শুক্রবারে রাস্তায় জ্যাম থাকেনা। তাই আগে না বের হয়ে সময় মতই বের হল সবুজ। একটা রিক্সা ডাকলো। গার্লফ্রেন্ড সুমার সঙ্গে আজ ষ্টার সিনে প্লেক্সে একটা রোমান্টিক মুভি দেখবে।
.
রিক্সাটা ধীরে ধীরে চলছে। সবুজ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময়ও বেশী নেই.! সবুজ রিক্সাওয়ালা চাচাকে রিক্সাটা একটু স্পীডে চালাতে বললো। সবুজ খেয়াল করলো চাচা আপ্রাণ চেষ্টা করছে রিক্সাটা জোরে চালাতে, কিন্তু পারছে না। বয়ষ্ক মানুষ তো!
.
সবুজ বুঝতে পারলো রিক্সা এইভাবে চলতে থাকলে আজ আর মুভি দেখা হবেনা। এমন সময় সুমার কল আসলো...
-- সবুজ তুমি এখন কোথায়..?
--এইতো রিক্সায়। আসছি.. একটু ওয়েট করো।
.
সবুজ মনে মনে ভাবলো রিক্সা চেঞ্জ করতে হবে। তা না হলে সময়মতো পৌছানো যাবেনা। চাচাকে পুরো ভাড়াটা মিটিয়ে আরেকটা রিক্সা ডাকতে যাবে এমন সময় সবুজ দেখলো রিক্সাওয়ালা চাচা মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে! সবুজ দৌড়ে চাচার কাছে গেল। গিয়ে দেখলো হুশ আছে কিন্তু জ্বরে গা পুড়ে যাচ্ছে.!
.
সবুজ চাচাকে ধরে উঠিয়ে বললো..
-- আপনার গায়ে তো প্রচুর জ্বর, এই অবস্থায় রিক্সা নিয়ে বের হয়েছেন কেন?
-- বাপরে.. রিক্সা না চালাইলে খামু কি.?
.
কথা বলতে কষ্ট হচ্ছে চাচার। সবুজ বললো...
-- আপনার বাসা কোথায়? চলুন আপনাকে পৌছে দিয়ে আসি..!?
-- না বাপ লাগবোনা, আমি যাইতে পারুম।
-- আপনিতো দাড়াতেই পারছেননা যাবেন কেমনে..? আপনার ঘরে কে কে আছে?
-- ছেলে পুলে নাই, তিনডা মাইয়া আর বউ।
.
এমন সময় আবার সুমার কল আসলো, সবুজ সুমাকে জানিয়ে দিল আজ মুভি দেখা হবেনা, একটা সমস্যা হইছে, পরে সব বলবো। সুমাকে বাসায় ফিরে যেতে বললো। সুমা একথা শুনে রেগে ফোনটা রেখে দিলো..!
.
এমন সময় রিক্সাওয়ালা চাচা বললো...
-- বাবা আপনি চইলা যান, আমার কথা ভাবতে অইবনা।
-- না চাচা, এটা হতে পারেনা। আজ যদি আমার বাবার এমন অবস্থা হতো আমিকি তাকে ফেলে রেখে যেতে পারতাম..!?
.
তারপর সবুজ চাচাকে ধরে রিক্সায় বসালো এবং বললো...
-- আপনি শক্ত হয়ে বসে থাকেন, আমি রিক্সা চালাচ্ছি...
.
এই বলে সত্যি সত্যিই সবুজ রিক্সা চালাতে শুরু করলো। চাচা অবাক হয়ে সববুজকে বললো...
-- কি করতাছেন আপনি!
-- চাচা ভয় পাইয়েননা, আমার রিক্সা চালানোর অভ্যাস আছে।
.
সবুজ রিক্সা চালাচ্ছে আর বলছে...
-- চাচা আমিও গরীব ঘরের সন্তান। আমি যখন বিএ পাশ করে বেকার ছিলাম। চাকরির জন্য যখন সারা ঢাকার শহর ঘুরে বেড়াতাম, তখন নিজের খরচ চালানোর জন্য প্রতিদিন রাত্রে রিক্সা চালাতাম। এখন না হয় আল্লাহর রহমতে ভাল একটা চাকরি করি। চাচা, এখনকার যুগে টাকা না থাকলে প্রেম ভালোবাসাও হয়না। আমি যখন বেকার ছিলাম, কই তখনতো আমাকে কোনো মেয়ে পছন্দ করেনি! ভালোও বাসেনি! আজ ভাল চাকরি করছি, ভাল জামা কাপড় পরছি, তাই সবার নজরেও পরছি। আসলে চাচা তখন সবাই আমার ওপরের পোষাকটাকেই দেখতো। আমার ভিতরের মানুষটাকে কেউ দেখতোনা। আমি মনেকরি আজ প্রেমিকার সাথে মুভি দেখার চেয়ে আপনাকে সাহায্য করাটা আমার কাছে অনেক বড়।
.
সবুজের কথা শুনার পর চাচা বললো...
-- আপনের মতো সন্তান যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো.! আইজকার কথা আমি কনোদিনও ভুলুমনা। যতদিন বাইচাঁ থাকুম নামাজ পইড়া আপনের লাইগা দুয়া করুম।
.
সবুজ চাচাকে বাসা পর্যন্ত দিয়ে আসলো এবং কিছু ঔষধ কিনে দিল। আর চাচাকে সবুজের ভিজিটিং কার্ড দিয়ে বললো, যেকোনো সমস্যা হলে যোগাযোগ করতে। তারপর বিদায় নিয়ে চলে এলো।
.
রাতে সুমার সাথে সবসবুজের হলো ফোনে। সবকিছু খুলে বলার পরেও সুমা সবুজকে ভুল বুঝলো। সুমা সবুজকে খুব কর্কশ কন্ঠে বললো...
-- আমার থেকে তোমার কাছে রিক্সাওয়ালা বড় হয়ে গেল..!?
-- হ্যা ঐ মুহুর্তে আমার তাই মনে হয়েছে।
.
সুমা রেগে গিয়ে বললো...
-- তুমি আর আমার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করবেনা।
.
সবুজ স্বাভাবিক ভাবেই তার উত্তর দিলো...
-- তোমাকে ধন্যবাদ জানাই এইজন্য যে এই কথাটা আমার বলতে হলোনা। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কেননা আজকে রিক্সাওয়ালা চাচার সঙ্গে সময় না কাটালে তোমার আসল মুভমেন্টটা জানতে পারতামনা। বাই.. ভাল থেকো।
.
ফোনটা রেখে দিয়ে সবুজ একা একা হাসছে! আবার দুচোখ অশ্রুতে টলটল করছে!
.
আজ সবুজের ভাল লাগছে একজন অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে..। কষ্ট হচ্ছে এই ভেবে যে, সুমা সবুজের মনটাকে বুঝতে পারলোনা..!
.
অনেক রাত হয়ে গেছে। সবুজ বারান্দায় বসে আকাশের দিকে চেয়ে আছে..! আকাশে অনেক তারা। নেই শুধু সবুজের সুখতারা।
.
হেডফোনটা কানে লাগানোই ছিল। মোবাইলে একটা অডিও গান প্লে করলো... "সে তারা ভরা রাতে, আমি পারিনি বোঝাতে, তোমাকে আমার মনের ব্যথা। তুমিতো বলেছ শুধু তোমার সুখের কথা..."
(সমাপ্ত)
•••
"দুঃখির ব্যথা দুঃখীই বুঝে"
.
✍Ramzan Khondaker (স্লিপলেস বার্ড)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§Ģ āĻ āĻ্āĻোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3048
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Ēā§§ PM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ