āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2981

দেওয়াল
#writer-Md Jasim uddin Shuvo (ক্ষুদ্র লেখক)
!
--ভালবাসি তোকে (শুভ)
--আমি বাসি না।(রুমু)
--বিশ্বাস কর আমি সত্যিই অনেক ভালবাসি তোকে।
--আমার পক্ষে তোকে ভালবাসাসা সম্ভব না।
--ক্যান
--পরে বুঝতে পারবি।
--তাহলে সত্যিই আমাকে ভালবাসতে পারবি না।
--না,আমাকে আর বিরক্ত করবি না আমার সাথে আর কথা বলবি না।
--এমন করে বলিস না ঠিক আছে আমায় ভালবাসতে হবে না কিন্ত আমায় তোর সাথে কথা বলতে বারন করিস না শুধু ফেন্ড হিসাবে মাঝে মাঝে একটু কথা বলিস প্রীল্জ
তা না হলে শেষ হয়ে যাবে রে।
--ঠিক আছে কথা বলব কিন্ত আমি তোকে যে সময় মিসকল দিবো ঠিক সেই সময় তুই ফোন করবি এর আগে তুই ফোন করে বিরক্ত করতে পারবি না ঠিক আছে।
--ঠিক আছে।
!
কথা হচ্ছিলো রুমু আর শুভ এর মাঝে।
শুভ রুমুকে পাগলের মতো ভালবাসে
কিন্ত রুমু সেটা বুঝে না বুঝার বান করে
কি কারণে শুভ বুঝতে পারে না।
এভাবে শুভ ও রুমুর মধ্যে চলতে থাকে বন্ধুত্বের সম্পর্ক।
শুভ ভাবে রুমু তোমার মুখ থেকে ভালবাসার কথা নাই শুনতে পারলাম কিন্ত তুমি যে আমার সাথে কথা বলছো এটাই আমার জন্য অনেক কিছু।
প্রতিদিনি একটু একটু করে শুভ ও রুমুর মাঝে টুকটাক কথা হয়।
এমন কোনদিন যদি রুমুর সাথে শুভ
র কথা না হয় তবে সেদিনটাই যেন মাটি
হয়ে যায় শুভ র সারা দিন ছটফট করতে থাকে।
বেশকিছু দিন পর শুভ র সামনে ইন্টার পরীক্ষা কিন্ত পড়াশুনার প্রতি কোন
মনোযোগ নেই।
মনোযোগ থাকবেই বা কি করে যার প্রতিটা
মূহুত্বে প্রতিটি ভাবনায় প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তা-চেতনায় তার সামনে যে একজনের ছবি ভাসে তাকে নিয়ে কল্পনা করে সারাক্ষণ।
এভাবেই চলতে থাকে শুভ র দিনকাল
একদিন সন্ধায় রুমুর মিসকল এতে শুভ
অবাগ হয়নি কারণ রুমুর কথা বলার সময় হলে মিসকল দিতো।
সেদিন কি ভেবে আর কল ব্যাক করেনি শুভ
তারপর থেকে আর মিসকল দেয়নি রুমু।
কয়েকদিন পর শুভ রুমুর মিসকল না সত্যেও কল দিলো।(শর্ত ছিলো মিসকল না দিলে কল না দিতে)
--কেমন আছো?? (শুভ)
--ভালো।
--এতোদিন কল দেওনি যে?
--প্রয়োজন হয়নি তাই।আর হ্যা আমায় আর
কল দিবা না কখনো।
--কেন?
--এমনি আর কয়েকদিন পর তুমি এমনিতেই জানতে পারবে।
সেদিন এটুকুই কথা তাদের মাঝে।
শুভ কিছুই ভাবতে পারছে না তার মাথায়
একটা কথাই ঘুরপাক খাচ্ছে রুমু কথা বলছে ক্যান আমার সাথে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদম সন্নিকটে মাএ দুদিন বাকি এর মধ্যে শুভ র ম্যাসে খবর এলো রুমুর যে তা কাল বিয়ে।
শুভ এ কথা শুনে মাথায় যেন আকাল ভেঙ্গে পড়লো।শুভ কিছুই বুঝতে পারছে না কি করবে একে তো পরশু পরীক্ষা তার ওপর
তার প্রিয়তমার বিয়ে।
কিছু না ভেবেই তখনি রুমুকে কল দিলো শুভ---
--কি শুনছি তোর কাল বিয়ে
--ঠিক শুনছিস
--ভালবাসি তোকে অনেক অনেক ছেড়ে যাস না আমায়।
--আমার কিছু করার নেই।
--বাচঁবো না রে।
--আমি কি করবো?ঠিক আছে আমায় বিয়ে কর।
--প্রয়োজনে তাই করবো তবু তোকে ঝাড়তে পারবো না।
--হা হা
--হাসলি ক্যান?
--তোকে বিয়ে করবো আমি!
--ক্যান একটু আগেই না বললি বিয়ের কথা।
--আমার বাবা আমায় কেটে নদীতে ভাসিয়ে দেবে,মাটি কেটে দিন এনে দিন খায় তার সাথে বিয়ে তবু তোর সাথে আমার বিয়ে দিবে না আর আমিও তোকে বিয়ে করবো
না বুঝলি।আমায় আর ফোন দিয়ে বিরক্ত করবি না আমি ফোন রাখছি।
শুভকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে রুমু ফোন কেটে দিলো।
আজ রুমুর বিয়ে কাল মাধ্যমিক পরীক্ষা ভাবা যায়।
সারাদিন শুভ না খেয়ে ঘুমানোর চেষ্টা করলো কিন্ত ঘুম কি নিষ্ঠুর আসছেই না
বরং সেই নিষ্ঠুর মেয়েটার ছবি তার সামনে ভাসছে।
সন্ধায় অন্য বন্ধুদের জোড়াজুরি সত্তেও শুভ খেলো না বরং বেড়িয়ে পড়লো রাস্তায়।
শুভ অন্যের মুখে শুনেছে নিকোটিনের ধোঁয়ার সাথে সাথে কষ্ট গুলো উড়ে যায়।
এরআগে শুভ কোনদিন নিকোটিনের আশেপাশেও থাকেনি।
কিন্ত না এই নিকোটিনের দ্বারা এতো কষ্ট ভুলা সম্ভব না সব চেষ্টা বৃথা।
কোন রখমে অনেক কষ্টে রাত কাটলো এবং
অনিচ্ছা সত্তেও পরীক্ষা দিতে গেল শুভ।
এখম পরিস্থিতে যে পরীক্ষা কি রখম হবে
সেটা হয়তো সবার জানার কথা।
!
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ কয়েক মাস পর রেল্জাটের দিন ঘনিয়ে এলো।
রেল্জাট যা হবার তাই শুভ Aগ্যেট ও পেল না কিন্ত শুভ এর চেয়ে খারাপ ছাএ অনেক ভাল রেল্জাট করেছে।
খারাপ রেল্জাটের ভাবনা আর ঐ দিকে রুমুর সংসারে অশান্তির কথা জানতে পেল।
সে কথা না হয় পাঠকদের না বললাম।কে চায় বলুন ভালবাসার মানুষ অসুখে থাকুক হ্যা চায় যার ভালবাসা পবিএ থাকে না আর আমার ভালবাসাতো ছিল পবিএ
আমি কেন চায়বো না রুমু সুখে থাকুক।
!
এরপর থেকে অনেক বার রুমুর সাথে শুভর
দেখা হয়েছে।
রুমু শুভর সাথে কথা বলতে চেয়েছে হয়তো
সে তার ভুলের জন্য ক্ষমা চায়বে এজন্য।
কিন্ত রুমুর সাথে দেখা হলেই শুভ সরে যেত
কথা বলতে চাইতো না কারণ কথা বলার মুখ নেই রুমু ঐ সব কথা শুনার পর।
কিন্ত সত্য কথা এই যে সামনা সামনি দেখা হলে শুভ সরে যেত ঠিকি পরে আবার শুভ
লুকিয়ে লুকিয়ে রুমুকে দেখতো।
আজ অনেক দিন হলো শুভর সাথে রুমুর
দেখা হয় না রুমুকে একপলক লুকিয়ে দেখতে
ইচ্ছে করছে
শুভ র।
শুভর এখন একটাই চাওয়া রুমু তুমি সুখে থাকো শান্তিতে থাকো তবে মনে রেখো কোন
একদিন কেউ তোমাকে ভালবেসেছিল মন প্রাণ উজার করে।
!
এটা কোন গল্প নয় কারো জীবনে ঘটে যাওয়া
সামন্য অংশ বিষেশ মাএ।
আজকাল ভালোবাসা হলো কাঁচের চুরির মতো সহজে ভেঙ্গে ফেলা যায় আবার সহজে কেন যায়।এখন সত্যিকারের ভালবাসা পাওয়া অনেক দুর্লভ ব্যপার।
এখন টাকার কাছে ভালবাসা অর্থহীন।
আজকাল ভালবাসা হয়ে থাকে রিকশায় চড়ে গায়ে হাত দেওয়া,কে এফ সিতে খাওয়া,মোটসাইকের পিছনে চড়ে লং ড্রাইফে যাওয়া,পার্কে বা লিটনের ফ্যাটে।
আচ্ছা এটাকে কি ভালবাসা বলে???
কারো মনে আঘাত দিয়ে আমি এগুলো লিখিনি আর আঘাত লেগেও থাকে তাহলে
ক্ষমা করে দিবেন।
ধন্যবাদ সবাইকে।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ