āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4702

গল্পঃ অর্ধ ভেজা চুল (আমু সিরিজ)
.
পঙ্খীরাজ ঘোড়ার মত অটোবাইকটা ছুটে চলেছে। আমি আর সদ্য পরিচয় হওয়া মেয়েটা অটোর নরম সিটে বসে আছি দু তিন আঙ্গুল ব্যবধান নিয়ে। অটোচালক কম বয়সী হওয়ায় হয়তো কোনোকিছুর তোয়াক্কা না করে উড়ে উড়ে যেতে চাইছে। ঠিক তখনি মনে পরলো যে পিপীলিকার পাখা গজায় মরিবার তরে তাই আস্তে চালাতে বললাম।
.
আমার পাশে যে মেয়েটি বসে আছে তার নাম দীপ্তি, এতটকুই জেনেছি শুধু। তবে আমি নিজে নিজে আরোও যেটা জেনেছি যে  মেয়েটি মহিলা কলেজে পড়ে। তার কলেজ বালুবাড়ির ওদিকটায় অবস্থিত আর তার বাসা মির্জাপুর এর আশে পাশে।  তার অর্ধভেজা চুলগুলো সংগ্রাম করে উড়তে চাইছে কিন্তু এইচ টু ও এর জন্য পারছেনা। দীপ্তির চুল যদি পুরোপুরি শুকনো হতো তাহলে কিছু চুল উড়ে এসে আমার মুখে লাগতো শিওর। সে বলে উঠতো সরি ভাইয়া। আর আমি বলতাম চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা...। 
.
মেয়েটা এবার ঘাড় পঁচানব্বই ডিগ্রী এংগেল করে বললো আপনার নাম কি জানি বললেন ভাইয়া? আমার নাম আমু। শুধুই আমু? হ্যা শুধুই আমু, বন্ধুরা আমাজন থেকে শর্ট ফর্ম আমু রেখেছে। কি বললেন আমাজন? এটা আবার কেমন নাম? আপনি হুমায়ুন আহমেদের হিমুকে চিনেন না? হ্যা চিনি কিন্তু তার নাম তো হিমালয় ছিলো, হিমালয় থেকে হিমু, ও বুঝছি বুঝছি। কি বুঝছেন? হিমালয় থেকে হিমু আর আমাজন থেকে আমু। বাহ!
শুরু হয়ে গেলো বকবক, আমার নামের পাঠোদ্ধার বুঝতে পেরে বীরাঙ্গনা সেজে গেলেন তিনি। আসলে মেয়েরা বেশ কয়েকরকমের, কেউ অল্পতেই মিশে যায় আবার কেউ ছাগলের তিন নাম্বার বাচ্চার মত ভাব ধরে থাকে, আপনি হায় হ্যালো হাবিজাবি বলে শেষ করে দিবেন তবুও দুটো শব্দের বেশি বের হবেনা। অদ্ভুত মেয়ের জাতি মায়ের জাতি তারচেয়ে অদ্ভুত আমার জাতি বাবার জাতি।
.
মেয়েটার প্রেমে টুপ করে পরা উচিৎ ছিলো কিন্তু আমি পরিনি তার একটাই কারন বাতাসে তার চুল সন্তপর্নে উড়েনি তাই। প্রতিটা জিনিসে আমরা ফিলিংস খুজি,  তাই আমিও খুজেছি কিন্তু পাইনি।
.
তা আমু ভাইয়া আপনি কিসে পড়ছেন?
"বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র.." বলতে বলতে অটোকে থামতে বললাম। 
ভাইয়া থামেন থামেন আপনার ফোন নাম্বারটা দিন প্লিজ...। নামতে নামতে বললাম, অটোওয়ালার কাছে নিয়েন।
মানে?
আমি চলে আসলাম, পিছনে ঘুড়ে দেখি অটোওয়ালা ছেলেটা দাঁত ক্যালিয়ে কথা বলছে।  অনুমান করছি ছেলেটা বলছে আফা আমু ভাই আমার পরিচিত, দেহেননা ভাড়াটাও নেইনাই, ভাইয়ের নাম্বার আমার কাছে আছে,  এই নেন।
তবে মেয়েটা নাম্বারটা পাবেনা এটা জানি কেননা অটোওয়ালার ফোনে চার্জই নেই। অটোতে উঠার আগে গল্প করছিলো যে আজকালকার মোবাইল গুলোতে চার্জ থাহেনা বুঝলেন আমু ভাইজান, দুইটা গান শুনতেই ব্যাটারি লো।
.
লিখাঃ আমিম এহসান

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ