āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3024

----এটা কি?
----জীবন।
----এটা তো আমার মতো দেখতে?
----জীবনটা যে তুমিই।
----যদি কখনো হারিয়ে যায়?
----বেঁচে থেকে মরনের যন্ত্রনা টা উপভোগ করবো প্রতি নিয়তো।
----আচ্ছা এটা কি?
----বাস্তবতা।
----এটা কি খুব কঠিন?
----কখনো কঠিন কখনো সহজ।
----বুঝবো কি করে?
----সময় সব বুঝিয়ে দিতে পারদর্শী।
----আমি বাস্তব জীবনটা সহজ করে নিতে চাই কি করে?
----বাস্তবতা ও সময়ের তালে তাল দিয়ে চলো।
----এতে কিছু হারিয়ে ফেলবো না তো?
----অবশ্যয় হারাবে।
----তাহলে এমন ভাবে আমি চলতে পারবো না।
----তোমার ইচ্ছা।
----এটা কি জানো?
----না বলো?
----স্বপ্ন।
----কি করবে?
----মনের মতো করে সাজাবো অপরুপ সাজে।
----একা একা সম্ভব কি?
----হয়তো না, মনের প্রিয়জন নিয়ে সাজাবো।
----সাজানো ঘরটা যদি ভেঙে যায়?
----খুব কষ্ট পাবো তাহলে।
----তোমার কষ্ট টা দিও?
----কেনো?
----আমার সুখময় ভালোবাসা তোমায় দিয়ে তোমাকে সুখি করবো তখন।
----কি করে? ভালোবাসা দেখা যায় কি?
----না.
----তাহলে?
----অনুভবে স্পর্শ  করা যায়।
----আমি স্পর্শ করতে চাই একবার।
----হাতের স্পর্শের বাইরে।
----তুমি তো সবসময় বলো ভালোবাসো সেটা কি করে বুঝবো কতোটা আমাকে ভালোবাসো?
----আমার চোখের দিকে তাকিয়ে দেখো বুঝতে পারবে?
----পারবো না।
----কেনো?
----জানি না তবে অন্য ভাবে দেখাও?
----দেখাতে পারবো না তবে শুনিয়ে বুঝাতে পারবো ভালোবাসি?
----কি ভাবে?
----আমার বুকের বাম পাসে কান পাতো?
----হুমমম।
----কিছু শুনতে পারছো?
----কিছু শোনা যায় না তো।
----ভালো করে রাখো?
----তাও পাচ্ছি না।
----আমাকে দুই হাত দিয়ে ধরো?
----ধরলাম তবুও পাচ্ছি না?
----শক্ত করে ধরতে হবে।
----এর চেয়ে শক্ত করো ধরতে পারবো না তুমিও ধরো।
----আমি ধরছি তাহলে?
----ধরো।
----চোখ দুটো বন্ধ করো?
----করলাম।
----এক মনে আমার হৃদয়ের স্পন্দন টা অনুভব করো?
----হুমম,
----চুপ্টি করে এমন করে থাকো।
----.........?
----কাঁদছো কেনো?
----এতো ভালোবাসো আমাকে?(অশ্রুশিক্ত চোখে)
----যেটা বুঝতে পেরেছো তার থেকে শত গুন বেশী ভালোবাসি।
----এতোদিন কেনো পারো নি?
----তুমি বুঝতে পারো নি।
----আজ তোমার বুকে মাতা না রাখলে কখনো বুঝতে পারতাম না ভালোবাসো কতোটা।
----আচ্ছা কি শুনতে পেলে বললে না তো?
----একটা কথায় শোনা যাচ্ছিলো।
----কি?
----ভালোবাসি তোমাকে শুধুই ভালোবাসি।
----হুমম, ভালোবাসি সত্যি বড়ই তোমাকে ভালোবাসি তোমাকে।
----এই ভালোবাসা বাস্তবতা, সমাজ, কঠিন পরিস্থিতি মাঝেও থাকবে তো?
----যদি তুমিও চাও।
----চাই সবকিছুর পরেও তোমাকে চাই, ভালোবাসি যে বড়ই....!!!!
:
:
##সব কিছুর বাইরে তোমাকে সত্যি বড় ভালোবাসি।
কথাটা বলতে পারি আমরা কিন্তু কখনো বোঝাতে পারি না কতোটা ভালোবাসি। বুঝালেও বুঝতে চাই না। যখন বুঝতে পারে তখন অনেক অনেক দেরি হয়ে যায় অনেকের।
তাই বুঝতে শিখুন?
মানুষটার উপর দেখে না,
তার অর্থ সম্পদ দেখে না,
তার রুপ দেখে না,
ভালোবাসুন তার ভিতরের মানুষটা কে দেখে।
যে মানুষটা আপনাকে সবকিছুর বিনিময়ে হলেও চাই।
যে মানুষটা আপনাকে নিজের থেকেও বেশী ভালোবাসে।
যে মানুষটা আপনাকে একটু খুসি করতে সবকিছুর ঝুঁকি নিতে পারে।
যে মানুষটা আপনাকে এতোটা ভালোবাসে যে মরনকেও ভয় পাই না।
যে মানুষটা আপনাকে ভালোবাসে শুধু আপনাকে ভালোবাসে।
একটু বুঝার চেস্টা করুন দেখবেন জীবনে যতোদিন বেঁচে থাকবেন ভালোবাসার কমতি পড়বে না কখনো।
:
:
লেখাঃ-Hridoy khan( অদৃশ্য পরীর জামাই)
:

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ