āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4721

দীপার সাথে আজ আমার প্রথম দেখা হবে, খুশিতে আমি আত্মহারা। ওকে পেস্ট কালারের একটা শাড়ি পরে আসতে বলেছি। ফিক্সড টাইমের আধঘন্টা আগেই পার্কে এসে ইন্নোসেন্ট একটা লুক নিয়ে বসে আছি। অতঃপর সে এলো পাশে বসলো, মুচকি একটা হাসি দিয়ে বললো সরি একটু দেরী করে ফেললাম। আমি তার মেয়েলি পারফিউম এর গন্ধে অন্য এক জগৎ এ হারিয়ে গেলাম। তার আঙুলের তুড়িতে সম্বিত ফিরে পেলাম।
-এই রুহী কি ভাবছো?
-না মানে ভাবছি, আজকেই বিয়ে করে ফেললে কেমন হয়?
.
উপরের টুকুন নিছক কল্পনা, আমার মত সব ছেলেদের কল্পনা। ওই যে ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা দীপা ওকে নিয়ে।  আমি বুঝতে পারি আমার মত আরোও অনেকজন দীপাকে চায়। ব্রেলিয়ান্ট ছেলেটাও চায়, গর্ধব ছেলেটাও চায়,  ফর্সা ছেলেটাও চায়, কালো ছেলেটাও চায়, স্মার্ট ছেলেটাও চায় আর আমার মত খ্যাত ছেলেটাও চায়। এতেই শেষ না, সদ্য জয়েন করা হ্যান্ডসাম স্যারটাও চায়।
.
যাদের মানিব্যাগ এর স্বাস্থ ভাল, হুটহাট করে প্রপজ করার অভ্যাস আছে, বাপ দাদার সম্পত্তির বিজ্ঞাপন করতে পারে, ভুল ক্রমে দু এক লাইন কবিতা লিখা ছেলেটারও ভাগ্যে কেবল দীপার মত সুন্দর মেয়েটা জুটতে পারে।
আর আমি, আমার মত ছেলেরা একশো হাত দূর থেকে ভালবাসতে পারে শুধু, অনেক ভালবাসতে । সঠিক ভাবে বলতে না পারায়, মেয়েটিকে ইমপ্রেস না করতে পারায়, বললেও এক দুটো চড়ে আমাদের ভালবাসা দূরে চলে যায়। অন্যদের প্রেম আসে, আমাদের প্রেম তৈরি না হতেই চলে যায় ওই ধরা ছোয়ার বাইরে। কারোর প্রেম আসে, আবার যেমনি আসে তেমনি চলে যায় কিন্তু আমাদের দরজায় প্রেম কড়াই নাড়েনা।
.
ভাল লাগা মানুষটিকে ভালবেসে ফেলি খুব। মাঝে মাঝে চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী ও বনে যাই। সব কিছু ঠিকঠাক, হাতে তুলি, তুলিতে রঙ নিলাম ক্যানভাসের সাদা পাতায় প্রেমটাকে আঁকতে যাবো কিন্তু একি আমার ক্যানভাস গেলো কই আমার আর্ট পেপার গেলো কই!!! আর গান এর কথা কি বলবো, গিটার হাতে বারান্দায় বসে আছি টিউন করতে যাবো দেখি হার্ড তার টা ছাড়া সব তার ছেড়া আর সোনার বাংলা ছাড়া আর কোনও সুরই গলায় আসছেনা।
.
হয়তো কিছুদিন পর আমার প্রেম এর ক্যানভাস গিটারের টিউন,  প্রেমের সুর টাকে নতুন বিসিএস ক্যাডারের বাইকে না হয় ক্লাসের সবচেয়ে ফ্যাশানাবল ছেলেটার সাথে ইলু ইলু করতে দেখা যায়। ভালবাসাটা, প্রেমটা আমাদের অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়।
.
এরকম দীপাদের কোলে মাঝে মাঝে কিউট একটা বেবি দেখা যায় না হয় বয়ফ্রেন্ড চ্যাঞ্জ করে ফেলে, কিন্তু আমাদের কি হয়?
ওই প্রথম দেখায় ভাল লাগা মেয়েটিকে কল্পনা করি,  কল্পনায় তার মুক্তোর মতন দাঁতের হাসি দেখি, উড়ন্ত চুলের খেলা দেখি, লজ্জায় রাঙ্গা নত মুখটা দেখি আর বুকের বাম পাশটায় চিনচিনে ব্যথা অনুভব করি।
.
এভাবেই চলে যায় স্টাডি লাইফ। হুটহাট করে কত নতুন মেয়ে দেখি প্রাকৃতিক নিয়মে ভাল লেগেও যায়।  ভুল ক্রমে প্রেম হলেও ছেড়ে চলেও যায়। কিন্তু খালি পেটে প্রথম যে খাবার টা খাওয়া হয় সেটার মত প্রথম ভাল লাগা মেয়েটার কথা ঢেঁকুর এর মত উঠে। এগুলোই হলো অসঙ্গায়িত ভালবাসা কোনও নাম নেই এদের তবুও এরাই টিকে থাকে অনেক অনেক বছর।
.
এমনি ভাবে নানান চড়াই উৎরাই এর মাঝে টিকে থাকুক এমন অসঙ্গায়িত সম্পর্কগুলো এই চাওয়া আর কিছু নয়।
__________________________________
লিখাঃ আমিম এহসান
__________________________________

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ