āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3066

___তোমাকে ছাড়া বাঁচবোনা বলা কতজন লোক "তোমাকে" না পেয়ে মরে গেছে? ভালবাসা কিনা জিবনে একবারই আসে। তাহলে মানুষ একাধীক বার সম্পর্কে জড়ায় কি ভাবে?
হাতে গোনা কিছু মানুষ ছাড়া সবাইতো জিবনে প্রেমে জড়ায়। কিন্তু সেই প্রেমকে বিয়েতে রূপ দিতে পারে ক'জনে? তাই বলে কি তারা আজন্ম অবিবাহিত থেকে যায়? নাকি নতুন কাউকে বিয়ে করে তাকে ভালবাসা থেকে বিরত থাকে?

আমার দুর সম্পর্কের এক কাকি প্রশ্ন করেছিলো কাকাকে-আমি যদি কখনো মরে যাই,তুমি কি আবার বিয়ে করবে?
উত্তরে কাকা বলেছিলো-অসম্ভব।
একদিন ঠিকই প্রসব ব্যাথার সময় সেই কাকি মারা যায়। কাকার আর্তনাদে সেদিন পাথরও কেঁদেছিলো। কাকির মৃত্যুর ১৫ দিন না যেতে সেই কাকা পূনরায় বিয়ে করলেন। যে ঘরে বর্তমানে তিন সন্তান।

যেটা বলতে চাচ্ছিলাম,জিবনটা একজনের কাছে জিম্মি কিংবা তার মাঝেই সীমাবদ্ধ নয়। প্রয়োজনের তাগিদে হোক আর আবেগের তাড়নায় হোক, ভালবাসা জাগ্রত হতে পারে যে কারো প্রতি যে কোনো মুহুর্তে। কারন,মানুষ একা থাকতে পারেনা আর ভালবাসা ছাড়া বাঁচতে পারেনা।।

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ