাহী চলে যাব৷
অাম্মু:-কালকে যাইতে হবে কেনো তোর অাব্বু
অাগে বাসায় অাসুক না হয় তখন যাবি৷
অামি:-অামি টিকেট করে ফেলেছি কাল সকাল অাটটায়
অামাকে যাইতে হবে৷
এর অাগে কখনো অাম্মুর কাছে মিথ্যা বলিনি৷মাথা নিচু
করে কথা গুলো বলে সোজা রুমে চলে
গেলাম৷রুমে গিয়ে রাহি,জুঁইকে ম্যাসেজ করে কাল
অাটটায় জঙ্গলের ধারে বড় বটগাছের নিচে দেখা
করতে বললাম৷ফোন অার ল্যাপটপটা চার্জে দিয়ে
তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম৷

__রক্ত চোষা__
__লেখা:-দোলা রহমান__
__পর্ব:চার__
সকাল সকাল ঘুম থেকে ওঠে
পড়লাম৷প্রয়োজনীয় জিনিসপএ ব্যাগে গুছিয়ে
নিলাম৷ল্যাপটপটা অার ফোনটা চার্জ থেকে খুলে
ব্যাগে নিলাম৷হালকা নাস্তা সেরে বাসা থেকে
বেরিয়ে গেলাম৷যাওয়ার পথে অাবার অাম্মু মহোন
কাকাকে পিছে লেগে দিল৷কিছুদূর যেতে অামি
মহোন কাকাকে নানা বাহানা দিয়ে বাসায় পাঠালাম৷ব্যাগ
থেকে ফোনটা বের করে জুঁইকে ফোন
দিলাম৷রিসিভ করলে তাড়াতাড়ি বটগাছের নিচে অাসতে
বলে দিলাম৷একটু পরে রাহি অামাকে ফোন দিল,
রাহি:-কই তুই,তোদের তো কোন খবর নেই,
অামি-অামি প্রায় বটগাছের নিচে চলে এসেছি তুই কই
অাছিস,
রাহি:-অামি অনেক্ষন ধরে বটগাছের নিচে অাছি৷অার
শোন জুঁই কোথায়?
অামি:-জুঁই এখনি অাসেনি তবে অাসতেছে৷
রাহি:-এক কাজ কর জুঁইকে অামাদের গ্রামের
মৌলবীর কাছ থেকে কিছু পানি পড়া নিয়ে অাসতে
বল৷
অামি:-অাচ্ছা বলতেছি কিন্তু পানি পড়া দিয়ে কি হবে৷
রাহি:-তুই বুঝবি না অাগে নিয়ে অাসুক তারপর
বলতেছি৷রাখলাম তাড়াতাড়ি চলে অায়৷অামি জুঁইকে
ম্যাসেজ করে হুজুরের কাছ থেকে পানি অানতে
বলে দিলাম৷
অামি খুব দ্রুত হাঁটতে লাগলাম৷সকাল সকাল অাসার জন্য
কাওকে চোখে পড়লো না৷বটগাছের নিচে
দেখলাম রাহি বসে অাছে অামিও ওর পাশে বসে
পড়লাম কিছুক্ষন পরে জুঁইও চলে
অাসলো৷তিনজনে অার দেরি না করে জঙ্গলের
উদ্দেশে পা বাড়ালাম৷তিনজনে হেঁটে প্রায়
জঙ্গলের মাঝে চলে এসেছে৷জঙ্গলটা বেশ
ঘন৷লোকজন না অাসার কারনে ভয়ানক হয়ে
ওঠেছে৷কিছুদূর যেতে তিনজনে থমকে
দাঁড়ায়৷অামাদের সামনে পুরনো অামলের একটা
প্রসাদ৷প্রায় অর্ধেকটা ধসে পড়েছে৷দেখে
মনে হচ্ছে পুরনো অামলের কোন জমিদার
বাড়ি৷কিন্তু এই জমিদার বাড়ির কথা কখনো
লোকমুখেও শুনিনি৷অামি ফোনটা বের করে
কয়েকটা ছবি তুলে নিলাম৷ফোনের স্কিনে
দেখলাম নেটওয়ার্ক নেই৷রাহি অামাদের দুজনকে
সতর্ক করে দিয়ে বললো মনে হচ্ছে এই
জায়গাটা অামাদের জন্য নিরাপদ না অামাদের খুব
সাবধানে প্রসাদের মধ্য প্রবেশ করতে হবে৷অামি
সিওর এই প্রসাদের মধ্য অামরা কিছু পাব৷..
জুঁই:-তুই এত সিওর হলি কিভাবে৷যেখানে অামরা কেউ
এই প্রসাদ সম্পকে কিছু জানিনা
রাহি:-মাথা নিচু করে মাটিতে দেখ তাহলে দেখতে
পারবি৷
অামি:-রাহি এটাত কোন মানুষকে টেনে নিয়ে যাওয়ার
দাগ৷অার দাগটা দেখে মনে হচ্ছে বেশিদিনের না৷
রাহি:-হ্যা এখানেই অামরা অামাদের গন্তব্যেতে
পৌঁছাতে পারবো৷জুঁই তোকে যে পানি অানতে
বলেছিলাম হুজুরের কাছ থেকে এনেছিস৷
জুঁই:-হ্যাঁ এনেছি৷
জুঁই ব্যাগ থেকে পানির বোতলটা বের করে রাহির
হাতে দিল৷রাহি পানির বোতলটা হাতে নিয়ে বললো
এখন প্রসাদের ভেতরে যেতে হবে৷রাহি অাগে
অাগে যেতে থাকলো অামরা দুজনে রাহির
পিছনে৷খুব সাহসী মেয়ে ছিলাম কিন্তু প্রসাদটার
সামনে এসে ভয়ে ঘামতে শুরু করেছি৷জুঁইয়ের
দিকে তাকিয়ে দেখলাম অামার মতোই ওরো একই
অবস্থা৷রাহি অাপন মনে হেঁটেই যাচ্ছে অামরা
দুজনে ওর পিছে পিছে হাঁটতে শুরু
করলাম৷প্রসাদের মধ্য ঢুকতেই বুকটা কেন যানি
ভয়ে ধরাস করে ওঠলো৷প্রসাদের মধ্যে
যেতেই অন্যরকম অনুভূতি হলো৷মনে হচ্ছে
একটা ঝাপসা গরম প্রসাদটা ভেতর থেকে
অাসতেছে সাথে বাজে গন্ধ৷অামি রাহিকে জিজ্ঞাসা
করলাম,,
অামি:-রাহি অামি যেরকম গন্ধ পাচ্ছি তুইও কি একই গন্ধ
পাচ্ছিস৷
রাহি:-হ্যা হয়তো পাশে কোন ইদুঁর মরে অাছে
হয়তো৷অার দুজনে সাবধানে পা ফেল৷প্রসাদের
ভেতরটা জঙ্গলি গাছে ভরে
গেছে৷অনেকগুলো রুম থাকলেও সবগুলোর
দরজায় তালা ঝুলানো৷তালাগুলোর গায়ে মরিচা ধরে
গেছে৷প্রসাদের কয়েকটা রুম পেরিয়ে
অারেকটু ভেতরে যেতেই লক্ষ্য করলাম একটা
দরজার নিচে রক্ত পড়ে অাছে৷রক্ত গুলো তিন
চারদিন অাগে হওয়ার জন্য শুকিয়ে গেছে৷তিনজনে
তিনজনের দিকে তাকালাম৷রুমের ভেতর থেকে
গোঙ্গানির অাওয়াজ অামাদের কানে এসে
পৌঁছালো৷রাহি পানির বোতল থেকে কিছু পানি
অামাদের দুজনের অার ওর গায়ে ছিঁটিয়ে নিল৷অামি
অবাক হয়ে প্রশ্ন করলাম কিরে পানি গায়ে ছিটিয়ে
নিলি কেনো,
রাহি:-এইটা কোন সাধারন পানি না৷ছিটিয়ে নিলাম এ কারনে
রুমে ভেতরে যদি অামাদের জন্য কোন বিপদ
থাকে তাহলে অামাদের কোন ক্ষতি করতে
পারবে না৷
তিনজনে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম৷ঢুকে
অামাদের গাঁ কাটা দিয়ে ওঠলো৷অামাদের গ্রামের
অাবুল,মতিউর ভাই সহ অারো দুজনকে বেঁধে
রেখেছে৷চারজনের অবস্থা খুবই খারাপ৷অামরা
তিনজনে চারজনের হাতের বাঁধন খুলে
মেঝেতে সুয়ে দিলাম৷রাহি বোতল থেকে পানি
বের করে চারজনের মুখে ছিটিয়ে দিল৷দেখলাম
মতিউর ভাইয়ের জ্ঞান ফিরেছে৷রাহি ধীরে
ধীরে মতিউর ভাইকে জিজ্ঞাসা করে বললো
মতিউর ভাই অামি রাহি কি হয়েছে তোমার সাথে অার
এখানে এসেছ কিভাবে অামাকে বলো৷
মতিউর ভাই অামতা অামতা করে বললো
একদিন অাগে অামাকে এখানে এনেছে৷অামি
কাওকে চিনি না কিছু বাদুর মানব অামাকে এখানে ধরে
অাটকে রেখেছে৷কিন্তু বাদুর মানবের মধ্য অামি
অামাদের গ্রামের মামুনের মত একজনকে
দেখেছি৷অামার অাগে এই তিনজনকে এখানে
এনেছে হয়তো এরা অামার থেকে বেশিকিছু
জানে৷অামি ব্যাগ থেকে কিছু খাবার বের করে
মতিউর ভাইকে দিলাম৷মতিউর ভাই ফিসফিস করে
অামাদের তিনজনকে বললো তোমারা এখানে
কিভাবে এসেছ৷তোমাদের তিনজনকেও কি ওরা
ধরে এনেছে৷
রাহি:-না অামাদের কেউ এখানে ধরে অানেনি৷অামরা
নিজেদের ইচ্ছায় এখানে এসেছি৷অার প্রথমত অামরা
বাদুরের দলকে শেষ করে দিতে এসেছি৷
মতিউর:-ওরা সংখ্যায় অনেক তোমরা তিনজন ওদের
শক্তির সাথে পেরে ওঠবেনা৷এখনো সন্ধ্যা
লাগেনি তোমরা পালাও নয়তো তোমাদের রক্ত
চুষে খাবে ওরা৷
অামি:-অামাদের জন্য চিন্তা করিও না৷বাকিদের জ্ঞান
ফিরলে তুমি ওদের নিয়ে জলদি এখান থেকে
চলে যাবে৷কথা বলতে বলতে দেখি বাকিদেরও
জ্ঞান ফিরেছে৷চারজনের মধ্য একজন বৃদ্ধও
ছিল৷অামি ওদের বললাম তোমাদের মধ্য কি এই রক্ত
চোষা বাদুরের সর্ম্পকে জানো৷অামার কথা শুনে
বৃদ্ধ লোকটি বললো অামি যানি এই প্রসাদ অার
বাদুরের রহস্যে৷
রাহি:-অাপনি কিছু যেনে থাকলে প্লিজ অামাদের
বলেন অামরা শেষ করে দিতে চাই ওদের৷
বৃদ্ধ:-এইটা প্রায় অনেকদিন অাগের কথা এই যে
প্রসাদটা দেখতেছ এইটা ছিল একটা প্রভাবশালি
জমিদারের৷অাশেপাশের অনেক গ্রামের
লোকদের এই জমিদার শাষন করতো৷জমিদার ছিল
অত্যাচারী৷সব মানুষেরা জমিদারকে ভয়
পেত৷জমিদারের অত্যাচারের মাএা দিন দিন বেড়ে
যায়৷

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ