āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3019

একটি মেয়ের মন জয় করা খুব বেশি কঠিন কাজ না,অল্প কিছুদিন তার পেছনে লেগে থাকা, কেয়ার করা,শাষন করা,এগুলো করলেই কমবেশি সব মেয়ের মন জয় করা সম্ভব।
মেয়েরা সবথেকে বেশি চায় ভালোবাসা। মেয়েরা চায় তাঁদের স্বামী,প্রেমিকা তাঁদেরকে খুব ভালোবাসুক,একটু বেশিই ভালোবাসুক।
মেয়েরা সবকিছু নিজের মনের মতন করে করতে চায়, আর ঠিক তখনি ঘটে বিপত্তি।
.
ধরুন আকাশ আর অদিতি স্বামী স্ত্রী । দুইজন দুইজনকে খুব ভালোবাসে।
কিন্তু আকাশ যে পরিমান অদিতিকে ভালোবাসে,অদিতি তার চেয়েও বেশি ভালোবাসা পেতে চায় আকাশের থেকে।
কিন্তু আকাশ ওর সবটা দিয়ে অদিতিকে ভালোবাসে।তবুও অদিতির মন ভরে না।
...
এটা শুধু আকাশ আর অদিতির  স্বামী স্ত্রীর ভিতরে সীমাবদ্ধ না,এটা সদ্য নতুন প্রেমিক প্রেমিকার ভিতরেও ঘটে,আবার প্রায় রিলেশনে এমনটা ঘটে।
এইজন্যই বলেছিলাম মেয়েরা সবকিছু একটু বেশিই চায়।
...
আর হ্যাঁ মেয়েরা ছেলেদের থেকে বেশি পরিমানে লোভী।
...
কেননা কোনো মেয়ে যখন  একটি রিলেশনশীপ আর রাখতে চায় না, তখন তার পেছনে কারন থাকে, ছেলেটির ভবিষ্যৎ ভালো না,অথবা ছেলেটির বাবার বেশি টাকা নেই,নতুবা অন্য কোন ছেলের ভালোবাসা মেয়েটিকে পাগল করে ফেলেছে।
আর বিশেষ করে বেশি দেখা যায়, টাকা আর নতুন কোনো ছেলের ভালোবাসা।
এই কয়েকটা কারনে মেয়েরা রিলেশন রাখে না।
মেয়েরা চায় না বিয়ের পরে তারা কষ্টে থাকুক, তারা চায় অনাবিল সুখ।
.
তবে হাতে গোনা কয়েকটা রিলেশনের ব্যাপার আলাদা, আর এই কয়েকটা রিলেশন হলো প্রকৃত রিলেশন।
...
শুধু শুধু ময়দা সুন্দরীর প্রেমে পড়ে কি লাভ,যদি সেখানে না থাকে ভালোবাসা।
ভালোবাসা হচ্ছে পবিত্র, আর পবিত্র টাকে আমরা ব্যাবহার করে, সেটাকে করে ফেলি অপবিত্র।
...
আরেকটি উদাহরন,ছেলেরা পরিশ্রম করে সংসারে সুখ শান্তি নিয়ে আসার জন্য,আর যদি সেখানে নতুন কোনো একজনের আর্বিভাব ঘটলে সংসার টা আর ছেলেটি রাখতে পারে না।
মেয়েটি তখন ভাবে, এখানে থেকে কি লাভ,এর চেয়ে আমার ওখানে গেলে সবকিছু ভালোভাবে পাবো,টাকা পয়সা ভালোবাসা, সবকিছুই ওখানে বেশি।
তখন সে ছেলেটিকে ছেড়ে অন্য ছেলের সাথে চলে গিয়ে সংসার করে,মেয়েটি একটুকু ভাবে না যে ছেলেটি তার সুখের জন্যই পরিশ্রম করছে।
....
...
কয়েকদিন কেয়ারিং, শাষন, ভালোবাসা করে লাভ কি? যদি সেখানে নতুন কারো ভালোবাসা, তোমার কেয়ারিং শাষনকে হার মানিয়ে দেই।
..
ভালোবাসতে হলে নিজের অবস্থানের মেয়েকে ভালোবাসো,তাহলে একটু নিশ্চয়তা থাকবে,নইতো রাতভর চোখের পানি ফেলতে হবে।
...

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ