āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3016

এইতো কয়েক বছর আগের কথা,আমরা কয়েকজন বন্ধু মিলে কলেজে শেষ করে বাড়িতে ফিরছিলাম,হটাৎ করেই ছয় বছরের একটি ছোট বাচ্চা এসে বলছে ভাইয়া কিছু দিন না।
বাচ্চাটির চেহারার দিকে তাকিয়ে আমার নিজের কাছে খুব খারাপ লাগছিলো,তারপরে পকেট থেকে চল্লিশ টাকা বের করে দিয়ে দিলাম।
ছয় বছরের বাচ্চাটিকে দিকে তাকিয়ে নিজেকে কল্পনা করছিলাম তাঁর যায়গাই। যদি আমি আজকে এমন হয়ে জন্মনিতাম তাহলে আমাকেও এমন করে থাকতে হতো,নিজেকে ওমন কল্পনা করে চোখ দিয়ে দুফোঁটা পানি পড়েছিলো সেদিন।
....

বাচ্চাটি  টাকা নিয়ে হাঁসি মুখে চলে গেলো,সাথে দিয়ে গেলো মনভরে দোয়া। তখন আমার পাশের এক বন্ধু বলে উঠলো ওরে টাকা দিলি কেনো?ওরা টোকাই ওদের টাকা দিবিনা কোনদিন। ওদেরকে টাকা দিয়ে কোন লাভ নেই।
তখন বন্ধুকে বলেছিলাম ওকে দেখার পরে আমার ছোট ভাইটার কথা মনে পড়েছে,
তখন তারা সবাই হেঁসে উঠছিলো।
তখন আমার খুব বেশি খারাপ লাগেনি, বরং ভালো লেগেছে।
..
কিছুদিন আগে দেখলাম, আমারই এক বন্ধু মানিব্যাগের সব খুচরা টাকা গুলো একজনকে দিয়ে দিলো,এটা দেখে আমারই অনেক ভালো লেগেছে। বুঝতে পারলাম বন্ধু বুঝতে পেরেছে। কিন্তু বাকি কয়েকজন বন্ধু সেটা বুঝতে পারেনি।
..
বাকি কয়েকজন
বুঝতে পেরেছে মোবাইলে জিপি সিমের দশটাকার মিনিট কার্ড দিয়ে পঁচিশ মিনিট কথা বলা। একদিন আমি দেখেছি আমার সামনে আমার বন্ধুকে অনেকগুলো কার্ড কিনে নিয়ে কথা বলতে। বন্ধুর মুখের দিকে চেয়ে বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে।
তখন আমার মনে পড়েছিলো বন্ধুর দেওয়া সেই সুন্দর একটি বানী,যেটা ছিলো আল্লাহর দুনিয়াতে এসেছো,মেয়ে পটাও মজা নাও পরে ছেড়ে দাও।
এই কাজে নাকি সবথেকে বেশি আনন্দ।
আমার ভালো লেগেছিলো ওর এই বানি, কেননা একদিন তাকেই এই কথার উত্তর দিতে হবে,কিন্তু সেদিন তাঁর কাছে কোন উত্তর থাকবে না।
.
আমি তাকে সেদিন প্রশ্ন করেছিলাম আচ্ছা তোমার কি এসব কাজ করতে খারাপ লাগে না, সে বলেছিলো খারাপ লাগবে কেনো, এই কাজে তো দুইজন খুব মজা পাই।
আমি মজা নিই,সেও মজা নেই।
...
আমি সেদিন কিছু বলিনি তাকে,এই জন্যই বলিনি ওদেরকে বলে কোন লাভ হবে না। ওরা কোনদদিন শুধরাবে না।
আমার সবচেয়ে খারাপ লাগে তখনি যখনি আমার মনে পড়ে সেই মানুষগুলোর কথা, যার চোখ নেই, এই পৃথিবীর আলো দেখতে পাইনি কখনো, তারপরেও সে বেঁচে আছে। শুধু এই আশাই বেঁচে আছে আলো দেখতে না পেলেও উপভোগ তো করছে।
যার পা নেই, যার হাত নেই,যে মানুষটি কানে শোনে না।
এসব মানুষের কথা মনে পড়লে নিজের চোখের কোন  দিয়ে অজান্তে দুফোঁটা পানি গাল বেয়ে পড়তে থাকে।
..
আমি একদিন দেখেছিলাম দুইজন ব্যাক্তিকে,দুইজনই ছিলেন অন্ধ, মেডিকেলে জীবনের শেষ সময় কাটাচ্ছিলেন। একজন অপরজনকে বলতো পৃথিবী কেমন, অপর জন না দেখে বলে দিতে পৃথিবীর বর্ননা । পৃথিবীর সুন্দর বর্ননা পেয়ে সে খুব খুশি হতেন।সে তখন খুব করে চাইতো আরো কিছুদিন জেনো তারা দুইজন বেঁচে থাকুক,
একজন বাঁচবে পৃথিবীর বর্ননার দেবার জন্য আর আরাকজন শুধুমাত্র পৃথিবীর বর্ননা শোনার জন্য।

এই মানুষগুলোকে নিঃসন্দেহে ভালো মানুষ বলা যায়। এরা তাঁদের সবটুকু দিয়ে চেষ্টা করে অন্যের ভালো করার।
কারন এরাই বুঝে বেঁচে থাকাটার মানে।
...
.

লিখাঃ রাফি ( পড়া চোর)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ