আজ কেনো জানি পুরোনো দিন গুলোর কথা মনে হচ্ছে বিষেশত সীমুর কথা। আর এই মন খারাপ থাকার কারনে বেলকোনি তে বসে সিগারেট খাচ্ছি। আর আকশের দিকে তাকিয়ে আছি। আর ভাবছি জীবনটা এতো কঠিন কেনো। আমি সিগারেট খাওয়া বেশকিছুদিন ছেড়ে দিয়েছিলাম। কিন্তু যার জন্য ছেড়ে দিয়েছিলাম সেই আমাকে ছড়ে গেছে তাই আমি আবার সিগারেট কে ধরেছি। আমি যখন এইসব ভাবছিলাম ঠিক ওই সময় একটা ফোন আসে কিন্তু আননোন নাম্বার হওয়ায় প্রথম বার রিসিভ করি না বাট দ্বীতিয় বার ফোন করায় রিসিভ করি। আর সাথে সাথে মেয়ে কন্ঠে ওইপাশ থেকে
সীমু: কেমন আছো...?
আমি: কে বলছেন..
: আমি বলছি...
: আমি টা কে....?
: তুমি আমাকে চিনতে পারছো না.....!!?
: নাম না বললে চিনবো কি ভাবে.....!
: তুমি আমার কন্ঠটাও ভূলে গেছো....!! এতো কথা বলেছি আমরা আমি বিশ্বাস করি না তুমি আমাকে চিনতে পারোনি.....তুমি আমার উপর রাগের কারনে এইসব বলছো তাই না....!
: কথা বললেই কি মানুষ চেনা যায়। ভালোবাসি বললেই কি ভালোবাসা যায়....! আর রাগের কি আছে.....
: এতোদিন পর কথা হচ্ছে তুমি আজও এমন করে কথা বলবে..তুমি আজও আমাকে ক্ষমা করতে পারোনি তাইনা.....!!
: আমার জীবন টাইতো অনেক কঠিন তাহলে সহজ করে কথা বলবো কি করে....ক্ষমাটা আসলো কোথা থেকে.....!?
:আমি কত বড় অপরাধ করেছি তা শুধু আমি জানি। যার জ্বালায় এখনো জ্বলে পুরে মরছি। কেমন আছো....?
: মনে কর ডানা কাটা পাখির মতো যার ইচ্ছা হলেও উড়ার ক্ষমতা নেই।
: এখনো জেগে আছো ঘুমোও নাই কেনো.......?
: ঘুম...! ঘুম যার কাছ থেকে কিনতাম সেতো মারা গেছে..... আর ঘুমাতে হয় না.....
: হ্যা আমি তো মরেই গেছি কি করছিলে এতো রাতে........!!?
:বেলকোনিতে বসে সিগারেট খাচ্ছি.......
: তুমি আবার সিগারেট ধরেছো। সিগারেট ছাড়ার জন্য আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে.....
: আরে বোকা আমি কিছুই ভুলি নি। ওই হাত টি আমাকে অনেক কথা দিয়ে ছিলো ও আমার অনেক কথা রাখে নি। আর আমি মাত্র একটি কথা রাখিনি।
: আমি কেমন আছি সে কথা জিঙ্গাসা করলে না....
:আশা করি ভালোই আছো...! ভালো থাকার জন্যই তো আমার কাছে থেকে দূরে চলে গেছো....
: হ্যা অনেক ভালো আছি আমি.... এতটা ভালো আছি যা তুমি কল্পনাও করতে পারবে না......
:হ্যা ভালো বেসে বিয়ে করেছো ভালো থাকার ই কথা......!
:তুমি আমাকে কখনো বুঝলে না। আমি কিসের জন্য তোমার কাছে থেকে দূরে চলে এসেছি তা শুধু আমি জানি।
:জানি কেনো আমার কাছ থেকে দূরে চলেগিয়ে ছিলে বুঝি এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে।
যাকে পাগলের মতো ভালোবাসতাম তাকে বুঝবো না।
: আজকে কত তারিখ তোমার মনে আছে.....?
: দিন তারিখ মনে রেখে কি হবে......!?
: আজ সেইদিন...... ৫ বছর আগে এই দিনে তুমি আমাকে ভালো বাসি কথাটা বলেছিলে...তুমি সেইদিন টাও ভুলে গেছো..
: মানুষ মানুষকে ভূলে যায় নিজেই নিজেকে ভুলে গেছি। আবার দিন তারিখ মনে রাখবো কি করে....!!!
:তুমি মিথ্যা বলতেছো আমি তোমাকে চিনি খুব ভালো করে চিনি। তুমি কিছুই ভুলে যাওনি । ভালো বেসেছিলা এখনো ভালো বাসি শুধু পরিস্থতি দূরে যেতে বাধ্য করেছে। তুমি শুধু শুধু আমায় ভুল বুঝছো আমি যানি আমি অপরাধ করেছি। কিন্তু আমার কিছুই করার ছিলো না।আমার বিয়ে করাটা জরুরি ছিলো আর তুমি ওই মূহুর্তে আমায় বিয়ে করতে পারতে না।
:তুমি তো আমাকে একটি বারের জন্য বলতে পারতে.....! . আমার মনের কথা যদি বুঝতে পারতে তাহলে মরে গেলেও আমাকে ছেড়ে যেতে না।
:পারলে ক্ষমা করে দিও.... তুমি আমার জন্য কতটা কষ্টপাও তা হয়তো আমি জানি না। কিন্তু আমি এখনো তোমার জন্য কষ্ট পাই। ভালো থেকো...!...
: তোমাকে ভালো বেসে জীবনে সব কিছু হারিয়েছি। তোমার দেয়া স্বপ্ন,তোমার দেয় আশা আর আমার ভাবা স্বপ্ন। তখন ও চেয়েছি ভালো থেকো এখনো চাই ভালো থাকো। যার কাছে তুমি সুখ দেখেছো তাকে সুখি করো। তবে একটি কথা তখনো বলেছি আজও বলছি আমার মতো ভালো তোমাকে কেউ বাসতে পারবে না...........!!!!!!!!??
Written by : Rahat Ahmed (নীল কাব্য)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ