মাইক্রো ফিকশন
চোখে তার রক্তগোলাপ
তোমার চোখজোড়া আজ লাল গোলাপের নেশায় মত্ত ছিলো। দেখো আমি গোলাপ আনতে ভুলিনি। কিন্তু কোনো বিনিময় ছাড়া তো দেবো না।
খানিক বাদে দুমড়ানো মোচড়ানো সাদা গোলাপের ওপর শোভা পেলো মেয়েটার একটা অক্ষিগোলক। পাশবিক শক্তির বলে ছিঁড়ে আনা চোখটা থেকে রক্ত ঝরছে তখনো। দূর থেকে সাদা গোলাপকে দেখাচ্ছে টকটকে লাল গোলাপের মতন!
#সাইকো 💀
#রোজ ডে 🌹
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ