মেঘ বালিকা
তিন মাস পর দেখা করতে যাবে নিরব, এতোদিন শুধু ফেসবুক এ কথা হত মেঘ বালিকার সাথে, কিন্তু আজ সামনা সামনি কথা হবে, হাতে হাত ধরে হাটবে, বসে অনেকহ্মন কথা বলবে, ফুচকা খাবে,
এসব প্লান আগে থেকেই করে রেখেছে, নিরব।
তাই সকাল থেকে তিনবার ফ্রেসওয়াস দিয়ে মুখ ধুয়ে মুখের প্রায় অর্ধেক টা তুলে ফেলেছে নিরব, আর বারবার আয়নার সামনে যাচ্ছে সে, আর ফর্সা হবার ক্রিম মাখছে মুখে, আসলে মেয়েরা স্মাট ছেলেদেরই বেশি পছন্দ করে, সে চেষ্টাই করছে, নিরব একটু স্মাট হবার, আসলে নিরব সে রকম স্মাট না, ভদ্র ও শান্ত প্রকৃতির ছেলে, এ রকম ছেলেদের দ্বারা মেয়ে পটানো সম্ভব না।তারপর ও নিরবের একটা ফেন্ড আছে ফেসবুকে।যারা কেউ কাউকে দেখে নি, তাই সামনা সামনি দেখা করবে, পারলে প্রপোজ করবে, কিন্তু নিরব যে সেটা পারবে না সেটা নিরব জানে, তারপর সে যাওয়ার জন্য প্রস্তুত। অব্শ্য একটা মেয়ে তার পিছে অনেক দিন ধরেই পরে আছে। আমাদের ফ্লাট এর নিচ তলায় থাকে।দেখতে সুন্দর ভদ্র, শান্ত টাইপের মেয়ে, কিন্তু সে ফেসবুকে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে তার প্রেমে পরে গেছে, তাই আর নীলাকে হ্যা বলতে পারছে না। আসলে নিরব জানে নিলা তার সাথে প্রেম করতে চায়, কিন্তু মুখে বলে না! প্রতিদিন নিরব কলেজে যাওয়ার সময় মেয়েটা তার সাথে সাথে বের হবে, কিছুদূর তার সাথে হাটবে, আবার মধ্যে রাস্তায় দাড়িয়ে বলবে, আচ্ছা প্রতিদিন আপনে আমার পিছে পিছে আসেন কেন? কিছু বলার থাকলে বলতে পারেন? কিন্তু বোকা ছেলেটার কিছুই বলার নেই তাই, আমি তো কলেজে যাচ্ছিলাম, আপনে তো আমার সামনে সামনে হাটেন,,, তো আমি কি করব? বোকা ছেলেটা এরকম কথা শুনে নীলা মেজাজ টা গরম করে চলে যাবে !প্রতিদিনের মতো আজ নিলা বের হচ্ছে, উদ্দেশ্য কলেজে যাওয়া নয়,ফেসবুকের বন্ধু নিস্তব্ধ হৃদয় নামের ছেলেটা সাথে দেখা দেখা করা, আসলে নীলার দেখা করার মন নেই তারপর ও যাচ্ছে, কারন সে কথা দিয়েছে, যেতে তো হবেই।
নীলা বাসা থেকে বের হয়ে মদন টার জন্য অপেক্ষা করছে, তার উপর রাগ থাকলেও এটা তার প্রতিদিনের রুটিন, এক সাথে গিয়ে তার উপর ঝাড়ি নেওয়া! কিন্তু আজ তাকে দেখা যাচ্ছে না, নীলা বার বার উকি দিয়ে দেখছে, কিন্তু, আজ তার কোন খোজ নেই, আবার রাগ হচ্ছে নীলার, ( কিছু কিছু মেয়ে আছে যারা অল্পতেই রেগে যায়, যাদের মধ্যে নীলাও পরে)
নীলা এবার মন স্থির করে ফেলেছে, এবার না আসলে সে চলে যাবে? এবার উকি দিতেই নীলার চোখ তালগাছ! এটা কি সেই মদন,???
একটা কালো ন্যারো করা প্যান্ট, লাল টকটকে বডি ফিটিং টিশার্ট, চোখে, সাদা মোটা ফ্রেমের চশমা বাদে কালো গ্লাস!!,একদম হিরো হয়ে বের হয়ে আসতেছে?? কাছে আসতেই নীলা ঠিক পেলো গায়ে মোটা করে বডি র্স্পে মেরেছে, যেটার গন্ধে নীলার দম বন্ধ হয়ে যাচ্ছে,
নিরব হাটছে, নীলাও কিছুটা পিছে পিছে গিয়েও থমকে দারায়।আজ না হয় নাইবা বিরক্ত করলাম, যাচ্ছে যাক সুধু সুধু তাকে বিরক্ত করে লাভ কি, সে হয়তো অন্য কাউকে ভালোবাসে তা না হলে আমার ভালোবাসা সে বুঝতো, এসব চিন্তা করতেই নীলার মন টা খুব বেশি খারাপ হয়ে গেল, নিরব চলে যাচ্ছে, আর নীলা তাকিয়ে দেখছে, যতদূর দেখা যায়? হয়ত ছেলেটা আজ বড্ড বাচা বেচে গেছে তাই হয়তো একবার ও পিছু ফিরে তাকায় নি।
নীলার মন টা আরো বেশি খারাপ হয়ে গেল,চোখের কোনে দুফোটা অশ্রু জমা হয়ে গেছে, নিরবের এরকম আচরন দেখে, পৃথিবীতে এ রকম মানুষ আছে যারা অনেক বেশি সার্থপর হয়, যেমন নিরব???
নীলাও গুটিগুটি পায়ে হাটতে হাটতে, এক সময় রিকশা নিয়ে সেই পার্ক টা তে চলে যায়, যেখানে সেই ফেসবুকের হৃদয় এর আসার কথা,
নীলা পার্ক টাতে বসে আছে, তার কিছুটা সামনেই বসে মোবাইল টিপছে নিরব, হয়তো তাকে খেয়াল করে নি, করবেই বা কিভাবে,
সে তো অন্য এক জনের জন্য অপেক্ষা করছে,
এদিকে নীলার চোখ বেয়ে পানি পড়ার অনেক চেষ্টা করছে, যেটা নীলা অনেক জোর করে আটকিয়ে রাখছে, মনে হচ্ছে দৌরে পালিয়ে যাই,! কারণ নিরব কে অন্য মেয়ে সাথে দেখার ক্ষমতা আমার নেই, সেটা আমি কিছুতেই মানতে পারব না? এতোদিন তো আমার এমন মনে হয় নি, যে তাকে ছারা আমি বাচবো না, তবে আজ কেন এমন হচ্ছে, আজ কেন নিজেকে এতো একা মনে হচ্ছে, মনে হচ্ছে আমি একদিকে আর পৃথিবী অন্যদিকে, ???? হয়ত এর উওর নিজের ও জানা নেই।
একটা ছেলে কতটা প্রেমে পরলে, আশেপাশের মানূষ কে ভুলে যায়। অন্যদিকে তাকাতে ভুলে যায়?? ভাবতেই চোখ বেয়ে দুফোটা অশ্রু গড়িয়ে পরল গাল বেয়ে, এটা হয়তো কেউ দেখবে না, কারন মুছে দেওয়া মত কেউ নেই? আমি যে একা বড্ড একা। একজন কে ভালোবেশে ছিলাম সেও অন্য কারো জন্য অপেক্ষা করছে!
না এখানে থাকা আর সম্ভব না, চলে যাবো দূরে অনেক দূরে, রয়ে যাবে, না বলা কথা আর অনেক ভালোবাসা, যেটা হয়তো সে জানবে না কখনো জানবে না!!
মোবাইল এর ডাটা টা অন করলাম, ছেলেটা কে মানা করার জন্য, কারন আজকে আর মনটা ভালো নেই, খুব খারাপ,,, ফেসবুক এ ঢুকতেই দেখলাম অনেক গুলো ম্যাসেজ,
কই তুমি,,,,,,
অনেক্ষন অপেক্ষা করছি,,,,
তারাতারি এসো,,,,,???
ছেলেটা এখনো অপেক্ষা করছে,,,,এখনো একটিভ আছে, ঘন্টা খানেক আগে থেকে ম্যাসেজ দিচ্ছে!
আমি এবার ম্যাসেজ দিলাম,
আমি আজকে আসতে পারব না অন্যদিন দেখা করব, একটু প্রবলেম হয়ছে তো, সরি, ফ্রেন্ড!
,,রিপ্লে,,,,
না তোমাকে আজকেই আসতে হবে? এক ঘন্টা ওয়েট করছি, পারলে আরো এক ঘন্টা অপেক্ষা করব, তাও তোমাকে আসতে হবে, না হলে আমি এখান থেকে যাব না???
রিপ্লে না দিয়ে, পার্ক থেকে বের হয়ে আসতেছি,
(থাকুক এক সময় ঠিক চলে যাবে)
আবার ম্যাসেজ, -কি হলো আসবা না????
এবার ভাবলাম কে সেই ব্যক্তিটা যে আমায় দেখার জন্য এতটা পাগল, তাই অনিচ্ছা থাকা সত্তেও মেসেজ দিলাম,
আচ্ছা তুমি কি কালার এর জামা পরে আছ???
রিপ্লে আসল,, লাল টি শার্ট,,,,, আচ্ছা তুমি কি কালারের জামা পরে আসবে?
মেসেজ টা দেখে বুকের মধ্যে ধক করে উঠল হার্টবিট টা বেড়ে গেল,কারন গাধাটাও তো লাল জামা পরে সামনেই বসে আছে!
তারাতারি আবার মেসেজ দিলাম,,,,
আচ্ছা কোথায় তুমি???
এই তো আম গাছটার নিচে বসে আছি,,, তারাতারি এসো,,
এবার মেসেজ টা দেখে আমি পুরো থমকে গেছি,,
ওটা তো নিরব, যে আম গাছের নিচে বসে আছে,
এবার মেসেজ দিলাম, একটু পিছনে আসো তো
(শিওর হওয়ার জন্য)
ওকে,,,,
দেখলাম সে গ্লাস টা পরে, আমার দিকেই আসতেছে,, আমি তো পুরাই হা হয়ে গেছি,,,
কিছুই বলতে পারছি না। চোখ বেয়ে অশ্রু পরছে, যেটা ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার,,,, আর অনেক বেশি হাসি পাচ্ছে,,, !
চোখের পানিটা মুছে, হাসতেছি, আর তার দিকে তাকিয়ে আছি, অশ্রু ভেজা নয়নে,
সে এসে আমাকে দেখেও ক্রস করে চলে যাচ্ছে,
কি ফাজিল ছেলে রে বাবা!দেখে তো মনে হয়, ভাজা মাছ টা উলটে খেতেও পারে না,
তারাতারি মেসেজ দিলাম,,,,, কোথায় যাচ্ছ??? রিপ্লে আসলো,,,,মানে কোথায় তুমি,,,,?
এই তো তোমার পিছনে তো অনেকহ্মন ধরে বসে আছি,,,,?
সে একবার ফিরে তাকাল, আর খুব জোরে দৌরে পালিয়ে গেল।
মনে হয় সে কল্পনাও করতে পারে নি, যে আমিই মেঘ বালিকা, আমিও তো কিছুই জানতাম না,
কিন্তু এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখি মানুষ আমিই,,,, খুব আনন্দ পাচ্ছে,
পার্ক থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে সোজা বাসা চলে আসলাম, আমি জানি ছেলেটা খুব ভয় পেয়েছে, এমনিতেই ছেলেটা আমাকে দেখে যমের মত ভয় পায়।
মন টা আজ অনেক ভালো, তাই রাতে ছাদে গেলাম, বেশি রাত না সন্ধা রাত, এবার তো আমি আরো অবাক, নিরব সিগারেট খাচ্ছে,
খুব জোরে জোরে টানছে আর খুব বেশি কাশি হচ্ছে তার, কি ব্যাপার, দেখতে তো বেশ বোকাই মনে হয়? আবার সিগারেট ও খান??
এবার সে ফিরে তাকিয়েই হতবাক!
হুম আপনার কারনেই খাচ্ছি,,,, (নিরব)
মানে??
ভেবেছিলাম একটা প্রেম করব, কিন্তু সেই মেয়েটা যে আপনি বুঝতেই পারি নি , (sorry)
এবার নীলা কেদে কেদে., কেন আমার সাথে প্রেম করা যায় না, আমি কি দেখতে এতটাই খারাপ? অপরিচিত মেয়ের সাথে প্রেম করতে পারেন, আর পরিচিত হবার পর দূরে ঠেলে দিবেন,,,?? এ কেমন ভালোবাসা, আপনার হ্য!
এবার নীলা বেশ জোরেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে,
নিরবঃ একি আপনে কান্না করছেন কেন, কেউ জানলে কি ভাববে?
নীলাঃ যা ভাবে ভাবুক, আমি কান্না করবই,
নিরবঃ প্লিজ থামুন,, আচ্ছা কি করলে আপনি কান্না বন্ধ করবেন?
নীলাঃ একবার আই লাভ ইউ, বলতে হবে,
নিরবঃ কি ব্লাকমিল করছেন, বলব না।
নীলার কান্নার গতি এবার আরো বেরে গেল,
নিরবঃ থামুন থামুন, বলছি,,
নীলাঃ আগে বলুন???
নিরবঃ কাপা কাপা কন্ঠে এবার বলেই দিল, আই লাভ ইউ নীলা,
নীলাঃ আই লাভ ইউ টু, বলেই দৌরে এসে নিরব কে জরিয়ে ধরল,
নীলাঃআচ্ছা তুমি আমার সাথে এমন কর কেন?
নিরবঃ অনেক ভালোবাসি তো তাই,
নীলাঃভালোবাসো না ছাই দেখতেই পাচ্ছি, কেমন ভালোবাস?
আসলে তোমার ঝারি খেতে খুব ভালো লাগে, আর তোমার মায়া ভরা মুখ যতবার দেখি ততবারই তোমার প্রেমে পরে যাই,
তুমি আসলেই গাঁধা?
হুম, তোমাকে ভালোবেসেই গাধা হয়েছি, আর এভাবেই থাকতে চাই, সারাজিবন,রাখতে পারবে তো???
হুম খুব পারব,,,!!!!!
এভাবেই শুরু হয়, নীলা আর নিরবের নতুন এক
ভালোবার গল্প।।।
বেচে থাকুক তাদের এই রঙিন স্বপ্ন।
লেখক আইডি____
** Nistobdho Nirob(হিমু)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ