āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4759

মাইক্রো ফিকশন
চোখে তার রক্তগোলাপ

তোমার  চোখজোড়া আজ লাল গোলাপের নেশায় মত্ত ছিলো। দেখো  আমি গোলাপ আনতে ভুলিনি। কিন্তু কোনো  বিনিময় ছাড়া তো দেবো না।

খানিক বাদে দুমড়ানো মোচড়ানো সাদা গোলাপের ওপর শোভা পেলো মেয়েটার একটা অক্ষিগোলক। পাশবিক শক্তির বলে ছিঁড়ে আনা চোখটা থেকে রক্ত ঝরছে তখনো। দূর থেকে সাদা গোলাপকে দেখাচ্ছে টকটকে লাল গোলাপের মতন!  

#সাইকো 💀
#রোজ ডে 🌹

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ