কাঁচা আম (সেইরকম টক)
খুব যে মনোযোগ দিয়ে ফেসবুকিং করছি তা না। এরি মধ্যে দেখি পাশের বাসার ছোট্ট মেয়েটা আমার বউকে একটা কাঁচা আম দিয়ে গেলো।
দীপা আমটা ধুয়ে এনে একটা কামড় বসালো, ওর মুখের হাব ভাব দেখেই আমের স্বাদ বোঝা শেষ। আমি যে তার দিকে খেয়াল করছি সে সেটা বুঝতে পারেনি। আমার সাথে দুষ্টামি করার জন্য কাছে এসে বলছে,
- এই রুহী, আম খাবা? অনেক মিষ্টি, কাঁচা মিঠাই আম।
আমিঃ নাহ আমি মিঠা জিনিস খাইনা
দীপাঃ আরে খেয়েই দেখোনা হেব্বি টেস্টি
আমিঃ উহু খাবোনো,
দীপাঃ তুমি খাবানা তোমার মুখ খাবে ( রেগে গেছে)
বউকে খুশি করার জন্য আমে কামড় বসালাম, ভেবেছিলাম বউ যখন খেতে দিয়েছে টক হোক আর কি হোক মুখের হাব ভাব লুকিয়ে গপাগপ খেয়ে ফেলবো। কিন্তু নাহ আমি যেমনটি ভেবেছিলাম আমটি এর থেকেও অনেক টক। আউ করে উঠলাম দাতের অবস্থা শেষ আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বউ তো হাসতে হাসতে অজ্ঞান হওয়ার উপক্রম।
দীপাকে পুরা মাত্রায় রাগ দেখিয়ে বলছি,
-আমার দাঁতের এহেন অবস্থা করার জন্য তোমাকে এখুনি শাস্তি পেতে হবে
দীপাঃ হি হি কি কি শাস্তি প্রদান করিবেন রাজাসাহেব, আমি আপনার শাস্তি মাথা পাতিয়া লইবো
আমিঃ শাস্তি হইলো আমি তোমায় এখন কামড় দিবো।
বউ প্রথমে একটু ভয় পাইলো তবে কয়েক সেকেন্ড কি জানি চিন্তা করে বলল,
- ওকে, আমি রাজি আছি তবে একটা শর্ত আছে, আমি যেখানে কামড়াতে বলব সেখানে কামড়াতে হবে।
আমিঃ ওকে, ডান।
অতঃপর বউয়ের হাতের তালুতে পাঁচ মিনিট বৃথা চেষ্টা করেও একটা কামড় বসাতে পারলাম না। এত চালাক বউ নিয়ে সংসার করা সবার কপালে কি জোটে?
-আমিম এহসান
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ