টিংটং, টিংটং...
.
কলিং বেল টা বেজেই চলেছে। মনে হচ্ছে কেউ জরুরী কাজে এসেছে না হলে এভাবে পরপর কলিং বেলের সুইচ কেউ টিপার কথা না। বাসা আছে তাই লোক আসতেই পারে কিন্তু এত সকালে! বিছানায় এখনও আছি, কেবল ঘুমটা ভেঙেছে কিছুক্ষন পর পর আড়মোড়া আর হামি দিচ্ছি।
.
একপ্রকার চেঁচিয়েই বললাম- এই দীপা দেখো তো কে এলো? দীপার সারাশব্দও নেই, পরের বার যখন ডাকতে যাব ঠিক তখনি মনে পড়লো যে, গতকাল আমার বউ একটু রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছে।
.
নিজের বাবার বাড়ি অনেক কাছে হওয়াটাই যেনো দীপার বড় অস্ত্র, একটু বকা দিলেই সাথে সাথে বাবার বাড়িতে চলে যায়। আর এদিকে আদরের বউকে ঘন্টার পর ঘন্টা মিস করতে থাকি। তবে দীপার রাগের মেয়াদ দশ থেকে বারো ঘন্টা, আর রাগ যদি কমানো যায় তাহলে রাগের মেয়াদটা, রাগ ভাঙানোর পার্ফমেন্স এর উপর নির্ভর করে।
.
গতরাতে দীপার রাগ করার কারন টা হলো যে,আমি ওর সাথে বসে ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখিনি তাই। ডিসকভারি এর বেশ কিছু প্রোগ্রাম আর কার্টুন নেটওয়ার্ক এর বেশ কিছু কার্টুন বউ আমার নিয়মিত দেখে। কিন্তু এই বেশ কিছু প্রোগামের মধ্যে ম্যান ভার্সেস ওয়াইল্ড আর টম এন্ড জেরি তার পাশে বসে দেখতে হয়। তা না হলে আমার সারা রাতের ঘুম হারাম করে দেয়। দীপা সিরিয়াল দেখেনা কিন্তু তার এরকম প্রোগ্রাম এর সহদর্শন এর জ্বালায় আমি সত্যিই শেষ।
.
সত্যি বলতে কি এক সাথে বসে ঠিকই টিভি দেখছিলাম কিন্তু পাশে রাখা ফোনে হটাৎ করে কল আসার জন্য এটেনশন দুজনের চলে গেলো ফোনের দিকে, দীপা আরও ক্ষেপলো যখন দেখলো যে কলার আইডিতে সুন্দর একটা মেয়ের ছবি।
.
ফোনটা করেছিলো আমার বসের মেয়ে এখন থেকে তিনিই অফিসে বসবেন, এসব, তারপর অফিসের কার্যক্রম হাবিজাবি নিয়ে প্রায় বিশ মিনিটের উপরে বক বক করতে হলো। আড় চোখে দেখলাম যে দীপা টিভি অফ করে মাথা নিচু করে রাগে কটমট করছে, যেনো সে বলছে- এক বার আসুক তারে আমি মজা দেখাবো।
.
মজা দেখার জন্য সামনে গেলাম,
-থাকো তুমি তোমার ফোন নিয়ে, অন্য মেয়ে নিয়ে, আমি গেলাম। এই বলে হনহন করে বের হয়ে চলে গেলো। কিছু বলারই সুযোগ দিলোনা। তবে আমি টেনশন নিলামনা কেননা জানিই তো বউয়ের দৌড় বাপের বাড়ি পর্যন্ত।
.
কলিং বেলটা বাজছেই, ঢুলতে ঢুলতে দরজা খুলে দিলাম। চার পাঁচজনের মুখের অবয়ব দেখে আমার অবাক হওয়ার দরকার ছিল বাট হলাম না, কেননা আমি জানি যে ওরা হলো দীপার মা বাবা বড় ভাই আর ছোট বোন, তারা দীপাকে দিতে এসেছে। শ্বশুর বাড়ি কাছে হওয়ার যেমন সুবিধা তার দ্বিগুন ঝামেলার।
.
আমি ফ্রেস হয়ে আসলাম, আমাকে আর দীপাকে একসাথে বসিয়ে বেশ কিছুক্ষন মহাভারত শোনালেন তারা, দীপার বড় ভাই ও বুঝাচ্ছে। দীপার বড় ভাই হলেও সে আমার ছোট যে কিনা আমাকে কলেজে দীপার সাথে কথা বলতে দেখায় হুমকি দিয়েছিলো যে- আমার বোনের দিকে যদি একদিনও তাকাস, হাত পা ভাইঙ্গা নুলা বানায় দিমু। আর এখন সেই একই ব্যক্তির মুখে যখন ভাই ভাই ডাক, বোনকে সুখি রাখার অনুরোধ শুনি তখন নিজেকে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লাগে।
.
সবাই চলে গেলো, আমরা বসেই আছি। শ্বশুর শ্বাশুরি রা মিল করিয়ে দিয়ে গেলো। হাতের উপর হাত রাখাই আছে কিন্তু কেউ কোনও কথাই বলছিনা। অবশেষে আমিই কথা বললাম সব বুঝিয়ে বললাম, সুন্দর করে বউও বুঝলো।
.
আমারও মুখে হাসি দীপারও মুখে হাসি, অতঃপর হাতে দীপার কোমল হাতের চাপ অনুভব করলাম।
.
____ গল্পের নামঃ আমার বউ দীপা
.
____ লিখাঃ আমিম এহসান
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4719
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Ēā§Ļ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ