āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2971

বাজি
.
--দোস্ত ঐ মাইয়াটারে আমার মনে ধরছে,
কিছু কর..শাকিল
--কস কি দোস্ত কোন মাইয়ার কথা
কইবার লাগছস?.আমি
--ঐ যে ঐ মাইয়াটা।
--কোন মাইয়া,এট্টু বর্ণনা দে।
--দিতাছি।মাইয়াটা ঠোঁট ঠিক কমলা লেবুর মতো আর আসল কতা হইলো মাইয়াটা
না বাঁকিয়ে বাঁকিয়ে হাঁটে,হেই জন্যেই
তো আমি তারে পেয়ার করবার
লাগছি দোস্ত।
--ও তাইলে কয়া দে মাইয়ারে যে তুই
তাহারে ভালোবাসিস।
--হ কালকেই কয়া দিমু।
--তো ভালা থাক মোর এট্টু কাম আছে।
.
আমি শুভ আর যার সাথে কথা
বললাম সে আমার জানে জিগার
মানে বন্ধু শাকিল।
আর যে মেয়েটার কথা বললাম
সে মেয়েটা হচ্ছে,না নাম নাই বললাম।
তবে মেয়েটা আমার পাশের বাসায়
প্রাইভেট পড়ে আর মেয়েটার বাসা
আমাদের একই এলাকায়।
মেয়েটাকে দেখেই আমার বন্ধু শাকিল
ক্রাশ খায় এবং ভালোবেসে ফেলে।
তারপর পরের দিন..
.
--দোস্ত কইছাত নাকি?.আমি
--কি কমু?
--মাইয়াটার ভালোবাসার কতা
--কইছিলাম মোরে না বইলা দিছে।
--দোস্ত হাল ছারিস না।
--হ আবারো কমু,প্রতিদিনই কমু।
--চালাইয়া যা।
.
কয়েকদিন ব্যস্ততা জন্য বন্ধুর সাথে দেখা করতে পারি নাই।বেশ কয়েকদিন পর বন্ধুর সাথে দেখা অতঃপর
--কি খবর দোস্ত।
--আর খবর,অশান্তিতে আছি দোস্ত।
--ক্যান কিতা হইছে?
--মাইয়া কয়া দিছে আর তারে বিরক্ত না করি।
--কস কি দোস্ত?
--আচ্ছা দোস্ত তুই মাইয়াটারে বললার পারবি যে তুই তাহারে ভালবাসি?
--কস কি আমি কমু ক্যা ভালোবাসি।
--তুই কইবার পারলো তো,তোর সাহস থাকলে তো কবি!
--দেখ সাহসের প্রশ্ন তুলবি না! --তাইলে মাইয়াডারে ক যে ভালোবাসি
--তুই জানিস না আমি মাইয়াগো লগে কথা কই না?
--তোর সাহস থাকলে তো কবি!আমারে দেখ আমার কত সাহস।
--আচ্ছা যদি কইবার পারি তাইলে কি হব্বে?
--তোর সাহসের পরীক্ষা হব্বে। --কালকেই কয়া দিমু ভালোবাসি।
--পারবি না!
--বাজি?
--বাজি
.
আমি ভাবছি,বাজি তো ধরলাম বলতে পারবো নাকি ভালোবাসি। মেয়েদের সামনে গেলে আমার যে হাঁটু কাপে।যাইহোক তারপর থেকে মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে শুরু করলাম।খোঁজ নিয়ে জানলাম
যে মেয়েটার চরিএ অতোটা ভালো না।সুতরাৎ ফান করে ভালোবাসি বললে অতোটা ক্ষতি হবে বরং আমার সাহসের পরীক্ষায়
পাস করে যাবো অতঃপর তার
দিন ভোরে দাঁত ব্রাশ করতে রাস্তায় বের হলাম,যদিও
আমার ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস নেই,মেয়েটি ভোরে প্রাইভেট পড়তে আসে সেজন্য ভোরে ঘুম থেকে উঠা।বলে রাখা ভালো যে মেয়েটা আমাকে পূর্ব থেকেই চেনে কারণ আমার ছোট বোনের বান্দবী সে।যাইহোক ভোর রাস্তায় মেয়েটির সাথে দেখা।
মেয়েটি আমাকে পিছন ফেলে চলে গেল কিছু বললাম না কারণ ভয়ে আমার হাঁটু কাপছে।যখন একটু দুরে গেল তখন,
--এই একটু দাঁড়াও..আমি
--বলেন...মেয়েটি।
--একটা কথা বলার ছিলো।
--ঠিক আছে বলেন।
--আপনাকে আমার ভালো
--তো আমি কি করবো।
--ভালোবাসি বলেই ভালো লাগে।
কিছু বললো না মেয়েটা চলে গেল।
.
সেদিন বিকালে ছোট বোন এসে আমাকে বললো.,
--ঐ তুই আমার বান্ধবীকে কি বলছিস।
--ক্যান কি হইছে রে?
--শুধ বললো তোর ভাইরে তো ভালো জানতাম।
.
লে হালুয়া।মেয়েটা নিশ্চয় বুঝতে পারছে যে এটা আমি বাজি ধরে করছি কারণ আমি তো সব
সময় শাকিলের সাথে থাকি। আমার তো সব মান সম্মান ফাটাইয়া দিলো বোনটার কাছে। শুধু এই না আমার এক বন্ধুর বাদ্ধবী বন্ধুকে বলছে যে আমি কারো সাথে প্রেম করি নাকি। বদ্ধুর সহজ উওর না।কারণ বন্ধু জানে আমি মেয়েদের ধারে কাছে যাই না।
তখন বান্ধবীর উওর হলো এই যে,তোমার বন্ধু প্রেম করে আর তুমি জানো না কিন্ত আমি ঠিকি জানি।
এরপর দেখি এলাকার অনেকেই জেনে গেছে ব্যপারটা,ল্যাও ঠেলা। শুধু একদিনের সামান্য কিছু ফানি কথায় আমার মান সম্মান কি বাড়া টাই না বাড়লো,লে হালুয়া। তারপর ভাবছিলাম মেয়েটার সাথে দেখা করে ইচ্ছামত গালি দেব কিন্ত পর ক্ষণে ভাবলাম একদিনের কথায় যে অবস্থা হইছে আরেদিন বললে কি হবে আল্লাহ জানেন। ঘটনাটি ষাট ভাগ বাস্তব সুতরাৎ বাস্তব ঘটনাকে কখনো মজা বলতে নেই,এতে ভুক্তভোগী লজ্জা পাবে।
আর এখানে মিশ্র ভাষা বব্যহার হইছে তাই ভুল হলে ক্ষমা করে দিয়েন।
.
মরাল অফ দ্যা স্টোরি--কোন কাজ করার আগে অবশ্যই ভেবে করাই ভালো। কাজটা সম্পর্ন করার পর ভাবলে ফলাফল শূন্য ছাড়া আর কিছুই আসবে বলে মনে হয় না।
আর কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আগে,একবার নয় বহুবার ভেবে চিন্তে নেওয়াই বুদ্ধিমানের পরিচয়। বাজি ধরবেন ভালো কথা,বাজি জিতে গেল নিজের প্রতি অনেক কনফিডেন্স বাড়ে,মনোবল বাড়ে,তাই না ভেবে কোন বাজি ধরবেন না,আগে দেখবেন যে এ বাজি ধরলে আপনার ওপর কোন প্রভাব পড়বে না কিনা। যদি প্রভাব পড়বে বলে হয় তবে সে বাজির ধারে কাছেও যাবেন না এতে অন্যরা আপনাকে ভীরু, কাপুরুষ যাই বলুক না কেন।
.
লেখা--Md Jasim uddin Shuvo
(ক্ষুদ্র লেখক)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ