__সাধনা__
__লেখা:-দোলা রহমান__
__পর্ব:-তিন__
অাড্ডা দিতে দিতে এক সময় মামুন ওর দাদুকে জিজ্ঞাসা করলো প্রসাদের বেপ্যারে৷প্রসাদের কথা শুনে দাদু থমকে গেলো৷অার কোন কথায় তিনি বললেন না শুধু অামাদের প্রসাদের কাছে যেতে বারন করে ওঠে চলে গেলো৷মামুনের দাদু ওঠে গেলে অামরা কয়েক জন বুদ্ধি করলাম অাজকে রাতে কাওকে কিছু না জানিয়ে অামরা প্রসাদে যাবো৷সবাই সম্মতি জানালো৷ঠিক করলাম কেউ ঘুমাবো না৷বাড়ির সবাই ঘুমে গেলেই অামরা রওনা দিব৷যদি জানতে পারে অামরা প্রসাদে যাচ্ছি তাহলে অামাদের অার যাইতে দিবে না৷যা করার সাবধানে করতে হবে৷প্রায় এগেরোটার দিকে অামরা চুপি চুপি বেরিয়ে পরলাম৷খালিদের হাতে দেখলাম প্ল্যানচেট করার জিনিসপএ৷গ্রামের শেষ মাথায় প্রসাদটা যাইতে একটু সময় লাগলো কিন্তু অামরা গিয়েও এক সমস্যায় পড়লাম৷প্রসাদের গেটে একটা বড় তালা ঝোলানো৷অামাদের কাছে চাবিও নেই৷অামাদের মধ্য কেউ কেউ অাজকে বাসায় ফিরে যেতে চাইলো৷কিন্তু খালিদ মানা করে দিল৷প্যান্টের পকেট থেকে একটা চাবির গোছা বের করে তালা খোলার চেষ্টা করতে লাগলো৷কিন্তু কোন চাবি দিয়ে তালা খোলা যাচ্ছে না৷অার মাএ একটা চাবি বাকি অার এটাই অামাদের শেষ ভরসা৷শেষ চাবিটা দিয়ে তালা খুলে গেলো৷অামরা একে একে সবাই প্রসাদের মধ্য প্রবেশ করলাম৷ভেতরে অনেক অন্ধকার থাকার কারনে অামি টর্চের অালোয় সুইচ খুঁজতে লাগলাম৷একটা সুইচ পেলেও কোন কাজে অাসলো না৷হয়তো অনেকদিন হয়ে যাওয়ার কারনে নষ্ট হয়ে গেছে৷শেষে অন্ধকারের মধ্যই অামরা প্রসাদের উপরের দিক উঠতে লাগলাম৷অন্ধকারে একটু ভয় ভয় করতে লাগলো৷খালিদ একটা মোমবাতি জ্বালিয়ে নিল৷মৃদ্যু অালোয় অামরা সিঁড়ি বেয়ে উপরে ওঠে যাচ্ছি৷প্রসাদটা যেন গোলক ধাঁধা৷অামরা উপরে ওঠে একটা রুমের দরজা খুললাম৷কিন্তু রুমের ভেতর থেকে একটা অদ্ভুদ গন্ধ অাসলো৷হয়তো অনেকদিন ধরে রুমটা বন্ধ থাকার কারনে এমন গন্ধ অাসতেছে৷অামরা রুমে ঢুকে রুমটা একটু পরিষ্কার করে নিলাম৷খালিদ অনেক কয়টা মোমবাতি জ্বালিয়ে নিল৷মোমবাতি জ্বলানোর জন্য পুরো ঘরটা অালোকিত হয়ে গেলো৷অামরা সবাই প্ল্যানচেটের জন্য রেডি হয়ে গেলাম৷অামাদের মধ্যে খালিদ ছাড়া কেউ প্ল্যানচেটের সর্ম্পকে জানে না৷খালিদ একটা গোল দাগ করে অামাদের গোল দাগের মধ্য থাকতে বলে মোমবাতির সামনে মন্ত্রপড়তে লাগলো৷অামরা চুপচাপ দেখে যাচ্ছি অামাদের মুখে কারো কথা নেই৷অজানা ভয় অামাদের গ্রাস করতেছে৷কিছুক্ষন পরে খালিদ অামাদের চোখ বন্ধ করে বলে কোন অবস্থাতে ভয় পাইতে নিষেধ করলো৷অামরা সবাই চোখ বন্ধ করলাম৷একটু পরে অামরা সবাই ধুপ ধুপ অাওয়াজ পেলাম৷তারকিছু পর ভয়ংকর অাওয়াজ পেলাম৷সবাই চোখ খুলে দেখলাম একটা জন্তুর মতো কিছু দাঁড়িয়ে অাছে অামাদের সামনে৷কিন্তু অামরা কেউ অাত্নাটার মুখ দেখতে পারলাম না৷অামরা সবাই ভয়ে অস্থির৷কেউ গোল দাগের বাইরে যাইনি৷অাত্নাটা অামাদের উপর অনেক বার অাক্রমন করতে অাসলেও বার বার ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে৷এভাবে চলার পর অাত্নাটা ফুঁ দিয়ে গোল দাগটা মিশে দিল৷খালিদ অাবারও মন্ত্র পড়ে দাগ দিল৷অাবারো অাত্নাটা ফুঁ দিয়ে মিশে দিয়ে অামাদের দিকে অাসতে লাগলো খালিদ অামাদের ওখান থেকে পালাতে বললো অামরা সবাই উঠে দৌড়াতে লাগলাম খালিদ রুম থেকে বেরিয়ে দরজা বাইরে থেকে লক করে দিল৷অামরা প্রসাদ থেকে বাইরে যাওয়ার জন্য দরজা খুঁজতে লাগলাম কিন্তু অনেক চেষ্টা করেও দরজা খুঁজে পেলাম না৷যে রুমে অাত্মাকে খালিদ বন্ধি করে রেখেছে ওই রুম থেকে দরজা ভাঙ্গার শব্দ পাচ্ছি৷বুঝলাম অাত্মাটা দরজা ভেঙ্গে ফেলেছে প্রায়৷অামাদের বাঁচতে হলে পালাতে হবে৷কিন্তু অামরা বেরুনোর পথ খুঁজে পাচ্ছি না৷সবাই উল্টো দিকে দৌড়াতে লাগলাম৷অামাদের মনে হলো অামাদের পিছে পিছে ধুপ ধুপ করে অাত্নাটা হেঁটে অাসতেছে৷অামরা অারো জোরে দৌড়াতে লাগলাম৷একসময় সবাই একটা স্টোলরুমে ঢুকে পড়লাম৷খালিদ দরজাটা বন্ধ করে দিয়েছে৷অনেক দৌঁড়ানোর কারনে হাঁপিয়ে গেছি৷কিছুক্ষন কোন সাড়াশব্দ নেই৷সবাই ভাবলাম হয়তো বেঁচে গেছি৷কিন্তু না সেই শব্দটা অাবারো দরজার বাইরে থেকে অাসতে লাগলো৷খেয়াল করলাম এই রুমের অারো একটা দরজা অাছে৷সবাই ভাবলাম এই দরজা দিয়ে পালাবো কিন্তু খালিদ অামাদের সবাই কে রুমের বাইরে যেতে বারন করলো৷এদিকে শব্দটা বেশি করে শোনা যাচ্ছে৷মামুন বলে ওঠলো তোমরা থাকলে থাকো অামি পিছনের দরজা দিয়ে চলে যাচ্ছি৷অামরা সবাই মানা করার পরও পেছনের দরজা খুলে মামুন দৌড় দিল৷অামরাও মামুনের পিছ দৌঁড়াতে লাগলাম৷অন্ধকারে মামুনকে দেখা যাচ্ছে না শুধু ওর দৌঁড়ানোর শব্দ শুনে ওর পিছে যাচ্ছি৷হঠাৎ করে অামরা চিৎকার শুনলাম৷অামি বললাম এটাতো মানুনের অাওয়াজ ওর কিছু হলো নাতো৷সবাই গিয়ে দাঁড়িয়ে পড়লাম৷অন্ধকারে কিছু দেখা যায় না৷জাকির একটা লাইটার জ্বালিয়ে দিল৷লাইটারের অালোয় দেখলাম অামাদের একপাশে মামুনের মাথা পড়ে অাছে৷অার অাত্নাটা ওর দেহ থেকে কলিজা বের করে হাতে ধরে অাছে৷এখানে অার থাকা ঠিক হবে না চলো সবাই বলে খালিদ দৌঁড়াতে লাগলো অামরা সবাই খালিদকে অনুসরন করে দৌঁড়াতে থাকলাম৷অন্ধকারে কোথায় যাচ্ছি কিছু বুঝতে পাচ্ছি না৷শুধু দৌঁড়ে যাচ্ছি৷এতক্ষন দৌঁড়ানোর পরও অামরা প্রসাদ থেকে বেরুনোর কোন রাস্তা পেলাম না
__সাধনা__
__লেখা:-দোলা রহমান__
__পর্ব:-চার(শেষ)__
অামাদের সবার মনে অস্থিরতা কাজ করে যাচ্ছে৷সবাই প্রসাদ থেকে বেরুনোর চেষ্টা করতেছি৷প্রিয় বন্ধুকে হারিয়ে ভেঙ্গে পড়েছি সবাই৷কিছুক্ষন পর অাবারো সেই শব্দটা অামরা পেলাম৷বুঝলাম অাত্নাটা অামাদের দিকে এগিয়ে অাসতেছে৷সবাই দৌড়াতে লাগলাম৷সামনে সিঁড়ি বেয়ে বেলকনি দিয়ে যাচ্ছি৷অামি খেয়াল করলাম অামাদের মধ্য রাব্বিনা নেই৷অামি সবাই কে থামতে বললাম৷জাকির কে বলে দিলাম অামাদের মধ্য রাব্বিনা নেই৷ও কোথায়৷সবাই খেয়াল করলো সত্যি রাব্বিনা অামাদের মধ্য নেই৷এতক্ষন কারো খেয়াল ছিল না৷অামরা অাবারো ফিরে যেতে লাগলাম৷সিঁড়ির কাছে গিয়ে দেখি রাব্বিনার দেহটা মাথা ছাড়া পড়ে অাছে৷অাবারো এক বন্ধুকে হারালাম৷অামি কাঁদতে কাঁদতে ওর দেহের কাছে বসে পড়লাম৷অামি সবাইকে বলে দিলাম অামাদের মরতেই হচ্ছে তাহলে দৌঁড়ে লাভ কি৷অামি এখান থেকে কোথাও যাব না৷খালিদ অামার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো সবাই কে পালাতে বললো এই জায়গাটা অামাদের জন্য নিরাপদ নয় তুমি এভাবে ভেঙ্গে পড়লে কিছুতেই অামরা এখান থেকে বের হতে পারবো না দৌঁড়াও দোলা বলে খালিদ অামার হাত ধরে যেতে থাকলো৷অামাদের মনে হলো একটু গেলেই সাদ পাবো কিন্তু সাদ থেকে তো অার কোথাও যাবার উপায় নেই৷পিছনেও ফিরে যেতে পারবো না৷অাত্নাটা অামাদের পিছনে পিছনে চলে অাসতেছে৷অামরা উপরের দিক উঠে গেলাম৷সাদে এসে জাকির সাদের দরজা লক করে দিল৷এখান থেকে অামাদের যাওয়ার অার কোন উপায় নেই৷অামাদের সামনে দুইটা রাস্তা খোলা অাছে হয় অামাদের সাদ থেকে লাফাতে হবে না হলে অাবার সিঁড়ি বেয়ে নিচে যেতে হবে৷দুইটার মধ্য কোনটাই করতে পারছিনা অামরা৷ঠায় দাঁড়িয়ে অাছি সাদের এক কোনায়৷অামি দেখলাম সাদের গাঁ ঘেষে একটা গাছ অাছে অামরা চাইলে গাছ বেয়ে নিচে নামতে পারবো৷অামি সবাই কে ডেকে বলে দিলাম অামাদের বাঁচতে হলে গাছ বেয়ে নামতে হবে৷এদিকে সাদের দরজা ভাঙ্গার অাওয়াজ অামাদের কানে অাসতেছে৷অামি ওদের বললাম কিন্তু অামি নিজে কোন দিন গাছে ওঠিনি৷অামার মতো জুঁই ও একা গাছ বেয়ে নামতে পারবে না৷সমস্যাটা বাঁধলো অামাদের দুজনকে নিয়ে৷খালিদ একটা বুদ্ধি বের করলো৷অামাকে খালিদ ওর কোমর শক্ত করে ধরতে বলে গাছ বেয়ে নামতে শুরু করে দিলো৷জাকির কে বলে দিল জুঁইকে নিয়ে নামতে৷অামরা গাছ বেয়ে নিচে নেমে অাসলাম৷কিন্তু জাকির অার জুঁই এতক্ষন নামছে না দেখে অাবার চিন্তায় পড়ে গেলাম৷দেখলাম দুজনে নেমে অাসতেছে৷ওদের দেখে শস্তি পেলাম৷জাকির নিচে নেমে বললো অল্পের জন্য অাত্নাটা ওদের ধরতে পারেনি৷অামি খেয়াল করলাম অামার হাত পা চিরে রক্ত বের হচ্ছে সম্ভবত গাছের থেকে অাঁচড় লেগেছে৷অামরা চারজনে মামুনের দাদুর বাড়ি উদ্দেশ্য হাঁটতে থাকলাম৷কিন্তু ওদের গিয়ে অামরা কি জবাব দিব৷মামুনের দাদু বাড়ির সামনে গিয়ে দেখলাম সবাই বাইরে বসে অাছে৷অামরা গিয়ে সব ঘটনা খুলে বললাম৷সবাই কান্নায় ভেঙ্গে পড়লো৷সকাল হতেই সবাই মিলে প্রসাদের দিকে গেলাম৷সকালের পরিষ্কার অালোয় অারেক বার দেখলাম মামুন অার রাব্বিনার দেহ৷লাশ দুটো এনে মাটি দেওয়া হলো৷তারপর এক তান্ত্রিক এর সাহায্য নিয়ে প্রসাদটা বন্ধ করে দেওয়া হলো৷তারপর থেকে কেউ অার ভুলেও প্রসাদের দিকে পা বাড়ায় না৷অামরা চলে অাসলাম মামুনের দাদু বাড়ি থেকে৷সবাই শপথ করলাম খেলার ছলে হলেও অার কখনো প্ল্যানচেট করবো না
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ