āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§Ģ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3050

,,,,,গল্পঃ #ঘুমহীন_মানব
.
.
আজো সকালের নাস্তা না খেয়েই অফিসে যেতে হলো নাসিমকে। একে তো অফিসে এক গাদা কাজের চাপ তার উপর সকাল সকাল খালি পেটে থাকা। বিয়ের আগের জীবন এবং পরের জীবনের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছে না নাসিম। বিয়ের আগে তাকে সকাল এবং দুপুরের খাবার হোটেলে খেতে হতো এবং বিয়ের পরেও সকাল এবং দুপুরের খাবার হোটেল থেকে কিনে খেতে হচ্ছে। যে সমস্যার জন্য তার বিয়ে করা সেই সমস্যা তো দূর হলোই না সাথে নতুন এক সমস্যা দেখা দিলো তার জীবনে।
.
পরিবারের চাপে এবং নিজের খাবারের অসুবিধার কারণে নুসরাতকে বিয়ে করেছিলো নাসিম। বিয়ের রাতেই নাসিম অনেকটা বুঝেছিলো যে এই বিয়ে তার কপালে শুক্র না শনি নিয়ে আসবে। বিয়ের দু দিন পর থেকেই তার এই ধারনা সঠিক হতে লাগলো। বাসার সব কাজ কর্ম ছেড়ে নুসরাত শুধুই ঘুম পাড়ে। সকালে ঘুম,দুপুরে ঘুম,রাতে ঘুম। শুধু ঘুম আর ঘুম মাঝে মাঝে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নেয়, খাওয়া শেষ হলে আবার ঘুম দেয়। নুসরাতের এতো ঘুম নাসিমকে সত্যিই অনেকটা অস্বস্তিতে ফেলে দিয়েছে না পারছে কিছু করতে না পারছে সহ্য করতে।
.
অনেক ভাবার পর নাসিম আজ সিদ্ধান্ত নেয় নুসরাতকে ঘুম বিষয়ে কিছু বলবে এবং বউ হিসেবে স্বামীর প্রতি দ্বায়িত্বের কথা মনে করিয়ে দেবে।
.
নাসিমঃ আচ্ছা তুমি যে এতো ঘুম পারো তুমি কি জানো এতে তোমার শরীরের কতো ক্ষতি হচ্ছে।
.
নুসরাতঃ মোটেও না, ঘুম পাড়লে শরীরের কোনো ক্ষতি হয়না বরংচো আরো ভালো হয়।
.
নাসিমঃ শরীর ভালো করে যদি সেই শরীরকে কাজেই না লাগাতে পারো তা হলে শরীর এতো ভালো করে কি লাভ?? জানি এটা তোমার একটা বদ অভ্যাসে পরিনত হয়েছে, তোমার পক্ষে এটা থেকে বের হয়ে আসা অনেক কঠিন, কিন্তু অসম্ভব কিছু না। তুমি চাইলেই এটা থেকে বের হতে পারো,এই পৃথিবীতে না ঘুমিয়েও বছরের পর বছর বেঁচে থাকার রেকর্ড আছে সেখানে তুমি তো তোমার ঘুমকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনবা।
.
নুসরাতঃ বলো কি!!!! আমি তো জানি একটা মানুষ টানা ১০ দিন না ঘুমালে তার পক্ষ্যে বেঁচে থাকা অসম্ভব, আর সেখানে বছরের পর বছর না ঘুমিয়ে বেঁচে আছে কিভাবে সম্ভব!!! কে সেই মানুষ?????
.
নাসিমঃ বছরের পর বছর না ঘুমিয়ে ইতিহাসের পাতায় নাম
লিখে গেছেন পল কেরন নামে এক
হাঙ্গেরিয়ান সৈনিক। তিনি সম্পূর্ণ
না ঘুমিয়েই বেঁচে ছিলেন অনেক
বছর। প্রথম বিশ্বযুদ্ধে হাঙ্গেরিয়ার
সাহসী সৈনিকদের মধ্যে একজন
ছিলেন তিনি।
তবে যুদ্ধচলাকালীন সময় দুর্ঘটনাবশত
মাথায় বন্দুকের গুলি লাগে তার ।
সরাসরি মস্তিষ্কের ফ্রন্টাল
লোবে আঘাত পান তিনি ।
যা পরবর্তীতে তাকে ঘুমহীন মানব
বানিয়ে ফেলে । তবে একদিন দু'দিন
নয়, বহু বছর না ঘুমিয়েই বেঁচে ছিলেন
তিনি! ভাগ্যের
পরিপোষণে বন্দুকের
গুলিতে মৃত্যুপথযাত্রী পল কেরন একসময়
সুস্থ হয়ে উঠেন, কিন্তু
পরবর্তীতে তিনি সুস্থ হয়ে উঠলেও
বিধাতার নির্মম
পরিহাসে তিনি আর কখনোই
ঘুমাতে পারেননি, কখনোই না!
তুমি শুনলে আরো অবাক হবা যে,
তিনি না ঘুমিয়ে শুধুমাত্র ১ বছর
না রীতিমত দীর্ঘ ৪০ বছর সুস্থ দেহেই
বেঁচে ছিলেন ! তিনি ঘুমানোর
বদলে শুধুমাত্র শুয়ে চোখ বন্ধ করে রেস্ট
নিতেন । সেডাটিভ, ড্রাগ কোনকিছুই
তাকে ঘুম পাড়াতে পারতো না...!
এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও,
এমনই একটি অদ্ভুত সত্য ঘটনার
সাক্ষী হয়ে আছেন পল কেরন !
এমনকি আধুনিক বিশ্বেও তার এই
বিষয়টি এখনো শরীর বিজ্ঞান
তথা মেডিকেল হিস্টোরিতে রহস্য
হয়ে আছে ।
.
নুসরাতঃ হায়! হায়! কি শুনালে এইসব। না ঘুমিয়ে ৪০ বছর,আহারে কি কষ্টই না পেয়েছিলো বেচারাটা। আচ্ছা এই ঘটনাটি তুমি কিভাবে জানলা??
.
নাসিমঃ তোমার কাছে তো কষ্ট লাগবেই কিন্তু ওর কাছে এটাই স্বাভাবিক অভ্যাসে পরিনত হয়েছিলো। পল কেরনের এই ঘটনা যদিও
একসময়
ইতিহাসে হারিয়ে গিয়েছিল,
কিন্তু পরে এই ঘটনাটি মানুষের
কাছে পুনরায় পরিচিত হয়ে উঠে 'The
Dime' নামক একটি ইন্ডি ব্যান্ডের
গাওয়া 'Paul Kern can't sleep' নামক
একটি গানের মাধ্যমে!! আস্তে আস্তে পলের এই ঘটনাটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তবে এখনো অনেক মানুষরই পলের এই অদ্ভুত ঘটনাটি অজানা রয়েছে। তোমাকে এই কাহিনীটা বলার উদ্দেশ্য হলো মানুষ ঘুমের জন্য বেঁচে থাকে না বরংচো বেঁচে থাকার জন্য ঘুমায়। আর তুমি আগে কি ছিলে তা আমি জানি না তবে তোমার এখন একটাই পরিচয় তা হলো তুমি একজনের স্ত্রী। স্বামী হিসেবে তোমার প্রতি আমার যেমন কিছু দায়িত্ব রয়েছে ঠিক তেমনি স্ত্রী হিসেবে আমার প্রতি তোমারও কিছু দায়িত্ব রয়েছে। তাই এখন থেকে আমি চাই তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করো। সংসারে সুখ তখনি আসবে যখন স্বামী-স্ত্রীর মাঝে ভালোবাসা অফুরন্ত হবে। আর এই অফুন্ত ভালোবাসা তৈরীর জন্য আমাদের একে-অন্যকে বেশী বেশী করে সময় দিতে হবে। আমি আমার পক্ষ্য থেকে সর্বোচ্চ চেষ্টা করবো,আশা করি তুমিও আমাকে সমান ভাবে সাপোর্ট দিবা।
.
নুসরাতঃ তোমার ভালোবাসা আমার সাথে থাকলে ইনশাল্লাহ আমি আমার এই বদ অভ্যাসটা ত্যাগ করে তোমার প্রতি আমার দায়িত্ব সম্পূর্নভাবে পালন করতে পারবো।শুধু আজীবন এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আমি পারবো, দেখো ঠিক পারবো।
.
হ্যাঁ,নাসিমের ভালোবাসা সত্যিই নুসরাতকে পাল্টে দিয়েছে। নুসরাত এখন আর আগের মতো ঘুমকাতুরে না,সবসময় সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকে সে। ব্যস্ত না থেকে উপায় আছে এখন যে তার দায়িত্ব আরো বেড়ে গেছে কারণ সে এখন একজন মা। সবচেয়ে বড় কথা নাসিমকে এখন আর না খেয়ে অফিসে যেতে হয়না। নাসিম ঘুমের মধ্যে থাকতেই নুসরাত তার সকালের খাবার রেডি করে ফেলে।বিয়ে করে ভুল না বরংচো সঠিক সিদ্ধান্তই নিয়েছে প্রতিদিন অফিস যাওয়ার সময় নাসিমের মনে এখন এই কথাটাই প্রথমে আসে।
.
লেখকঃ  #ShahaRier_Nasim_Sweet.

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ