গল্প #ধাক্কা_অতপর_বিয়ে
<<<Onik Hasan (পড়া চোর)>>>
মা: শুভ আর কতো ঘুমাবি? সকাল 8.30 টা বাজে।
শুভ: কি? 8.30 টা বাজে! আজ তো আমার ভার্সিটিতে ক্লাশ আছে।মা তুমি কেনো আমাকে ডাক দাওনি?
মা: তোকে কখন থেকে ডাকছি, শুনলি না। আমার কি দোষ?
শুভ: মা তুমি তারাতারি নাস্তা খেতে দাও।
মা: আগে তো ফ্রেস হয়ে আয়। তারপর খেতে দিচ্ছি।
শুভ: ওহ মা! আমিতো টেনশনে ফ্রেস ভুলেই গেছি। আচ্ছা আমি ফ্রেস হয়ে আসছি।
---আচ্ছা।
খাবার টেবিলে,,,
----বাবা শুভ,তোকে একটা কথা বলি?
----মা,একটা কেনো হাজারটা বলো।
-----আমার বাসাতে একা একা থাকতে ভালো লাগে না। তুই যদি রাজি থাকিস তাহলে তোর বিয়েটা দিতে চাই।
-------মা, আমি এখন সবেমাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। পড়া তো শেষ করলাম না।এখন বিয়ে করে বৌকে খাওয়াব কি?
সেটা তোর চিন্তা করতে হবে না। আমি তো আছি। তোর আব্বুকেও বলছি। তোর আব্বুও রাজি।
----মা, আমি এখন বিয়ে করতে পারবো না।
----তোকে বিয়ে করতেই হবে।
----আমি বিয়ে না করলে কি জোর করে বিয়ে দিবে?
--তাই দিবো।
---- মা,যতই চেষ্টা করো আমাকে এখন বিয়ে দিতে পারবে না।দরকার হয় বাসায় থেকে পালিয়ে যাব। কিন্তু এখন বিয়ে করছি না।
আমি অতসব বুঝি না।তোকে বিয়ে করতেই হবে।কাল বিকেলে একটা মেয়ে দেখতে যাব। তোকেও সাথে যেতে হবে।
--যাব না।
-কাল তোকে সঙ্গে করে নিয়ে যাব।
---আর ভালো লাগে না। ""রাফিকে ফোন করতে হবে"" (মনে মনে)
হ্যালো,রাফি কোথায় তুই?(আমি) একটা বিশাল বিপদে পরছি।
রফি:-আমি ভার্সিটিতে। তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। কি হয়েছে তোর?
- ফোনে বলা যাবে না। 10 মিনিট দেরি কর আমি আসছি।
আচ্ছা।
কি এমন জরুরী কথা যা ফোনে বলা গেলো না। (রাফি)
---মা বলেছে আমাকে নাকি বিয়ে দিবে। ভাবছিলাম প্রেম করে বিয়ে করবো।কিন্তু প্রেম করা মনে হয় নাই।
-ভালোই হলো। অনেক দিন বিয়ের দাওয়াত খাওয়া হয় নাই। তা মনে হয় দাওয়াত খাওয়ার সময় এসেছে। তবে যেখানেই বিয়ে করিস, দেখিস ভাবির যেন বোন থাকে।
----- আমি বিপদে আছি আর তোর চিন্তা কবে আমার বিয়ের দাওয়াত খাবি।
- আমি কিন্তু তোর বিয়ের পক্ষে।
---- দেখ রাফি এখন কিন্তু মজা করার সময় না।
আমার কি যে আনন্দ লাগছে! তোর বিয়ে।
--- আমি বাসায় গেলাম।
--- ক্লাস করবি না।
----- না রে।ভালো লাগছে না।""বিপদের সময় রামি বন্ধুরাও মজা করে।""(মনে মনে)
রাস্তায় আনমনে হাটছি। এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। ওমনি মেয়েটা তার বিবিসি সংবাদ শুরু করলো।এইযে মিষ্টার চোঁখ কি মাথায় আছে?দেখে চলতে পারেন না? নাকি মেয়ে দেখলে ধাক্কা মারার অভ্যাস আছে।
যদি আবার কোনো মেয়েকে ধাক্কা মারতে দেখেছি তাহলে আপনার চোঁখ তুলে নেবো।
কথাগুলো বলে হনহন করে চলে গেলো।
আমি কিছুই বলতেও পারলাম না।
এমনিতেই মনটা খারাপ তার উপর আবার মেয়েটা অনেক কথা শুনিয়ে গেলো।
আসলে যখন হতভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়।
তবে মেয়েটা দেখতে অনেক সুন্দরি। যে কেউ প্রেমে পড়ে যাবে।
হাটতে হাটতে বাসায় চলে আসছি।
................
মা:- এত তারাতরি চলে এলি যে?
----- ভালো লাগলো না তাই চলে আসছি।
আসার সময়ের ঘটনা থেকে কিছুক্ষণ মুক্তি পেতে ঘুমানোর বিকল্প আর কিছু নেই।
বিকেলে মার ডাকে ঘুম ভাংলো।
ফোনটা হাতে নিয়ে দেখি প্রায় সকল হারামী বন্ধু গুলো কল করেছে।
যাকেই ফোন করি সেই বলে দোস্ত বিয়ের দাওয়াতটা যেনো পাই!
বুঝেছি, এইসব রাফির কাজ।
রাফিকে ফোন দেই।
হ্যালো, রাফি তুই সবাইকে কি বলেছিস?
--- আমি তেমন কিছু বলি নাই। শুধু বলছি তুই বিয়ে করবি।
-----ভাল করেছিস। তবে এর চেয়ে ভালো হতো যদি তুই এলাকায় মাইক নিয়ে বলতিস।
পরদিন বিকেলে,
মা:- শুভ তারাতারি রেডি হও বাবা। তোর আব্বু কখন থেকে বসে আছে।--- এইতো চলে আসছি।বাসার নিচে এসে দেখি আম্মু আব্বু তৈরী। কি আর করবো।গুরুজনের সাথে যাচ্ছি বিয়ের জন্য মেয়ে দেখতে।
কত আশা ছিলো প্রেম করে বিয়ে করবো।
তা আর মনে হয় হলো না।এতদিন ধরে আমি একটা প্রেমও করতে পারলাম না। নিজের কাছে লজ্জা লাগছে।এইগুলো ভাবতে ভাবতে আমার হবু শশুর বাড়ি চলে আসছি।
বাহ! বাড়িটা তো অনেক সুন্দর। কিন্তু আমার হবু বউ কোথায়?তাকে তো দেখছি না। (মনে মনে)
বাসার গিয়ে কলিংবেল চাপলাম। এতজন ইয়া মোটা টাকলু লোক দরজা খুললো।উনি আমাদের ভেতরে যেতে বললো।মা বললো এইটা তোর হবু শশুর।
এইটা যদি শশুর হয় তাহলে আমার বউ কেমন হবে ভাবতেও পারছি না। যদি এইরকম মোটা হয় তাহলে এখান থেকে পালিয়ে যাব। অনেক আগ্রহ ও ভয় নিয়ে বসে আছি মেয়ে দেখার জন্য। আমার অপেক্ষার পালা শেষ করে মেয়ে এসেছে। কিন্তু একি? এটা মেয়ে না ময়দার বস্তা। মাকে বললাম এইটা তোমার বৌমা হবে?আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না।এর চেয়ে মরে যাওয়া ভালো।
মা:- এটা তো মেয়ের বান্ধবি।
ওহ! বাঁচলাম।
সামনে আমার হবু শশুর শাশুরি বসে আছে।
একটু পর রুমে একটা সুন্দরী মেয়ে আসলো।মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে? মেয়েটা এসে সালাম দিল। মা মেয়েটাকে অনেক কিছু জিজ্ঞসা করলো।মেয়েটা অনেক সুন্দর ভাবে সকল প্রশ্নের উওর দিল।আমার এই প্রথম কোনো মেয়েকে ভালো লাগলো।ওহ!আপনাদের তো বলা হয়নি মেয়েটার নাম কণা।
আমার হবু শাশুরি কণাকে বললো শুভকে নিয়ে ছাদে যা।
কি আর করবো কণার পিছু পিছু ছাদে আসলাম।এইবার কণাকে ভালোভাবে দেখতে পারলাম।আমার তো মেয়েদের সাথে কথা বলার অভ্যাস নাই। তাই কিভাবে যে কথা শুরু করি বুঝতে পারছি না।
কণা ই প্রথমে বললো এই আপনার সমস্যা কি? সোজা আমার বাসায় চলে এসেছেন?
---- আপনি কি বলতে চান? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না।
----- রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিয়ে এখন আসছেন আমাকে বিয়ে করতে? আপনার সাহস তো কম না?
---- তাই তো বলি কেনো তোমাকে এতো চেনা চেনা লাগে?তাহলে তুমি সেই ধাক্কাওয়ালি।
আমাকে ধাক্কাওয়ালি বলছেন কেনো?
---ভালো লাগছে তাই বলছি।
----মানে?
----তোমাকে আমার পছন্দ হয়েছে।বিয়ে তোমাকেই করবো।
---- কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না।
--------- কেনো?
আপনি মেয়েদের বিরক্ত করেন।
----- আমি মেয়েদের বিরক্ত করি এই কথা কেউ বিশ্বাস করবে না।
তাহলে কেনো আমাকে সেদিন ধাক্কা মারলেন?
----কণাকে সেদিনের কথা খুলে বলি।
------আসলে আমি না বুঝে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। কিছু মনে করবেন না।
----একটা শর্তে।
- কি?আমাকে তোমার বিয়ে করতে হবে।
আপনাকে বিয়ে করবো?আয়নায় কখনো নিজের চেহারাটা দেখেছেন?
----ওরে আমার বিশ্ব সুন্দরি!তুমি মনে হয় সুন্দরি প্রতিযোগিতায় প্রথম হয়েছো?
----- আপনাকে তুমি বলার অধিকার কে দিয়েছে?
---- বা রে,কিছু দিন পর তোমাকে বিয়ে করবো। তাই আগের থেকে তুমি বলার চেষ্টা করছি।
----- আচ্ছা আপনি এতো বেহায়া কেনো?
----তোমাকে বিয়ে করার জন্য তো বেহায়া হয়েছি।আমাকে বেহায়া না বলে তুমি বলো। আমার শুনতে ভালো লাগবে।
তুমি বলতে আমার বয়েই গেছে।
---এখন যা ইচ্ছা বলো।কিন্তু বিয়ের পর বলতেই হবে।
আচ্ছা আপনি কি পাগল হয়ে গেছেন?
----হ্যা। তোমাকে দেখার পর থেকে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি।আমাকে বিয়ে করে আমার এই পাগলের অবস্থা থেকে মুক্ত করো।
আমি কোনো পাগলকে বিয়ে করতে পারবো না।
তুমি আমার সাথে থাকলে আমি ঠিকই ভালো হয়ে যাবো।
নিচে চলুন।সবাই অপেক্ষা করছে।
নিচে আসার পর,
মা:-মেয়ে তোর পছন্দ হয়েছে?
----হয়েছে।আমি এই মেয়েকেই বিয়ে করবো।
----আলহামদুলিল্লাহ। বেয়াই সাহেব, আপনাদের মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তাহলে বিয়ের কথা বলি।আগামি মাসের 2 তারিখ কেমন হয়?
ভালই হয়।
আচ্ছা বেয়াই সাহেব,আজ তাহলে আসি।
আচ্ছা।বাসায় আসার পর,
মা:-তোর কি এমন হলো যে হঠাৎ মত পরিবর্তন করলি?
--মা,বাস ট্রেন মিস করলে আবার পাবো।কিন্তু এই মেয়েকে হাতছাড়া করলে একে আর পাবো না।তাই ভাবলাম বিয়েটা করাই ভালো।
হা হা হা হা! (মা)
রাতে আমার হবু বউকে ফোন দিছি।
--হ্যালো জান কেমন আছো?
কে আপনি?আমাকে জান বলেছেন কেন?
এতো তারাতারি নিজের হবু বরকে ভুলে গেলে?আপনি আমার নাম্বার কোথায় পেলেন?আম্মুর কাছ থেকে। হবু বউয়ের সাথে বুঝি কথাও বলা যাবে না?
বিয়ের আগে কথা বলা যাবে না।
কেনো?
আমাকে যদি ভালোবাসেন তাহলে বিয়ের আগে ফোনে কথা বলা যাবে না।
আচ্ছা বলবো না।কিন্তু বিয়ে আমাকেই করতে হবে।
আচ্ছা।
বউ গুড নাইট।বাই।
গুড নাইট।বাই।
টু টু টু.....
.
.
তাহলে বিয়ে করবি?(রাফি)
--হুমম।
তোকে কি বলছি মনে আছে তো?
--আছে,কিন্তু তোর কপাল খারাপ। আমার কোনো শালিকা নেই।তবে তোর জন্য আমার বউয়ের বান্দবি আছে। ঠিক তোর মতো মোটা। ভালোই হবে।
আমি এমন মেয়ে চাই না।
আচ্ছা।
আবশেষে অনেক ঝামেলার মধ্যে দিয়ে বিয়েটা সম্পন্ন হলো।
বিয়ের পর বাসর ঘরে,,
এই তুমি আমাকে এতোদিন ফোন দাওনি কেনো?(কণা)
--তুমিতো বারণ করলে।
আমি তো এমনি বলছিলাম।আর তুমি ফোন দিলে না। এই তোমার ভালোবাসা?
মেয়েদের মন কখন কি চায় সেটা তারা নিজেরাওজানে না (মনে মনে)
এই কিছু বলছো না যে?
--এখন যদি কিছু বলি তাহলে ঝগড়া লেগে যাবে। অন্য কিছু বলতে হবে (মনে মনে)। সরি ভুল হয়েছে।
আচ্ছা হয়েছে।আর সরি বলতে হবে না।আমি এখন ঘুমাবো।
--আচ্ছা।
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
--বললাম না আমরা ঘুমাবো।তাও এসেছেন।আপনারাও ঘুমান।
-
-
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§Ģ āĻ āĻ্āĻোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3045
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Šā§Ž PM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ