" বন্ধু যখন ভায়রা "
.
কেউ স্বীকার করুক আর না করুক আমরা অনেকেই অপেক্ষা করে আছি কোনও না কোনও নীল বসনা, আনত নয়নার জন্য হোক বিয়ের আগে বা পরে। কেউবা রিয়েল লাইফে কেউবা ভার্চুয়াল লাইফে সেই স্বপ্নের উষ্ণ মানবীর খোজে পাগলপ্রায়। কেউ পায় কেউ পায়না, কেউ চায় কেউ চায়না। কেউ এর বিপরীতে কেউ বা এর সমর্থনে বড়সড় যুক্তি বা আত্মকথনে বিবাদের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে এই ব্যাপারটিকে।
.
বন্ধুদের সঙ্গীহীনতার রোনাজারি আহাজারি ও প্রেম খুজে না পাওয়ার মর্মাহত বাণী শুনতে শুনতে মনটা যেমন খারাপ হয় তেমনি রাগও উঠে, মনে হয় মেয়েদের জোর করে ধরে এনে বন্ধুদের সাথে প্রেম করতে লাগিয়ে দেই।
.
তেমনি আমার বন্ধু রাফি, উনিও লীলাবতীর স্বপ্নে মত্ত। কিন্তু বহু সময় ব্যয় করেও স্বপ্নের লীলাবতীর পদযুগলের ছাপ তো দূরের কথা নুপুরের শব্দ টা পর্যন্ত শুনতে পাচ্ছেনা। তো মহাশয় আমাকে ফোন দিয়েছে এক অবেলায়-
.
- রুহী তুই কোথায়?
- বাসায়, চ্যাগাইয়া শুইয়া আছি
- ভাই চ্যাগা চ্যাগি পরে করিস, তুই এখুনি কলেজে আয়
- ধুর সালা, আমি খাইনি এখনও আর কলেজে গিয়ে আজ কি হবে? ক্লাস নাই গ্রুপ ডিসকাস ও নাই, যামুনা আমি, ফোন রাখ বেটা
- ভাই তোর হাতে পায়ে ধরি, রিন্তি ক্যাম্পাসে আসছে আজ, তুই তো জানিস ই ও কম আসে কলেজে, আয় প্লিজ, তুই সাথে থাকলে আজকেই রিন্তিকে তুই তোর ভাবি হিসেবে পাবি
- প্রেম করবি তুই তাই প্রপজ করবি তুই, আমি কি বাদাম সাপ্লাই দিমু
- দোস্ত প্লিজ তুই আয়, এটা আমার জীবন মরনের প্রশ্ন না, এটা ভাবি দেবরের প্রশ্ন
- আচ্ছা দোস্ত তুই পাঁচ মিনিট অপেক্ষা কর আমি বিশ মিনিট পর আসতেছি...
.
দুর্বল জায়গায় আঘাত করেছে রাফি তবে আমি ভাল করে জানি তাদের রিলেশন যদি হয়েও যায় ভাবি দেবরের প্রশ্ন তো দূরের কথা তাদের লুতুপুতু প্রেম আলাপও আমাকে শুনতে দিবেনা। কাজের সময় কাজি কাজ ফুরালে পাজি।
.
কিছুদিন পর....
.
- দোস্ত রাফি আমার, আমার কইলজা, ভাবি কেমন আছে?
- হ্যা আছে ভাল, তোর জেনে কি হবে?
- দোস্ত ভাবির ছোট বোন মানে তোর শালি ইন্তি কেমন আছে?
- যা ভাগ বেটা, ও তোর ছোট বোনের মত
- আমি কি বড় বোন কইছি, প্লিজ দোস্ত ইন্তির নাম্বারটা দেনা আর ভাবিও তো তোর ছোট বোন আছিলো।
- রুহী যা তো, বক বক করিস না, পড়তে দে
- দোস্ত আমরা দুই জানের দোস্ত এর শশুর বাড়ি একটাই, একবার ভেবে দেখ তুই বড় জামাই আমি ছোট জামাই, মুরগীর বড় রোস্ট টা তোর প্লেটে ছোট রোস্ট টা আমার প্লেটে,জাস্ট ইমাজিন দোস্ত জাস্ট ইমাজিন
.
দশ সেকেন্ড রোস্টের স্বপ্ন দেখে
.
- যাহ, সুন্দরী শালির মায়া ত্যাগ করলাম, আজ থেকে তুই আমার ভায়রা
- দে দোস্ত দে ওহ সরি ভায়রা, নাম্বারটা দে
- এত ব্যস্ত হইসনা, আমার মাথা ধরছে পাঁচ মিনিট মেসেজ কইরা দে
.
ঠেলায় পরে দশ মিনিট ওর মাথা ম্যাসেজ করে দিয়ে...
.
- দে দোস্ত দে
- ওই বেটা আমার কাছে নাম্বার নাই, কালকে রিন্তির কাছে নিয়ে তারপর দিব
- সালা ভায়রার গুষ্টি মারি, এখন আমার মাথা ধরছে, টিপে দে
.
রাফির ফোন কেড়ে নিছি দশ মিনিট মাথা টিপে দিছে তারপর ফোন দিছি।
.
এইনা হলো বন্ধুর মত বন্ধু। সুখ গুলোও ভাগাভাগি করবো দুঃখ গুলো গুলোও করবো, এক সাথে হাসবো তো একসাথে কাঁদবো তাই তো এখন ফোনে ও রিন্তিকে আর আমি ইন্তিকে একসাথে বলি আই লাভ ইউ বাবুনি।
.
___________________________
লিখাঃ আমিম এহসান
____________________________
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4720
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Ēā§§ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ