āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4705

গল্পঃ " #ললিপপ "
.
কোনো জনমেও বউয়ের হাতে চড় খাওয়ার কোনোরকম ইচ্ছে ছিলোনা। কপালের ফেরে দীপার কাছে ঠাস করে একটা চড় খেলাম। হয়তো আমার শরীরের জন্য এই ভিটামিন টার প্রয়োজন ছিল তাই উপরওয়ালা এমনভাবে ব্যবস্থা করে দিয়েছেন।
.
অবাক হয়ে গালে হাত দিতেই দীপা আদুরে গলায় চুক চুক করতে লাগলো আর বলতে লাগলো- উহু, সরি, আমি এত জোড়ে দিতে চাইনাই,  ইসস লাগছে খুব তাইনা, সত্যি আমি দিতে চাইনাই, আস্তে করে দিতেই অনেক জোড়ে হয়ে গেছে,  সরি স্বচ্ছ।
.
চড় মারার আগে দীপার চোখ রাগে জ্বলছিলো আর এখন বউ আমার এতটা নরম হয়ে গিয়ে আলতো হাতে আদর করছে আর ভুলের মাফ চাচ্ছে ভাবতেও পারিনি। কিন্তু আমি একটু ঘাড়ত্যাড়া।
.
ব্যাগ গুছাতে শুরু করলাম, থাকবনা আর দীপার সাথে।  দীপা তো কেঁদেকেটে অস্থির, যেয়োনা স্বচ্ছ প্লিজ মাফ করে দাও,  ভুল করেছি প্লিজ। কে শোনে কার কথা, দু চারটা ধমক দিয়ে বেড়িয়ে পড়লাম বাসা থেকে।
.
বুঝবে আজকে! স্বামী ছাড়া একা যে থাকা যায়না সেটা আজ কড়ায় গন্ডায় উপলব্ধি করতে পারবে দীপা। একা একা রাস্তায় হাটছি, বিড়ি খাওয়ার অভ্যাস থাকলে হয়তো একটা বিড়ি ধরাতাম, তাই এমন সময়টা কাটানোর জন্য কয়েকটা ললিপপ কিনলাম আর একটা মুখে দিয়ে লেহন করতে থাকলাম।
.
নাহ! আমিই আর পারছিনা বউ ছাড়া থাকতে।  পকেট থেকে ফোনটা বের করে দেখি দীপা ফোন দিতেই আছে, সাইলেন্ট থাকার কারনে বুঝতে পারিনি। ফোন না ধরেই বাসায় ফিরলাম।
.
নক করার সাথে সাথে দরজা খুলে দিলো দীপা, জড়িয়ে ধরে বললো,
- স্বচ্ছ আমি সরি
- আমিও সরি। 
- লাভ ইউ
- লাভ ইউ টু। এই শোনো তোমার জন্য ললিপপ এনেছি, এই যে,  খাবা
- এটা না, তোমার মুখের টা খাবো
- কি বলো কেনো
- তাহলে ভালবাসা বাড়বে
- নাহ, আমি দিবোনা
- কি? দিবানা?
শুরু হয়ে গেলো দৌড়াদৌড়ি। আমাদের গ্রামের ভাষায় যাকে বলে "পিটাই ধরে মিঠাই খাওয়া"
.
প্রেম, ভালবাসা শেয়ার বাজারের মত উঠানামা করাই ভাল তাহলে সঠিকভাবে একে অপরের জন্য ভালবাসাটা সম্পুর্নরূপে উপলব্ধি করা যায়।
.
বিঃদ্রঃ বিয়ে কবে করলাম, ইহা জানিতে চাহিয়া কেহ লজ্জা দিবেন না।
.
লিখা-আমিম এহসান.

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ