āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3090

গল্প- শত'বছরের পূরনো রাজবাড়ি!
.
#রেদুয়ান_আহমেদ (মিঃ ভূত)


.
.
অলস মস্তিস্ক সয়তানের কারখানা-
কথাটা ভুল কিছু না- আমার বেলা ও ঠিক তাই-সারাদিন মাথায় খালি সয়তানি বুদ্ধি ঘুরে....
একদিন আমি রাতে বই পড়া শেষে ভাবছি..  যে কি করা যায়-ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম কোন উপায় খুজে পেলাম না।
সকালে রাজকীয় ঘুম শেষ হতে না হতেই -
উঠানে অনেক মানুষের কথা শুনতে পাচ্ছি।
কাহানি কি দেখতে বাহিরে গেলাম দেখি মহিলাদের বাজার বসছে আমাদের বাসার সামনে - সেখানে আমার বাসার মহিলা মেম্বার রা ও উপস্তিত!
মা কে জিজ্ঞাস করলাম কি হয়েছে?
মা -তখন বললো :- পাশের বাসার রাকিব কে  নাকি রাতে পূরানো রাজবাড়িতে পাওয়া যায় অজ্ঞান অবস্তায়-
কথাটা শুনার পর গুলমেলে লাগলো।
#দালানের পরিচয়টা শুনুন-
দালান টা রাজা- রিশব কেন্দ্র শুভা-নাকি ভুবা নামের রাজার ছিল :-P প্রায় ৭ শত বছরের পূরানো রাজবাড়ি - সবাই বলে দালানে অনেক স্বর্ন-অলংকার-ধন দৌলত আছে-
শুধু পূর্নিমা রাতে তা দেখা যায়। 
আর একটা মেয়েকে সেখানে কি ভাষায় জানি গুন-গুন-গান করতে দেখা যায় আমার মনে হয় হিন্দি ভাষায় গান গায় মেয়েটা :-P
অনেকে আবার বলে মেয়েটা নাকি রাজার মেয়ে" আই মিন" রাজকন্যা"♥
কিন্তু কারো সাহস হয়না সেখানে যেতে-
আমি এই সব বিশ্বাস করতাম না - যদি সত্যি কিছু থাকতো তাহলে আমি নিজের জীবন বাজী  রেখে #রাজকুমারি কে ইভটিজিং করে  :-P  সেখান থেকে টাকা পয়সা সব নিয়ে আসতাম আর কয়েকদিনে মালদার হয়ে যেতাম -
এখন রাজবাড়ির কথা চিন্তা করতে করতে-
গেলাম রাকিবদের বাসায়।  রাকিব কে ও পেয়ে গেলাম- রাকিব কে জিজ্ঞেস করলাম -কাহিনী কি?
রাকিবের কাছে যা শুনলাম - শুনে তো মাথা আমার ১৮০" স্পিডে ঘুরা শুরু করলো-
যেটা আমি বিশ্বাস করি নি সেটা সত্যি আছে!! রাকিব আবার জিজ্ঞেস করলাম:-
-কিন্তু তুই অজ্ঞান হলি কেন?
- আরে শুন টাকা পয়সা সব নিলাম চলে আসবো সেই  মূহুর্তে সামনে দেখি কে যেন উপরুপ সুন্দরি দারিয়ে আছে চাঁদের আলোই সুন্দর্য যেন আরো বাড়িয়ে দিল-
চুল গুলো ছেরে দিয়ে সাদা একটা গোল লং জামা পরে দারিয়ে আছে- মনে ভাবলাম টাকা পয়সা যখন নিলাম বউটা ও নিয়ে নেই :-P
এই ভেবে ভেবে..
মেয়েটাকে দেখতে এগুলাম এত সুন্দর মেয়ে কে?

সামনে গিয়ে মুখ দেখেই আমি জ্ঞান হারালাম!
- বলিস কি?  এত ভয়ানক চেহারা?
- আরে না.. এত সুন্দর মেয়ে আর কোনদিন দেখি নাই  তাই বড়ড়ড় ক্রাশ খেয়ে মাটিতে লুটিয়ে পরলাম-
আমার আর টাকা পয়সা আনা হল না -
- হ্লা কস কি? -
- হুম।
.
রাকিবের কথা শুনে আমার প্রেমের বাশিঁ বেজে উঠলো মনে হয়-
আমি ওখানে যাবো 'ই  যাবো আমার পেয়ারি লাল রাজকুমারির কাছে-
নাহ্ রাজকুমারির কথা শুনার পর আমি আর কোনকিছু মন দিয়ে করতে পারছি না।  মনে হয় রাজকুমারি আমার মনটা চুরি করে নিয়ে গেছে।
খাইতে- বসতে -শুইতে কোন শান্তি পাচ্ছি না।
রাজকুমারির কথা শুনার পর থেকে আমি যেন আর নিজের ভিতরে নাই রোমিও হয়ে গেছি মনে হয়-
.
মন স্তীর করলাম আজ রাতে ই যাবো ঠিক ১১ টায় - যে ভাবা সে কাজ-
খাওয়া শেষ করে -
হাতে লাইট নিয়ে বের হলাম- সাথে ব্যাগ ও নিলাম শত হলেও রাজকুমারি থাকে তো সাথে করে নিয়ে আসবো কিন্তু তার খরচ- টরচ সামলাতে যদি হিমসিম খাই তাই কিছু স্বর্ন- টর্ন আনবো সাথে করে!
যাক সব রেডি বের হয়ে পরলাম -
যদিও আমি একটু ভিতু টাইপের কিন্তু আজ রাতে আমার কেন জানি ভয় লাগছে না।
এক হাতে টর্চ- অন্য হাতে ব্যাগ -
মুখে একটা লাল গোলাপ♥
শত হলেও প্রথম প্রেমের প্রস্তাব দিবো গোলাপ না থাকলে কি হয়?
.
ডুকে পরলাম পূরানো ভাংগা ছুরা রাজপ্রাসাদে  ভাবতেই অবাক লাগছে মেরি জানু এতদিন ধরে এমন জাগায় আছে।
জানু আমি তুমাকে নিতে আসছি কাহা হে তুম?
বলতে বলতে এগুতে লাগলাম -
ওমা সামনে এত স্বর্ন -রুপা-জহরত- দেখে তো আমার চোখ পায়ে নেমে আসলো :-P
সরি চোখ আমার কপালে উঠলো- এত ধন'সম্পদ আমার? ভাবতেই আনন্দে বুকটা নিচে উঠচে- তাই ভাবলাম আগে একটু মন ভরে নিচে নেই - টাকা পয়সা তো নিতেই পারবো- তাই মোবাইল থেকে ফুল সাউন্ডে→  মে তেরা রোমিও তো মেরা জুলিয়ে♥  - গানটা ছেরে নাচা শুরু করলাম- হঠাৎ করে মোবাইল এর গান  বন্ধ হয়ে গেল।
কি বেপার মোবাইল এর কি হল? দেখে তো মনে হচ্ছে সবটিকঠাক আছে গান বন্ধ হল কেন?
এই আমার ভিতরে ভয় ডুকে গেল-
হঠাৎ করে  গুন-গুন করে গান শুনতে পারছি... বুঝতে বাকি রইলো না যে ওটা কে!
বেশ বুঝতে পারছি যে রাজকুমারি গুন গুন করছে কেমন জানি ভয়ানক শব্দে পরিণত হচ্ছে রাজকুমারির গান - এদিকে রাজকুমারির জন্য যে ভালোবাসা প্রকাশ করছিলাম বাড়িতে তা যেন নিমিষে পালিয়ে গেল।
হঠাৎ করে ছুটলো এলোমেলো বাতাস- এ কি কান্ড?
ভয় দেখি জাপটে ধরছে আমাকে!
হঠাৎ ভয়ংকর হাসি  শুনতে পারছি-
এত ভয়ংকর লাগছে যে মনে হচ্ছে আমার ঘাড় মটকে খাচ্ছে আর রাজকুমারি বললে ভুল হবে( ভূতকুমারি ) হাসছে-
এতক্ষনে বুঝতে পারছি যে রাকিব্বা আমার সাথে ঠাকটা করেছে -
এখন বুঝতে পারছি রাকিব কেন অজ্ঞান হইসে। - আমার ও খেয়াল ই ছিল না যে আমি আত্নার সামনে সম্মখিন হতে যাচ্ছি।

আল্লাহ্ আল্লাহ্ করতে করতে আমি খাহিল হইয়া গেসি।  এদিকে ভূতকুমারি তার লিলা খেলা বন্ধ করার কোন উপায় দেখছি না-
হঠাৎ আমার সামনে রাজকুমারি(ভূতকুমারি) কোথায় থেকে উদয় হলো - ভয়ে আমি মা-বাবা কে সমানে ডাকা শুরু করলাম-
কিন্তু কোন কাজ হচ্ছে না -
এবার প্রথম আমি কোন ভূতের আত্নার সামনে দারিয়ে আছি।
ভূত টা আমার থেকে প্রায় ৫ হাত ধুরে মাথা নিচু করে চুলগুলো গুলিস্তানের পাগলির মত করে দারিয়ে আছে।
হঠাৎ রাজকুমারির প্রশ্ন করলো:-
- তুমি কি বিবাহীত?
- ভয়ে ভয়ে কাদু কাদু ভাবে  আমি বললাম
জ্বি না আমি আনম্যারিড!
(মনে বলছি আমার মত কিউট ছেলে  দেখে রাজকুমারির মাথা ঘুরে গেছে মনে হয় তাই জিজ্ঞেস করছে আমি বিয়ে করছি কি না)
- ওও খুব ভালো তাহলে তো সুবিদা!
ভূতের কথা শুনে ভয় যেন পালিয়ে গেল-
ওরা আবার এত ভালো বাংলা বলে কিভাবে? তা ছারা গুন গুন কইরা গান গাইলো হিন্দিতে এখন বলছে বাংলা- আর এখন দেখছি আমাকে রেগিং শুরু করে দিছে।  কিছু খটকা লাগলো-
আমি কিছুটা সাহসী হয়ে গেলাম।
বুক ফুলিয়ে...
আবার উল্টা ভূত কে ধমক দিয়ে জিজ্ঞেস করলাম-
- আচ্ছা কিসের ভালো হ্যা সুন্দর সুন্দর ছেলে দেখলেই মন চাই ঝুলে পরার জন্য?
ভূত রা ও এমন করে জানতাম না ছি ছি!!!
অমনি ভূতু রাজকুমারি বললো-:
-তুই বিয়ে করেচিস কিনা জানলাম এই কারণে তোকে যদি এখন মেরে ফেলি তোর বউ বাচ্চার কি হবে? তাই আগে জিজ্ঞেস করে নিলাম তুই ম্যারিড না আর ম্যারিড!
কথাটা শুনার পর রাজকুমারির পায়ে  লুটিয়ে পরলাম। আর রাজকুমারির পায়ে ধরে মিথ্যা আত্ননাত শুরু করলাম এমন করে :-  আমি বিবাহীত, দু" মাস হলো আমি বিয়ে করছি আমার তিনটা ছেলে মেয়ে আছে আফা বিশ্বাস না করলে আমার সাথে বাড়িতে চলুন দেখতে পারবেন আমার সন্তান গুলা কেমনে আমারে আব্বু আব্বু বলে ডাবে-  প্লীজ ভূত বইন ছেরে দেন আমারে।
আমি আর কোনদির আসবো না-- প্লীজ আমার বাচ্চার দোহাই আমারে কিছু কইরেন না-
রাজকন্যা:- আমরা ভূত বলে কি কোন কান্ড জ্ঞান নাই মনে করছস?
দু মাস হলো বিয়ে করছিস এর মধ্যে তিনবাচ্চার বাপ হস কেমনে?
বলে ই গলাটিপ দিয়ে ধরে  টাসটুসটাসটুস থাফরানি শুরু করলো -
যখন দ্বিতীয়বারের মত চোখ খুল্লাম -
তখন বাড়িতে আর ঘর বড়া মানুষ-
রাতে দালানের পাস দিয়ে রহিম চাচা যাচ্ছিলেন তখন আমার চিল্লানির আওয়াজ শুনে সবাইকে নিয়ে পৌছায় সেখানে আর বেহুস অবস্তায় পায় আমাকে!
আমার ঘাল হাত ভুলিয়ে দেখি এখন ফুলে আছে যাক বাবা খুব জুরে বেচে গেলাম-
আর ভাবছি রাতে কথাটা গুছিয়ে বলতে পারলেই মনে হয় মার খেতে হতো না।
-

আবার দেখা হবে অন্য এক কাহিনীতে!!

সমাপ্তি

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ