লেখা:Kuasha
,
__এই যে আপনার চকলেট
__হুম দেন
__আমার টাকা টা??
টাকা কথা বলার পর জ্যোতি এমন ভাবে আমার দিকে
তাকালো যেন আমি একটা আজব প্রাণি,,,,
__কিসের টাকা??
__না মানে,,,
__কি এত মানে মানে করছেন??
__এই যে চকলেট এর টাকা টা
__কি বললে,,,, এই ছেলে তুমার লজ্জা করে না
একটা নিরিহ মেয়ের কাছ থেকে টাকা চাইতে?? হুম
(য়ে কি নিরিহ বুযাই জাইতেছে,,,মনে মনে বললাম)
__আচ্চা থাক লাগবে না
__এ তো ভাল ছেলে
বাস আমাদের গন্তব্য এ এসে পড়েছে,,,,
আমার একটা কাজ আছে এক বন্ধুর বাসায় তাই আমি
বাসায় না যেয়ে আগে ওই খানে গেলাম,,,আমি বাস
থেকে যাওয়ার সময় দেখলাম মেয়েটি আমার
দিকে তাকিয়ে মুচকি মুচকি হাস্তেছে
আমি তো অবাক,,,,আবার ভাবি পাগল মনে হয়
মেয়েটা,,, আহ কি বেচারা,,,,
কাজ শেষ করে বাসায় আসলাম,,,,,বাসায় আসার পর,,,,,
বাসার কলিং বেল বাজালাম
ঘরের দরজা খুলার সাথে সাথে তো
আমি 1000 ডিগ্রি শকট খাইলাম
__কি বেপার ঘরে আসবেন নাকি দরজা লাগিয়ে দিব??
(হৃদয়)
__হুম আসতেছি
__হুম আসুন
__মা ও মা
__কিরে কি হয়েছে বল
__ভাল আছো???
__এতদিন খারাপ ছিলাম এখন থেকে ভাল থাকবো
__কেন কেন??
__জ্যোতি এসে গেছে তো তাই
মেয়েটা দেখি মায়ের কথা শুনে হাসতে লাগলো
__তা এই পাগল মেয়েটা কে??
__ওই কি বললি আমি পাগল??(জ্যোতি)
__মা দেখো আমাকে মারছে,,,,
__মারবেই তো পাগল বললে
(মা)
__ও তাহলে পাগলি বলতে হবে??
__মাঅাঅাঅাঅাঅা
__কি হইছে??(মা)
__আমারে কামড় দিছে
__ওরে কিছু বলিস না তাহলেই ও কিছু বলবে না
__আচ্ছা বলো ও কে???
__ও আমার বান্ধবির মেয়ে,,,,
__ওও আচ্ছা,,
আমি ওই খান থেকে প্রস্থান করে,,,,, আমার রুমে
গেলাম,,,
__আজ থেকে এই রুম অগছালো থাকলে চলবে
না,,,,,
__কি বললেন??
__যা বলেছি শুনেন নি??
__হুম কিন্তু এটা তো আমার ঘর
__কিন্তু কাল থেকে এটা আমার ও ঘর হবে,,,,
__ঠিক বুজলাম না
__আপনার মাকে যেয়ে প্রশ্ন করেন
__মা জ্যোতি কি বলে??
__আরে ও কি বলে আমি কিভাবে জানবো??(মা)
__ও বলে কাল থেকে নাকি আমার ঘর টা ওর ঘর
হয়ে যাবে,,
__হুম ঠিক য়ি তো বলেছে
__কি ঠিক বলেছে
__বিয়ে করলে তো এক সাথেই থাকবি
__কার বিয়ে কিসের বিয়ে??
(আমি ভয়ে কাপতে লাগলাম বিয়ের কথা শুনে)
__জ্যোতির বিয়ে
__জ্যোতির বিয়ের সাথে আমার ঘরের সম্পর্কক কি??
__তুই কি গাধা??
__কেন আমি কি গাধার মতো দেখতে??
__না গাধার মত কথা বলছ
__তাই নাকি আগে তো জানতাম
__মা রেগে গিয়ে বললো এখন তো জানলি
__তা আমি কি এমন গাধার মত কথা বললাম???
__তোর বউ কি তোর সাথে থাকবে না??
__কার বউ??
__তোর বউ
__আমি বিয়ে করলাম কবে
__করছ নাই করবি
__কাকে করবো
__কেন
__কি বললে মা,,,নাঅাঅাঅাাা এটা হতে পারে না
__কেন হতে পারে না??
__আমি এমন দাজ্জাল মাইয়া কে বিয়ে করতে
পারবো না
__ওই কি বললি তুই??(জ্যোতি)
(আমার গলা চেপে ধরলো,,, মেরেই ফেলবে
এমন ভাব)
__না কিছু বলি নি
__আমি আপনাকে বিয়ে করতে পারবো না
__ওই পোলা কেন বিয়ে করতে পারবি না বল
__আপনি তো সারাদিন চকলেট খান,,, তাই
__আমি চকলেট খেলে তুমার সমস্যা কি??
__আমার ই তো বড় সমস্যা
__কি সমস্যা
__আপনি আমার টাকা খরচ করবেন চকলেট খেয়ে
তাই
__বেশ হইছে খরচ করবো..
__তাহলে বিয়ে করবো কিভাবে??
__বিয়ে করতে হবে ব্যাস করতে হবে
__ঠিক আছে,,,,,,,
(ভয়ে ভয়ে রাজি হলাম,,, না হলে আল্লাহই জানেন কি
করবে এই মেয়ে)
মার কাছে গেলাম
__মা তুমি হঠাৎ করে আমার বিয়ে ঠিক করলে কেন??
__তোকে ২ বছর যাবত বলছি বিয়ে করিস না তাই
তোকে না জানিয়েই আমি আর তোর বাবা বিয়ে
ঠিক করেছি,,,,,,,,
__মা এভাবে আমাকে বলি দিতে পারলে
__ওই তুই কি গরু নাকি??আমি তোকে বলি দিব??
__গরুর থেকে কম কিসের///???
__যা তো এখান থেকে সব মেহমান আসবে,,,,
ঘ্যানর ঘ্যানর করিস না তো,,,
__
__
__
চলে আসলাম মায়ের কাছ থেকে
জানি এখন কিছু বললে লাভ হবে না,,,,,,,
ঘুম থেকে উঠলাম একটু পরেই বললো
__কিরে এখনো রেডি হোস নাই বিয়ে করবি
কখোন,,,তোর বাবা তো ডাকছে
__(তাহলে বাবাকে বলো বিয়ে করতে)
মনে মনে বললাম
__কিরে কিছু বললি??
__না কিছু বলি নাই
__হুম তাহলে রেডি হ,,
_হুম হচ্ছি
বিয়ে শেষ,,,বন্ধুরা আমার বাসর
ঘরে ডুকিয়ে চলে গেলো,,,
আমি ভয়ে ভয়ে ডুকলাম
__কি এত দেরি হলো কেন??
__না এমনি
__কোন এমনি এমনি কিছু আর মানবো না এখন
থেকে,,,,,,,তাড়াতাড়ি ঘরে আসতে হবে ব্যাস,,,,
__আচ্ছা ঠিক আছে
__হুম এখন বলো আমার জন্য চকলেট আনছো
__(আমি তো যেন আকাশ থেকে পড়লাম কথা
শুনে) না মানে
__কি মানে মানে করছো??
আনছো কিনা বলো
__না আনি নাই
__ওই তুই চকলেট আনছ নাই কেন??
__না আনলে হয় না??
__না আনলে আজকে তোরে সারারাত কানে
ধরিয়ে দাড় করিয়ে রাখবো,,,
__এখন চকলেট কই পাবো??
__আমি জানি না যেখান থেকে পারো নিয়ে আস,,
__আচ্ছা
ওনেক ঘুরে ঘুরে এত রাতে দোকান একটা খুলা
পেলাম,,,,আর চকলেট কিনে ঘরে ডুকলাম
__এই নেও
__হুম দেও
_
কি সুন্দর করে চকলেট খাচ্ছে,,,একটু দিচ্ছে ও না
__কি হলো এভাবে তাকিয়ে আছ কেন??? আমার
পেট খারাপ করবে তাকিয়ে থাকলে,,,
__তুমি এইটা বলতে পারলা??
__হুম বলতে পারছি,,,
_অ্যা,,এএএএএ
__হুম হ্যা,,,এইবার ঘুমিয়ে পড়
__কি বলো এসব
__ওই যা বলছি কর
__হুম করছি,,,,
(মানুষ বাসর ঘরে বউ এর সাথে গল্প করে আর
আমার বউ বাসর রাতে বসে বসে চকলেট খাচ্ছে আর আমি
মন খারাপ বসে রইলাম জ্যোতি চকলেট খাচ্ছে আর বলছে এখনো ঘুমাওনি
হুম ঘুমাচ্ছি আল্লাহই যানে সমনের দিন গুলায় কি আছে আমার কপালে
সমাপ্ত,
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§Ģ āĻ āĻ্āĻোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3049
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Ēā§Š PM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ