গল্পঃ "বেহায়া"
.
- এই যে মিঃ এমনভাবে তাকিয়ে আছেন কেনো?
- আমায় বলছেন?
- হ্যা আপনাকেই, আশেপাশে আপনার মত আর বেহায়া ছেলে আছে বলে মনে হয়না।
- আপনি কি সত্যিই আমাকে বলছেন? কোথাও ভুল হচ্ছেনা তো!
- ভুলের আবার কি আছে শুনি?
- ভুলটা হলো আপনি আমায় বেহায়া বলেছেন যেটা আমি মোটেও নই।
- আপনি বেহায়া নন?
- না, আমি বেহায়া নই। বেহায়া হলে আপনি নিজেই হবেন।
- কি? আমি বেহায়া? কি বললেন আপনি? এত বড় সাহস আপনার!
- বেহায়া না হলে নিজ থেকে আমার সাথে কথা বলতে আসতেন না, বুঝলেন?
- ও,আমি কথা বলতে আসতেই বেহায়া হয়ে গেলাম, আর আপনি যে এতক্ষণ ধরে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে ছিলেন তাতে আপনি কিছুইনা, মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা।
- হ্যা আমি দুধে ধোয়া তুলসী পাতাই, এনি প্রব্লেম?
- আমার কোনো প্রব্লেম না, আপনার প্রব্লেম টা কি আগে সেটা বলুন? তাকিয়ে ছিলেন কেনো আমার দিকে?
- আমি মোটেও আপনার দিকে তাকিয়ে ছিলাম না।
- সো ফানি, আপনার চোখের প্রব্লেম আছে নাকি আবার? ট্যারা টাইপের কিছু?
- সো ফানি এগেইন, নিজেই অর্ধ কানী আর উনি আমাকে চোখের গল্প শোনায়
- হোয়াট ডূ ইউ মিন বাই অর্ধ কানী?
- চশমা চোখে দেওয়া একটা মেয়েকে আর কিইবা নামে ডাকতে পারি মিস চাশমিস। আর আমি এতক্ষন আপনার চশমার গ্লাস দুটোই দেখছিলাম।
- আপনি শুধু বেহায়া না আপনি পুরাই ফালতু
- আবার সেইম এক্সপ্রেশন এ এই কথার পুনরাবৃত্তি করেন তো
- মানে?
- আপনি কি খেয়াল করেছেন কোনোদিন? রাগলে আপনার গাল আর কান দুটো হালকা লাল বর্ণ ধারন করে।
- চুপ, আর একটা কথাও বলবেন না যত্তসব
.
- ম্যাডাম অনেক ভাল করেছেন, এবার পাশে এসে বসুন।
- হি হি, তুমিও অনেক ভাল করেছো?
.
দীপা আমার পাশে এসে বসলো। আমি তার গালে হাত দিয়ে বলছি "দীপা দেখছো তোমার গাল সত্যি সত্যিই লাল হয়ে গেছে"।
.
ট্রেনের বাকি লোক হা করে আমাদের দুইজনের কাণ্ডকারখানা গিলছে। এতক্ষন কিভাবেই না দুইজন ঝগড়া করছিলো আর এখন পাশাপাশি বসে গালে হাত দিয়ে পিরিতির আলাপ করছে, বড়ই আজব তো।
.
হ্যা, আজব তো বটেই। দীপাসহ দীপাদের বাসায় যাচ্ছি, জার্নি ইনজয় করার জন্য ট্রেনের থার্ড ক্লাস সিটই বেছে নিয়েছি। দীপা আর আমি প্লান করেই মুখোমুখি হয়ে বসলাম, ট্রেন ছাড়ার সাথে সাথেই শুরু করে দিলাম "বেহায়া টকিং"। আমাদের এমন কথা শুনে তো সবাই অবাক তবে দ্বিতীয় দৃশ্যে যখন আমরা পাশাপাশি বসে আদুরে আলাপ শুরু করলাম ঠিক তখুনি সবাই তাজ্জব বনে গেলো।
.
- আমু... আমু... আমি পানি খাবো,
- ব্যাগে দেখো, বোতলটা তো ওখানেই রেখেছিলাম
- কই পাচ্ছিনাতো
- দেখো ভাল করে
- পাইছি.......... উফফ গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে একদম, ধুর পানিটাও গরম হয়ে গেছে।
.
বিঃদ্রঃ দীপা কে হয়! ইহা জানিতে চাহিয়া কেহ লজ্জা দিবেন না।
.
লিখাঃ আমিম এহসান
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4700
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:⧍ā§Ē AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ