āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4717

"দুই টাকার নোট"
.
লিস্ট অনুযায়ী বাজার করে মাত্র দুইটা টাকা বেচেছে। চাকরী তো আর করিনা, বাজার করতে দিলে যে টাকা বাচে তাই আমার আলগা উপার্জন। কোনোদিন পঞ্চাশ টাকা পর্যন্ত উপার্জন করা যায় আবার কোনোদিন দুই টাকাও করা যায়না। বাবার পকেট না কেটে এভাবে সৎ উপার্জন করা অনেক শ্রেয় তাইতো নিজ থেকেই বাজার করতে যাই।
.
টাকার নোটটিতে স্পেশাল কিছু আছে,  স্পেশাল বলতে রুমকি লিখা আর তার নিচে একটা মোবাইল নাম্বার। সাধারণত টাকা, বাসের সিটে ইত্যাদিতে যে নাম্বারগুলো দেওয়া থাকে এগুলো বেশির ভাগ ছেলেদেরই হয় আর কিছুক্ষেত্রে ছেলেরাই তাদের মেয়ে শত্রুদের নাম শত্রুতামি করে লিখে দেয়। বন্ধুদের কাছ থেকে শুনেছি এইরকম মেয়েরা খুবি ডেঞ্জারাস আর বাচাল হয়,  অনেক ছেলেকে তারা নাকে দড়ি দিয়ে ঘুরায়।
.
আমার আবার নানান বিষয়ে অভিজ্ঞতা অর্জন একটা নেশা তাইতো,  টাকা থেকে নাম্বারটা ফোনে তুলে ডায়াল করলাম,
.
- কে রুমকী?
- না মানে আপু তো একটু বাইরে গেলো,  আপনি কে?
- আমি রুহী,  আমার নাম বললে তোমার আপু চিনবে।  তা তোমার নাম কি?
- আমার নাম ঝুমুর।
- কার বাচ্চা কাঁদতেছে? তোমার?
- আরেহ নাহ রুমকী আপুর মেয়ে, খুব জ্বালাচ্ছে,  আর আমি কেবল ক্লাস টেনে পড়ি বুঝলেন
- ওহ তাই, আমি টুয়েলভ এ পড়ি
- মানে? তাহলে আপুকে কিভাবে চিনেন
- আরে চিনি,  তুমি এগুলা বুঝবানা, তুমি আমার শুধু নামটা মনে রাখিও, বাই
.
কাহিনী যে কোনদিকে মোড় নিচ্ছে বুঝতে পারছিনা। ম্যারিড একটা মেয়ের নাম্বার টাকায়,ভাগ্যিস তার ছোট বোন ধরেছে না হলে তো কি যে কপালে ছিল। ঝুমুর এর ভয়েস অনেক সুন্দর।  তবে যাদের ভয়েস আর চোখ সুন্দর হয় তারা দেখতে খুব সুন্দর হয়না।  বন্ধুদের কাছে অনেক শুনেছি যে ভয়েস একদম কোকিলের মত কিন্তু চেহেরা গিয়ে দেখে কাকের মত আবার বোরকাতে শুধু চোখ বের করে রেখেছে হরিনি চোখ দেখলেই প্রেমে পরে যেতে ইচ্ছে হবে, কিন্তু যেমনি বোরকা খুললো দেখা গেলো যে দাঁত একশ ডিগ্রি এংগেল এ।
.
এত কিছু হিসাব করলে চলবেনা, রুমকি বাদ আমাকে ঝুমুরের সাথেই লাইন মারার চেষ্টা করতে হবে। রুমকী আপুকে ফোন দিলাম,
.
- রুমকী আপু বলছেন
- হ্যা, আপনি কে বলছেন
- আমি ঝুমুরের বন্ধু রুহী,  ওকে একটু দেওয়া যাবে?
- আমি তো শ্বশুর বাড়ি চলে এসেছি, তুমি ঝুমুরের নাম্বারে ফোন দেও
- আপু ওর নাম্বারটা ডিলেট হয়ে গেছে কিভাবে জানি ,  আর গতকাল আপনার নাম্বারটা দিয়ে কথা বলেছিলাম, নাম্বারটা একটু দেন তো প্লিজ
- হ্যা নাও
.
স্বামী সংসার বাচ্চা নিয়ে ব্যস্ত আপু যাচাই বাছাই না করেই ছোট বোনের নাম্বার দিয়ে দিলো। এখন নিয়মিত ঝুমুরের সাথে কথা হয়।
.
টাকায় নাম্বারটা কিভাবে এলো এটা জানতে খুব ইচ্ছে হলো, ঝুমুরের কাছে তার বড় বোনের ডিটেইলস শুনলাম। এতে করেই বুঝলাম যে রুমকি আপুর এক্স বয়ফ্রেন্ড এর কাজ এটা।
.
রুমকি আপুকে ফোন দিয়ে সব বললাম এবং ফোন নাম্বার চ্যাঞ্জ করতে বললাম। চ্যাঞ্জ ও করলেন আর এখন নিয়মিত আমার খোজ খবরও নেয় দুই বোনই। আর হ্যা ঝুমুর আমার ছোট বোনের মত আর আমরা এখন খুব ভাল বন্ধু। কেননা ঝুমুর আগে থেকেই প্রেম করতো একজনের সাথে তাই প্রেমের ব্যাপারটা সেখানেই দমে গিয়েছিলো যার ফল স্বরুপ ঝুমুর, রুমকী আপু, দুলাভাই, ঝুমুরের বি এফ দের সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিলো।
.
এখন ভাবছি রুমকী আপুর এক্স বি এফ রে কিভাবে সাইজ করা যায় এক্ষেত্রে ঝুমুরের বিএফ এরই আবার আগ্রহ বেশি। যাই হোক হুট হাট করে তৈরি হওয়া সম্পর্কগুলো টিকে থাকুক যুগযুগ এই চাওয়া।
.
লিখাঃ আমিম এহসান

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ